হীরক জয়ন্তীর অনুষ্ঠান শেষ হতে না হতেই বিতর্ক শুরু। রবিবার রানির বজরায় নিমন্ত্রিত ছিলেন যৌন কেলেঙ্কারির দায়ে চার বছর জেল খাটা আসামি হরবিন্দর সিংহ রানা। এমন লোক কী করে রানির অতিথি হয়, তা নিয়ে ঝড় বয়ে গিয়েছে ব্রিটেনে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুবরাজ চার্লস। ভবিষ্যতে রাজ পরিবারের আর কোনও অনুষ্ঠানে যাতে ওই ব্যক্তিকে ঢুকতে না দেওয়া হয় সে জন্য কড়া নির্দেশ দিয়েছেন তিনি। ১৯৮০ সাল নাগাদ রানা চিকিৎসকের ভুয়ো পরিচয় দিয়ে মহিলাদের শারীরিক পরীক্ষা করতেন। সেই অপরাধেই জেল হয় তাঁর। তবে মাঝখানের বছরগুলোয় পরিস্থিতি বদলে গিয়েছে। রানা এখন ‘অ্যাঙ্গলো-শিখ হেরিটেজ ট্রেল’ নামের স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর। রাজ পরিবার সূত্রে খবর, রানার জেল খাটার ইতিহাস সম্পর্কে অবহিত ছিলেন না যুবরাজ। শিখ সম্প্রদায়ের একজন বড় মাথা হিসেবেই তিনি রানির বজরায় নিমন্ত্রিত ছিলেন। আজ সংবাদিকদের রানা বলেন, “আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, তাই গিয়েছিলাম। যুবরাজের নিমন্ত্রণ থেকে একটা কথা পরিষ্কার, ওই ঘটনার পর থেকে আমি সমাজের জন্য কতটা করেছি।” অনুষ্ঠানে ডাকার আগে কেউ তাঁকে অতীত নিয়ে জিজ্ঞাসা করেননি বলেও অবশ্য জানান রানা। চালর্সের কয়েকজন কর্মীকে আগে থেকে চিনলেও রবিবারই যুবরাজের সঙ্গে তাঁর আলাপ হয় বলে জানান রানা। এই মন্তব্যও বিতর্কিত। কারণ, ২০০৬ সালে ভারত সফরে যুবরাজের সঙ্গী ছিলেন রানাই।
|
মারা গেলেন নোবেলজয়ী শারীরবিজ্ঞানী স্যার অ্যান্ড্রু ফিল্ডিং হাক্সলে। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বৈদ্যুতিক তরঙ্গকে ব্যবহার করে স্নায়ুকোষ কী ভাবে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করে ১৯৬৩ সালে আরও দুই বিজ্ঞানীর সঙ্গে নোবেল পুরস্কার পান অ্যান্ড্রু। সাহিত্য ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা ব্রিটেনের বিখ্যাত হাক্সলে পরিবারের অন্যতম সদস্য অ্যান্ড্রু। ঔপন্যাসিক অ্যাল্ডাস হাক্সলে তাঁর সৎভাই। কেমব্রিজ বিশ্ববিদ্যলয়ের ট্রিনিটি কলেজের তরফ থেকে অ্যান্ড্রুর মৃত্যুসংবাদ জানানো হয়। ১৯৮৪ থেকে ’৯০ পর্যন্ত সেখানেই অধ্যাপনা করেন অ্যান্ড্রু।
|