এক মহিলার ঝুলন্ত দেহ মিলল। রবিবার, হরিদেবপুরে। মৃতার নাম নির্মলা হালদার (৪৬)। তাঁর মেয়ে পুলিশকে জানান, প্রতিবেশী প্রদীপ পালের বাড়ির সামনে মায়ের চটি দেখে এগিয়ে গিয়ে তিনি দেখেন, দরমার বেড়ার ঘরটি বন্ধ। তখন প্রদীপবাবুরা কেউ ছিলেন না। বেড়ার দরজা ভেঙে ঢুকে নির্মলাদেবীর মেয়ে মায়ের দেহ দেখেন। পুলিশ জেনেছে, প্রদীপবাবুদের সঙ্গে প্রায়শই ঝামেলা হত নির্মলাদেবীর। ঘটনাটি আত্মহত্যা, না এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অন্য দিকে, এ দিনই মালিপাঁচঘরা থানার নস্করপাড়া রোডের একটি বাড়ি থেকে গৌতম মুখোপাধ্যায় (৫০) নামে এক প্রৌঢ়ের পচাগলা দেহ মেলে। পুলিশ জানায়, নস্করপাড়ায় নিজের ফ্ল্যাটে মাঝেমধ্যে আসতেন গৌতমবাবু। এ দিন প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে গৌতমবাবুর এক আত্মীয়কে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
|
একটি ব্যাঙ্কের পটনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার কলকাতা থেকে নিখোঁজ হয়েছেন। তাঁর নাম সুনীতকুমার সিংহ। পুলিশ জানায়, সোনারপুরে তাঁর স্ত্রী ও ছেলে থাকেন। শুক্রবার লেক থানা এলাকার একটি স্কুলে ছেলেকে ভর্তির জন্য নিয়ে যান সুনীতবাবু। সঙ্গে ছিলেন স্ত্রী। স্কুল থেকে বেরিয়ে স্ত্রী ও ছেলে বাড়ি ফিরে যান। ধর্মতলাগামী একটি বাসে ওঠেন সুনীতবাবু। পরের দিন তাঁর এক ভাই লেক থানায় নিখোঁজ ডায়েরি করেন। সুনীতবাবুর মোবাইল টাওয়ারের অবস্থান থেকে পুলিশ জেনেছে, দুপুরে ধর্মতলা এলাকায় ছিলেন তিনি। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ।
|
যাত্রী পরিষেবা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে এসি রেকে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ঘুরে দেখলেন মেট্রোর জেনারেল ম্যানেজার রাধে শ্যাম। কবি সুভাষে গিয়ে পূর্ব রেলের গড়িয়া স্টেশনের কাছে নিউ গড়িয়া হল্ট স্টেশনটি ঘুরে দেখেন তিনি। পর্যবেক্ষণ করেন রেক রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও। এর আগে তিনি নোয়াপাড়া কারশেড ও তার রেক পুনর্বাসন ব্যবস্থা ঘুরে দেখেন। নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত মেট্রো লাইনের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন।
|
রাজাবাজার থানার আক্রা রোডে একটি কাপড়ের গুদাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। শনিবার মাঝরাতের অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর নেই। তবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। পুলিশ জানায়, রাত ১টা নাগাদ ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। দমকলের ১২টি ইঞ্জিন পাঁচ ঘণ্টায় আগুন আয়ত্তে আনে। তবে কী ভাবে আগুন লাগল, রবিবার পর্যন্ত তা জানা যায়নি।
|
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ বাম নেতা অশোক ঘোষ। ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যায় মাঝেমধ্যেই কাবু হয়ে পড়েন ফরওয়ার্ড ব্লকের অশীতিপর রাজ্য সম্পাদক। দলীয় সূত্রের খবর, কয়েক দিন ধরে বুকে ব্যথা হতে থাকায় চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ীই রবিবার ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অশোকবাবুকে। ফ ব সূত্রের বক্তব্য, তাঁর অবস্থা স্থিতিশীল বলেই চিকিৎসকেরা জানিয়েছেন। |