আর মাত্র ৯৬ ঘণ্টা। তার পরেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে পারবেন অন্নাকুমারী সিংহ।
এক দিকে বাবা। অন্য দিকে প্রেমিক-স্বামী। দু’জনেই চান, অন্না থাকুন তাঁর কাছে। কিন্তু অন্না কী চান, আইনের চোখে অন্তত এই মুহূর্তে তার কোনও মূল্য নেই। কেননা তিনি এখনও সাবালিকা হননি। কলকাতা হাইকোর্ট সোমবার জানিয়ে দিয়েছে, আর ৯৬ ঘণ্টা পরেই সাবালিকা হবেন অন্না। তখন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার জন্মাবে তাঁর। এবং তখনই তিনি ঠিক করতে পারবেন, বাবার কাছে ফিরে যাবেন, নাকি যাঁর হাত ধরে ঘর ছেড়েছিলেন, থাকবেন সেই প্রেমিকের কাছে।
প্রায় এক বছর ধরে অন্না রয়েছেন লিলুয়া হোমে। ২০১১ সালের ১৫ জুন তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন সূর্য বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে। তখন তিনি ছিলেন নাবালিকা। এখনও তা-ই। অন্নার বাবা বলেন্দ্র সিংহের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে এবং সূর্যকে আটক করে। পরে আলিপুর আদালতের নির্দেশে অন্নাকে লিলুয়া হোমে রাখা হয়। আর চার দিন পরে, ৯ জুন সাবালিকা হবেন অন্না।
অন্নার বাবা মেয়েকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। সেই আবেদন নিয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি কনোয়ালজিৎ সিংহ অহলুওয়ালিয়া সোমবার নির্দেশ দেন, চার দিন পরে অন্না মুক্তি পাবেন। হোম থেকে ছাড়া পেয়ে অন্না কোথায় থাকতে চান, এ দিন তা জানতে চান বিচারপতি। অন্না জানান, তিনি ফিরতে চান ‘স্বামী’র কাছেই।
আর সূর্য কী করতে চান? বিচারপতির প্রশ্নের উত্তরে সূর্যও জানান, তিনিও ঘর করতে চান অন্নাকে নিয়েই। এর পরে বিচারপতি অন্নার বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন সূর্যকে। বিচারপতির নির্দেশে এজলাসের মধ্যেই অন্নার বাবা-মায়ের কাছে মার্জনা ভিক্ষা করেন সূর্য। বিচারপতি এর পরে অন্নার বাবা-মাকে বলেন, “ওঁরা ভাল থাকলেই তো ভাল। আপনারা নিজেরাই দাঁড়িয়ে থেকে ওঁদের বিয়ে দিন।” অন্নার বাবা আদালতে জানান, তাঁরা যৌথ পরিবারে থাকেন। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবারের অন্যদের সঙ্গেও কথা বলা দরকার।
অন্নাকে আরও চার দিন হোমে রাখার নির্দেশ দেন বিচারপতি। তিনি জানান, ৯ জুন অন্না সাবালিকা হয়ে নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। |