টুকরো খবর
৫৫৫৫ শব্দ সংখ্যার বই, বাক্য একটিই
একটি বাক্যেই গোটা একটা বই শেষ। অসমে এর আগে প্রফুল্ল শর্মা ৩৬০১টি শব্দের একটিমাত্র বাক্যে গোটা বই শেষ করেছিলেন। তখন অবশ্য গিনেস রেকর্ডের এমন রমরমা ছিল না। এ বার প্রফুল্লবাবুর নজির টপকে, ৫৫৫৫টি শব্দের একটি বাক্যে বই শেষে করেছেন যোরহাটের জন খোয়া এম ই স্কুলের শিক্ষক সুনীলকুমার শইকিয়া। বইয়ের নাম ‘দিসোই পারর মেল’ (দিসোই নদী পারের মিলনমেলা)। সুনীলবাবুর এমন কাজের লক্ষ্য দু’টি। এক, রাজ্যের ছেলেমেয়েদের কাছে অসমের সব গুরুত্বপূর্ণ দিক একটি বইতে তুলে ধরা। দুই, বিশ্বরেকর্ড গড়ে অসমিয়া ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরা। সুনীলবাবু বলেন, “এতদিন অবধি, লা মিজারেবল উপন্যাসে, ভিক্টর হুগো ৪২৩টি শব্দ, ৯৩টি কমা ও ৩৭টি সেমি কোলন দিয়ে যে বাক্য লিখেছিলেন তাকেই, পশ্চিমের দুনিয়ার বৃহত্তম বাক্য হিসাবে ধরা হয়। অসমে, লক্ষ্মীনাথ বেজবরুয়া ৬২৮ শব্দের একটি বাক্য লিখেছিলেন। প্রফুল্ল শর্মা ৩৬০১ টি শব্দ দিয়ে একটি বাক্য বানিয়ে, তাতেই বই শেষ করেন। আমি ৫৫৫৫ টি অসমিয়া শব্দ, ৫৩৪টি কমা ও ১১টি সেমিকোলোন ব্যবহার করে বইটি লিখেছি। প্রথমে দেশে রেকর্ড গড়ে পরে গিনেস তালিকায় আমার বইয়ের নাম তুলতে চাই।”

কাছাড়ে তৃণমূল ছেড়ে ৩ নেতা বিজেপিতে
বিজেপি-তে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটির তিন নেতা-সাধারণ সম্পাদক প্রবাল পালচৌধুরী, সম্পাদক দুলি ভট্টাচার্য এবং যুব শাখার সম্পাদক সঞ্জীব সেন। আজ শিলচরে বিজেপি-র ‘সক্রিয় সদস্য সম্মেলনে’ উত্তরীয় পরিয়ে তাঁদের স্বাগত জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিরণ মহেশ্বরী। তাঁদের যোগদানে বিজেপি-র সংগঠন অধিকতর মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন মহেশ্বরী। দলত্যাগের কারণ কী? প্রবাল এ জন্য তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকেই দোষারোপ করেন। তাঁর অভিযোগ, বরাক উপত্যকায় সংগঠন বাড়ানোর প্রতি তাঁদের কোনও আগ্রহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেলমন্ত্রী ছিলেন। পরে এই দায়িত্ব পালন করেন দীনেশ ত্রিবেদী এবং বর্তমানে রয়েছেন মুকুল রায়। কিন্তু লামডিং-শিলচর ব্রড গেজ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি নিয়ে কথা বলতে গিয়ে কোনও বার কারও কাছে গুরুত্ব মেলেনি। এমনকী গত বিধানসভা নির্বাচনে বরাকে জনসভায় আসার কথা দিয়ে কেউ একটি দিনের জন্য আসেননি। সমাজের জন্য কাজ করার তাগিদেই তাঁর বিজেপি-তে যোগদান বলে দাবি করেন প্রবাল। তিন নেতার দলত্যাগ সম্পর্কে তৃণমূল কংগ্রেসের বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেন বলেন, “স্বার্থ আদায়ের লক্ষ্যে যাঁরা দলে যোগ দিয়েছিলেন, তাঁরা হতাশ হয়ে পড়ছেন। তবে এঁদের দলত্যাগে সংগঠনে কোনও ধরনের ক্ষতির আশঙ্কা নেই।” তবে বরাক দলের সাংগঠনিক কাজকর্ম যে কিছুই নেই, এ কথা স্বীকার করে ইকবাল শোনান, রাজ্য কমিটি পুনর্গঠনের বেশি দিন হয়নি। কালই প্রথম সভা হয়। সেখানে সর্বত্র সংগঠনকে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। দিন পনেরোর মধ্যে এর ফল মিলবে বলে তিনি দাবি করেন।

দেখা মিলল ‘নিখোঁজ’ বিধায়কের
কাছাড়ে ‘নিখোঁজ’ বিধায়ক রুমি নাথকে দেখা গেল গুয়াহাটিতে। দ্বিতীয় স্বামী জ্যাকি জাকিরকে নিয়ে গুয়াহাটিতে ফিরে এলেন বরখোলার বিধায়ক রুমি দেবী। গত শুক্রবার রাতে দিসপুরের বিধায়ক আবাসের ঘরে এসে উঠেছিলেন রুমি। ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ প্রহরা নিয়েই একটি গাড়ি চেপে রুমিরা আসেন। কাল, শহরের মলে বাজার করে, ঘুরে, রাতে একটি টিভি চ্যানেলে হাজির হন তিনি। রুমি জানান, সমাজ কল্যাণ দফতরের কর্মী, বছর ৩০-এর জাকিরকে বিয়ে করেছেন তিনি। এখন তিনি রুবিনা রেহমান। তাঁর বিয়েতে সাহায্য করেন মন্ত্রী সিদ্দিক আহমেদ। রুমি ওরফে রুবিনা রেহমানের মতে, বিয়ে তাঁর ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে কংগ্রেস দল বা রাজনীতির সম্পর্ক নেই। তিনি, বিধায়ক হিসাবে নিজের কাজ চালিয়ে যাবেন। বিবাহ গোপন রাখা নিয়ে বিধায়কের জবাব, “আমায় ও স্বামীকে হত্যার চেষ্টা হয়েছিল। তাই অসম ছেড়ে পালাতে বাধ্য হই।” রুমির প্রথম স্বামী, আদতে উত্তর প্রদেশের বাসিন্দা রাকেশ সিংহপুলিশে অভিযোগ জানান, তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে। পুলিশ জানায়, রুমির খোঁজে তল্লাশি চলছে। আগের স্বামীকে গোপন করে, বিবাহ বিচ্ছেদ না করে অন্য বিয়ে করায় ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারায় রুমির বিরুদ্ধে মামলা হবে। রুমির বিবাহ কাণ্ড নিয়ে বরাক উত্তপ্ত হলেও রুমি জানান, তিনি শীঘ্রই নিজের কেন্দ্রে ফিরে যাবেন।

নকির সঙ্গে যোগ ছিল ভাটকলের, দাবি এসিএসের
মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণে (১৩/৭) অভিযুক্ত নকি আহমেদের সঙ্গে জঙ্গি সংগঠন ইন্ডিয়া মুজাহিদিনের প্রধান ইয়াসিন ভাটকলের যোগাযোগ ছিল বলে দাবি করেছে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। এই নকি এর আগে নিজেকে দিল্লি পুলিশের চর বলে দাবি করেছিল। ২০০৮ সাল থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে নকি-ইয়াসিনের কথাবার্তা চলত বলে দাবি এটিএস-এর। বিহারের দ্বারভাঙার বাসিন্দা নকিকে এ বছরের গোড়ায় গ্রেফতার করেছিল পুলিশ। জাল তথ্য দিয়ে বেশ কয়েকটি সিম কার্ড সংগ্রহের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এটিএস জানিয়েছে, ২০১১-র ১৩ জুলাই দাদার, জাভেরি বাজার এবং অপেরা হাউস বিস্ফোরণের পরিকল্পনার জন্য ওই সিম কার্ডগুলো ব্যবহার করেছিল ইন্ডিয়া মুজাহিদিনের জঙ্গিরা। এটিএসের তরফে জানানো হয়েছে, ১৩/৭-এর মুম্বই বিস্ফোরণের তদন্তে সাহায্যের নামে পুলিশের সঙ্গে যোগাযোগ বাড়ায় নকি। ইয়াসিনের পরিচয় জানা সত্ত্বেও তার সঙ্গে ফেসবুকে যোগাযোগ রাখে। এমনকী, ওই বিস্ফোরণে নকি ইয়াসিনকে সাহায্য করেছিল বলেও এটিএসের দাবি। জানুয়ারিতে নকির ভাই তাকি আহমেদ মানবাধিকার কমিশন, দিল্লি পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এটিএসের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁর দাবি ছিল নকি চর হিসেবে এটিএসকে সাহায্য করলেও জঙ্গি অভিযোগে ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি বিশেষ আদালতে ১৩/৭-এর মুম্বই বিস্ফোরণ সংক্রান্ত ৪৭৮৮ পাতার চার্জশিট পেশ করেছে এটিএস। সেখানেই নকির সঙ্গে ইয়াসিনের যোগাযোগ নিয়ে বলা হয়েছে।

নাগাল্যান্ডে বৈঠকে চিদম্বরম
পৃথক ‘সীমান্তবর্তী নাগাল্যান্ড’-এর দাবি নিয়ে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও ও ‘ইস্টার্ন নাগাল্যান্ড পিপল্স অর্গানাইজেসন’ বা ইএনপিও নেতৃত্বের সঙ্গে আগামী কাল আলোচনায় বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। দীর্ঘদিনের বিতর্ক মেটাতে চিদম্বরম আজ দুই পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানান। নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং ইমচেন জানান, তিনি রাজ্যের অন্য একাধিক মন্ত্রী রিওর সঙ্গে বৈঠকে হাজির থাকবেন। নাগাল্যান্ডের মন, তুয়েনসাং, কিফিরে ও লংলে জেলা নিয়ে ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড’ গড়ার দাবি জানিয়ে দীর্ঘদিন ব্যাপী আন্দোলন চালাচ্ছে ইএনপিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ গত সপ্তাহে মন সফরে আসেন। আলোচনা চালান ইএনপিও ও আসাম রাইফেল্সএর সঙ্গে। ইএনপিওর দাবি, ছয়টি উপজাতির বাস এই চার জেলায়। সীমান্ত ঘেঁষা এই জেলাগুলির কোনও উন্নতি হয়নি। পৃথক রাজ্যগঠনই সমস্যার একমাত্র সমাধান। নাগাল্যান্ড সরকার অবশ্য কেন্দ্রের কাছে পৃথক রাজ্য গড়ায় কড়া আপত্তি জানিয়েছে। মুখ্যমন্ত্রী রিওর মতে, চারটি জেলার জন্য অর্থনৈতিক, আইনগত ও প্রশাসনিক অধিকার-সহ স্বশাসিত পরিষদ গড়া যেতে পারে। বিধানসভা অধিবেশন ও মন্ত্রিসভার বৈঠকে সীমান্তবর্তী জেলাগুলির অনুন্নয়ন মেনে নিলেও বিধায়কেরা, ‘ইএনপিও’কে পৃথক জেলা গঠনের দাবি প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন। তবে, ইএনপিও পৃথক রাজ্যের দাবি থেকে সরেনি।

পটনা এইমসে এ বছর থেকেই ছাত্র ভর্তি শুরু
চলতি বছর থেকেই পটনার জয়প্রকাশ নারায়ণ অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে (জেপিএনএইমস) ছাত্র ভর্তির কাজ শুরু হয়ে যাবে। এই কলেজে ১০০ আসনের ব্যবস্থা থাকলেও আপাতত ৫০ জন ছাত্র ভর্তির সিদ্ধান্ত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ পটনায় এইমসের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এইমসের অধিকর্তা জি কে সিংহকে তিনি বলেন, “চলতি বছরে ক্লাস শুরু করতে হলে বর্ষার আগে অন্তত লেখাপড়া যাতে শুরু করা যায় সেই ব্যবস্থা করতে হবে।” দিল্লির এইমস এই বছরে ৩০০ ছাত্র ভর্তির বিজ্ঞাপন দিয়েছে। ১ জুন মেডিক্যালে ভর্তির পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৫০ জন ছাত্র এখানে পড়ার সুযোগ পেতে পারেন বলে এইমসের অধিকর্তা জানিয়েছেন। নিয়ম অনুযায়ী মেডিক্যাল কলেজ চালু করতে হলে হাসপাতাল আবশ্যিক। সে ক্ষেত্রে অবশ্য এক বছর ছাড় পাওয়া যায়। এ ক্ষেত্রেও সেরকম সম্ভাবনাই আছে। চলতি বছরে ছাত্র ভর্তি হলে আগামী বছরেই হাসপাতাল চালু হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “২-৩ মাসের মধ্যে কাজ হয়ে গেলে কেন্দ্রীয় দল পাঠানো হবে। তাঁরা পরিস্থিতি দেখে চূড়ান্ত ছাড়পত্র দেবেন।”

অবসরের বয়স
ত্রিপুরায় রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থার কর্মীদেরও অবসরের বয়স বাড়ছে। রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স ৫৮ থেকে ৬০ করার সিদ্ধান্ত রাজ্য সরকার আগেই নিয়েছিল। সম্প্রতি শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী জানান, এ বার অধিগৃহীত সংস্থার কর্মচারীদেরও অবসরের বয়স দু’ বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমন সংস্থার কর্মীরা ৫৮ বছরের পরিবর্তে ৬০ বছরে অবসর নেবেন। এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার কর্মী। এখন রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থার সংখ্যা ১০-১২টি। এর মধ্যে আছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, ত্রিপুরা বিদ্যুৎ নিগম ইত্যাদি।

তৃণমূল বিধায়কের বাড়িতে বিস্ফোরক
তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল বিস্ফোরক। গত কাল ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের মোইরাং এলাকায়। পুলিশ জানায় মোইরাং পুরেল এলাকায়তৃণমূল বিধায়ক থৌনৌজাম শ্যামকুমারের বাড়িতে জঙ্গিরা একটি আইইডি রেখে গিয়েছিল। একটি মোবাইলের সঙ্গে লাগানো ছিল সেটি। আইইডিটি দেখতে পেয়ে, বাড়ির লোক বিএসএফকে খবর দেয়। বিএসএফ খবর দেয় পুলিশে। সন্ধ্যায় ইম্ফল থেকে বোমা বিশেষজ্ঞরা এসে আইইডিটি নিষ্ক্রিয় করে। অবশ্য ঘটনার সময় বিধায়ক বাড়িতে ছিলেন না। বিএসএফের উদ্যোগ। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তুরায় জানান, সীমান্তবর্তী অঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএসএফ। তাঁতশিল্প-সহ নানা ক্ষেত্রে প্রশিক্ষণে সাহায্য করবে তারা।

সিআরপি সদর দফতরে আগুন
সিআরপি-র সদর দফতরে আগুন লেগে পুড়ে গেল কিছু কম্পিউটার-সহ বেশ কিছু সরঞ্জাম। তবে ঘটনায় কেউ জখম হননি। চারতলা ভবনটির এক তলায় আজ ভোররাতের দিকে আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন সিজিও ভবনে পৌঁছয়। কিছু ক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। সিআরপি-র এক মুখপাত্র জানান, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে হচ্ছে।

ছাত্রের হাত ভেঙে দিলেন শিক্ষক
ক্লাসে ভুল করেছিল সাত বছরের এক ছাত্র। সেই অপরাধে ‘জোরালো’ শাস্তি জুটল তার কপালে। লাঠি দিয়ে মেরে সেই ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল জম্মুর এক আবাসিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে ওই ছাত্র জানায়, সে বারবার ক্ষমা চাওয়ার পরেও প্রধান শিক্ষক তাকে মারতে থাকেন। এমনকী, মারধরের পরে শিক্ষক তাকে একটি ঘরে তিন ঘণ্টা আটকে রেখেছিলেন বলেও ওই ছাত্র জানায়। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ছাত্রের অভিভাবকেরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক।

দ্রুত লোকপাল চায় রাহুলের যুব কংগ্রেসও
দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকারকে যখন বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধীরা, তখন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সরকারকে এ বার বার্তা দিল রাহুল গাঁধীর নেতৃত্বাধীন যুব কংগ্রেসও। শুধু তা-ই নয়, সরকার যাতে দ্রুত লোকপাল বিল পাশ করার বিষয়ে পদক্ষেপ করে, সেই আবেদনও রেখেছে যুব কংগ্রেস। কেন্দ্র কেন শক্তিশালী লোকপাল বিল আনতে চাইছে না, তা নিয়ে সমালোচনায় সরব অণ্ণা শিবির। লোকপাল বিল পাশ ও বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের দাবিতে আজই নয়াদিল্লিতে এক দিনের প্রতীকী অনশন করেন অণ্ণা। একই দিনে দুর্নীতির প্রশ্নে কেন্দ্রের ‘কঠোর’ অবস্থানের পক্ষে যুব কংগ্রেসের এ ভাবে সওয়াল করাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কর্নাটকের হুবলিতে যুব কংগ্রেসের তিন দিনের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে যে প্রস্তাব পাশ হয়েছে, তাতেও বলা হয়েছে, দুর্নীতি দমন আইনকে আরও কঠোর করা হোক। দুর্নীতি সংক্রান্ত মামলার জন্য বিশেষ আদালত স্থাপন করাও জরুরি। যুক্তি হিসেবে বলা হয়েছে, যে-হেতু দুর্নীতির কারণেই সাধারণ মানুষ সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপের উপরেই সরকারের প্রাধান্য দেওয়া উচিত। ওই প্রস্তাবে বলা হয়েছে, ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনের সংশোধন করে আরও কঠোর আইন আনতে হবে সরকারকে। দ্রুততার সঙ্গে লোকপাল বিল পাশ করাতে হবে। বৈঠকে উপস্থিত রাহুল গাঁধীও বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আম-আদমির হাত শক্ত করার জন্যই কঠোর আইন করা জরুরি।

বন্ধেও তাণ্ডব চলল বিহারে
রণবীর সেনা প্রধান ব্রহ্মেশ্বর সিংহ মুখিয়া নিহত হওয়ার পর থেকে অশান্তি থামছে না বিহারে। রবিবারের বন্ধকে কেন্দ্র করেও রাজধানী পটনা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাল ব্রহ্মেশ্বর ওরফে মুখিয়ার অনুগামীরা। আজ ব্রহ্মেশ্বরের খুনের প্রতিবাদে পটনা-সহ বন্ধ পালিত হয় জহানাবাদ, অরওয়াল, লক্ষ্মীসরাই জেলায়। এ দিন সকাল থেকেই রণবীর সেনার কর্মী-সমর্থকরা টায়ার জ্বালিয়ে জহানাবাদ-অরওয়াল এবং পটনা-গয়া জাতীয় সড়ক অবরোধ করেন। অরওয়াল জেলার পটনা-ঔরঙ্গাবাদ জাতীয় সড়কও অবরোধ করেন বন্ধ সমর্থকরা। চার অবরোধকারীকে আটক করেছে পুলিশ। বন্ধের জেরে বিপর্যস্ত হয় রেল চলাচলও। ক্ষুব্ধ মুখিয়া অনুগামীরা পটনা-গয়া রেলপথ অবরোধ করেন। বেশ কিছু ক্ষণ ধরে চলে অবরোধ। জহানাবাদ জেলার রত্নি ব্লকে একটি চায়ের দোকানে আগুন লাগিয়ে লুঠপাট চলে। জেলা নগর পরিষদের অফিসেও পাথর ছোড়া হয়। জেলাশাসক বালমুরুগান ও এসপি হরপ্রীত কৌর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

দিল্লিতে বিধায়ককে গুলি, গ্রেফতার ৪
নজফগড়ের সারানপুর গ্রামে এক বিধায়ককে গুলি করার তদন্তে বড়সড় অগ্রগতি হয়েছে বলে দাবি করল দিল্লি পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আজ গ্রেফতার করা হয়েছে। শনিবারই নজফগড়ের বিধায়ক ভরত সিংহকে দলীয় অফিসের সামনে গুলি করা হয়। বরাত জোরে বেঁচে যান তিনি। গুলিতে আহত হন তাঁর কাকা ধর্মপালও। যে বন্দুক থেকে গুলি করা হয়েছিল, সেটিও উদ্ধার করেছে পুলিশ।

করুণানিধি ৮৯
৮৯ বছরে পা দিলেন ডিএমকে প্রধান এম করুণানিধি। অন্যান্য দিনের মতোই আজও সকাল সকাল ঘুম থেকে ওঠেন তিনি। প্রতিবারের মতো একটি চারাগাছ রোপণ করেন জন্মদিনকে স্মরণীয় করে রাখতে। পরে ডিএমকে প্রতিষ্ঠাতা সি এন আন্নাদুরাই ও দ্রাবিদার কাজাগাম-এর প্রতিষ্ঠাতা ই ভি রামস্বামীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।

ইউজিসির নয়া নির্দেশিকা জারি
বিশ্বের সেরা ৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম থাকলে তবেই বিদেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। সম্প্রতি এই মর্মে একটি নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)। ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষাকেন্দ্রগুলিকেও গুণগত দিক থেকে ‘উন্নততম’ মানের হতে হবে। উচ্চশিক্ষার মান বাড়াতেই মূলত এই নির্দেশিকা জারি করেছে ইউজিসি। তাতে আরও বলা হয়েছে, ভারতীয় বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও ডিগ্রি দেবে ভারতীয় বিশ্ববিদ্যালয়ই।

দিল্লি মেট্রোয় যাত্রীর ব্যাগে তাজা বুলেট
দিল্লি মেট্রোর কয়েক জন যাত্রীর কাছ থেকে তিনটি তাজা বুলেট উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) সূত্রে এই খবর জানা গিয়েছে। ভোর ছ’টার সময় আনন্দ বিহার মেট্রো স্টেশনের মেশিনে যাত্রীদের পরীক্ষার সময় আট মিলিমিটারের বুলেটগুলির সন্ধান পান নিরাপত্তারক্ষীরা। সিআইএসএফ জানিয়েছে ওই যাত্রীদের বুলেট রাখার লাইসেন্স ছিল না। তাদের মেট্রো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

জগন্মোহনকে জেরা শুরু

নিজেদের হেফাজতে থাকা ওয়াই এস আর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডিকে জেরা শুরু করল সিবিআই। প্রশাসন সূত্রের খবর, আজ সকাল সাড়ে দশটা নাগাদ জগন্মোহনকে জেরা শুরু করেন সিবিআই কর্তারা। হিসাব বর্হিভূত সম্পত্তি মামলায় গত কাল জগন্মোহনকে ৭ জুন পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠিয়েছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.