চিত্র সংবাদ |
|
গরমে খুদেদের সুখ এমন ঝাঁপেই। সারেঙ্গার কাঁসাই নদীতে উমাকান্ত ধরের তোলা ছবি।
|
|
দেরুয়া গ্রামে প্রচারে জোর দিচ্ছেন বাঁকুড়া বিধানসভা
উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মিনতি মিশ্র। ছবি: অভিজিৎ সিংহ।
|
|
বাঁকুড়া শহরের গোপীনাথপুরে প্রচারের ফাঁকে
আলাপচারিতায় সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। ছবি: অভিজিৎ সিংহ।
|
|
মিড অফ থেকে দৌড়ে বাউন্ডারি লাইনের কাছ থেকে বল তুলে সোজা উইকেটকিপারের হাতে ফেরত পাঠাতেই
অধিনায়কের শাবাশি,
‘গুড ফিল্ডিং’। ক্যাপ্টেন এখানে পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এন সুধীর কুমার। আর
প্রশংসা পেলেন যিনি, বছর চব্বিশের সেই করণ
কৈবর্ত (বাঁ দিকের ছবিতে বোলার) এক সময় ছিলেন মাওবাদীদের
অযোধ্যা স্কোয়াডের সদস্য। মূলস্রোতে ফিরতে চেয়ে গত ১২ জানুয়ারি
ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে
আত্মসমর্পণ করেছিলেন। রবিবার পুরুলিয়া পুলিশ লাইনের মাঠে পুলিশ একাদশের হয়ে
সাংবাদিক একাদশের বিরুদ্ধে
খেললেন। দু’ওভার বল করে একটি উইকেট পাওয়া করণের বর্তমান ঠিকানা পুরুলিয়ার পুনর্বাসন শিবির।
পুলিশ
সুপার সি সুধাকর (ডান দিকের ছবিতে সবুজ জামা) বললেন, “এটাই তো সত্যিকারের মূল স্রোতে ফেরা।”
ছবি: সুজিত মাহাতো |
|