এয়ার ইন্ডিয়া (এ আই)-কে বি-৭৮৭ ড্রিমলাইনার বিমান সরবরাহে ৩ বছরেরও বেশি দেরি হওয়ায় ক্ষতিপূরণ দেবে বোয়িং। তবে তার পরিমাণ নিয়ে মুখ খোলেনি তারা। ২০০৫-এ ওই বিমান কিনতে বরাত দেয় এআই। কথা ছিল ২০০৮-এ সরবরাহের। কিন্তু তা না হওয়ায় ৭১ কোটি ডলার ক্ষতিপূরণ চায় সংস্থা।
|
চলতি বছরে ভারতে আর্থিক বৃদ্ধি ৬.৭ শতাংশে নামবে বলে পূর্বাভাস দিল রাষ্ট্রপুঞ্জ। আগে তা ৭.৭% হবে বলে জানিয়েছিল তারা। শুক্রবার বিশ্ব অর্থনীতি নিয়ে ষান্মাষিক রিপোর্টেই এই পূর্বাভাস পরিবর্তন করা হয়েছে। এই অর্থবর্ষে বৃদ্ধি ৬.৫-৬.৭% হবে, জানান যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়াও।
|
কেজি বেসিনের গ্যাসের দাম ২০১৪-র আগেই বাজার নির্ধারিত হবে কিনা, তা ঠিক করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। এ কথা জানান তেল মন্ত্রী জয়পাল রেড্ডি। |