নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
কাঠ পাচার রুখতে থানা স্তরে যৌথ কমিটি গঠনেপুলিশ, এসএসবি, বনদফতর, রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। বৃহস্পতিবার দুপুরে রাজাভাতখাওয়ার ওই বৈঠক হয়েছে। বনমন্ত্রী বলেন, “বক্সা ব্যাঘ্র প্রকল্পের ব্যাপক হারে কাঠ কাটা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বক্সার পাশাপাশি বৈকুন্ঠপুর থেকে যে পরিমাণ বেআইনি কাঠ উদ্ধার হয়েছে তা ভাবা যায় না। এটা রুখতেই হবে। থানা স্তরে যৌথ কমিটি গঠন করতে হবে। প্রতি সপ্তাহে কমিটি বৈঠকে বসবে পরিস্থিতির মূল্যায়ন করবে।” বনমন্ত্রী জানান, বন দফতরের কর্মী সংখ্যা কম রয়েছে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। পুলিশ বিশেষভাবে এই কাজে সাহায্য করবে। বক্সা, জলদাপাড়ার কাঠ বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। এটা বন্ধ করতে নজরদারির বাড়ানোর উপর জোর দিতে হবে।
|
হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেলেন এক বৃদ্ধ। বনবিভাগ সূত্রে খবর, গত কাল রাতে গোলাঘাট জেলার জাপোরিপথার এলাকায় হাতির পাল বের হয়। কাজিরাঙার লাগোয়া এই এলাকায় হস্তিবাহিনীর সামনে একটি কাঁচাবাড়ি পড়ে। বাড়িটি গুঁড়িয়ে দেয় তারা। ঘর ভেঙে হাতির পায়ের চাপে ঘুমন্ত অবস্থায় মারা যান গলাই মাজি (৬০) নামে এক ব্যক্তি। |