|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
পরিচয় মেলে মনন ও সৌন্দর্যের |
মৃণাল ঘোষ |
বিনোদকুমার যাদব ও অলকা যাদব এই দুই শিল্পী প্রদর্শনী করলেন সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে। প্রদর্শনীর শিরোনাম ‘আর্থ ভয়েসেজ’। পরিবেশ বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে তাঁরা তুলে ধরতে চেয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যের নানা দিক। বিনোদ এক জন আলোকচিত্রী। প্রকৃতি ও বন্যপ্রাণীর ছবি তুলে তাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত ও ক্যানভাসে স্থানান্তরিত করে তার উপর অ্যাক্রিলিক রঙে এঁকে ছবি শেষ করেছেন। অলকা স্বশিক্ষিতা শিল্পী। তিনিও এঁকেছেন পশু, পাখি, ফুল ও প্রাকৃতিক নানা দৃশ্য। দু’জনের ছবিতেই মনন ও সৌন্দর্যের পরিচয় আছে। প্রয়োজন ছিল আর একটু পরিমিতিবোধ এবং রচনাবন্ধ বা কম্পোজিশন সম্পর্কে সংযম। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: সঞ্জীব, সন্তোষ, তুষার প্রমুখ ৩০ জুন পর্যন্ত।
অ্যাকাডেমি: সাহেব দে, পার্থ কবিরাজ, স্বরূপ নন্দী প্রমুখ ১২ জুন পর্যন্ত।
তপন পাঠক ১২ জুন পর্যন্ত।
গ্যাঞ্জেশ আর্ট: পার্থ শাহ, অনিতা গোপাল প্রমুখ ১০ জুন পর্যন্ত।
বই-চিত্র: সন্দীপ কুমার ১৫ জুন পর্যন্ত। |
|
|
|
|
|