বেপরোয়া গাড়ি চালানো ও মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার রানিগঞ্জের নেতাজি সুভাষ বসু রাস্তার ঘটনা। রানিগঞ্জের বাসিন্দা শ্যাম কেশরী পুলিশের কাছে চিকিৎসক এনকে লালের বিরুদ্ধে পুলিশের কাছে ওই অভিযোগ দায়ের করেছেন। শ্যাম কেশরী জানান, এ দিন রাতে তিনি সস্ত্রীক গাড়িতে আসার সময়ে চিকিৎসক এন কে লালও তাঁর সঙ্গীদের নিয়ে অন্য একটি গাড়িতে সেই পথেই যাচ্ছিলেন। হঠাৎ রাজবাড়ি মোড়ের কাছে ওই চিকিৎসক তাঁর গাড়িতে ধাক্কা মারেন। তখন শ্যামবাবু গাড়ি থেকে নেমে ওই চিকিৎসককে বেপরোয়া গাড়ি না চালানোর পরামর্শ দিতে গেলে তিনি সঙ্গীদের নিয়ে শ্যামবাবুকে মারধোর করেন বলে অভিযোগ। শ্যামবাবু বলেন, “আমার স্ত্রী বাধা দিতে গিয়ে নিগ্রহের শিকার হয়েছেন।” স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পর এনকে লাল পাল্টা শ্যাম কেশরীর নামেই অভিযোগ দায়ের করতে রানিগঞ্জ থানায় হাজির হন। কিন্তু শ্যামবাবু আগেই অভিযোগ করেছেন দেখে তিনি সেখান থেকে চম্পট দেন। আসানসোলের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “ওই চিকিৎসকও থানায় এসেছিলেন। কিন্তু তার নামে ইতিমধ্যেই অভিযোগ রয়েছে দেখে এবং ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে বুঝে তিনি পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং মারধরের অভিযোগ দায়ের হয়েছে। তাঁর খোঁজ করছে পুলিশ।”
|
পুরভোটে জয়ী হওয়ার পরেই সিটু-র একটি অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের ভিড়িঙ্গির ঘটনা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সিটু অনুমোদিত দুর্গাপুর কনট্রাক্ট ক্যারেজ ইউনিয়নের নেতা অসীমকুমার দাস অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় তৃণমূল সমর্থকেরা সিটু অফিসের তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে দেয়। তাঁরা প্রতিবাদ করলেও তৃণমূল সমথর্কেরা কর্ণপাত করেনি। শুক্রবার সকালে তাঁরা দেখেন, তাঁদের সংগঠনের নাম মুছে ফেলা হয়েছে। এমনকী অফিসের রঙ বদলে সাদা করে দেওয়া হয়। অসীমবাবুর কথায়, “প্রতিবাদ জানাতে গেলে তৃণমূলের লোকেরা আমাদের হুমকি দিয়ে সরিয়ে দেয়।” অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা দেবেশ চক্রবর্তী। তাঁর দাবি, “তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নন। বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পরেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, সিটু-র সমর্থকেরা শিবির বদলে আইএনটিটিইউসি-তে যোগ দিয়েছেন এবং অফিসের ভোলও বদলে ফেলেছেন। ভিড়িঙ্গি মোড়েও সেই একই ঘটনা ঘটেছে।
|
নেই পরিশ্রুত পানীয় জলের কোনও ব্যবস্থা। এমনকী সরকারি কুয়োও শুকিয়ে গিয়েছে। এই দশা জামুড়িয়ার জবা মল্লার পাড়ায়। ফলে বাসিন্দাদের নাকাল অবস্থার প্রতিকার চেয়ে জামুড়িয়ার উপ-পুরপ্রধানের হাতে দাবিপত্র তুলে দিল তৃণমূলের জামুড়িয়া ব্লক কমিটি। কমিটির সভাপতি পূর্ণশশী রায় জানান, শীঘ্র পাইপ লাইন বসিয়ে জল সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে। দাবির উত্তরে উপ-পুরপ্রধান মানিক মণ্ডল আশ্বাস দিয়েছেন যে শনিবার থেকেই এক ট্যাঙ্ক করে জল পাঠাবে পুরসভা। তিনি জানান, পাইপ লাইন বসানোর জন্য বাস্তুকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা সমীক্ষার কাজ শুরুও করেছেন।
|
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রানিগঞ্জ থানার সদ্য প্রাক্তন ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় এবং এক এসআই বিপদতারণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল। ৩১ মে তীর্থেন্দুবাবুকে রানিগঞ্জ থেকে আসানসোল পুলিশ কমিশনারেটের দফতরে স্থানান্তরিত করা হয়েছিল। আসানসোলের ডিসি হেড কোয়ার্টার এস ঝাঝাড়িয়া জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, থানায় বাজেয়াপ্ত মাল বিক্রি করার অভিযোগ রয়েছে ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে।
|
ভারতী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আয়োজক সংস্থাকে হারিয়ে ফাইনালে উঠল বড়থল আদিবাসী কৃষক সমিতি। তারা আমবাগান তারকাঁটা মাঠে আয়োজক সংস্থাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। আয়োজক সংস্থা জানিয়েছে, রবিবার ফাইনাল খেলায় বিজয়ী দল টিএফএর মুখোমুখি হবে। |