টুকরো খবর
ভাড়া বাড়ানোর দাবি বেসরকারি বাস-মিনিবাসেও
বাজারে খুচরোর টানাটানি চলছে বলে সরকারি বাসের সর্বনিম্ন স্তরের ভাড়া বাড়ানো হয়েছে। এ বার একই যুক্তিতে ভাড়া বৃদ্ধির দাবি তুললেন বেসরকারি বাস ও মিনিবাসের মালিকেরা। তাঁদের বক্তব্য, খুচরো জোগাড় করার জন্য দৈনিক বাস-পিছু ‘বাটা’ বাবদ প্রায় ২০০ টাকা খরচ হচ্ছে। এই অবস্থায় ভাড়ার হারের পুনর্বিন্যাস না-করলে বাস চালানো সম্ভব হবে না। বাস ও মিনিবাসের মালিকদের এই দাবি নিয়ে আলোচনার জন্য আজ, সোমবার মহাকরণে বৈঠক ডেকেছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। খুচরোর সমস্যার জন্য সরকারি বাসের সর্বনিম্ন ভাড়া সাড়ে চার টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করে দিয়েছে সরকার। এর পরের স্তরের ভাড়া অবশ্য কমিয়ে সাড়ে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা করা হয়েছে। শনিবার পরিবহণমন্ত্রী এ কথা ঘোষণা করেন। এর মধ্যে বেসরকারি বাস ও মিনিবাসের মালিকেরাও ভাড়া পুনর্বিন্যাসের দাবি তোলায় সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে চাইছে সরকার। এ ব্যাপারে মদনবাবু রবিবার বলেন, “সোমবার এই নিয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা হবে।” তৃণমূল বিধায়ক হওয়ার পর থেকে ভাড়া নিয়ে প্রকাশ্যে তেমন কোনও মন্তব্য করছেন না বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহা। বাস-মালিকদের দাবির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, “ভাড়া নিয়ে সাময়িক ভাবে কিছু না-করে সরকার স্থায়ী কোনও সমাধান বার করতে পারলে উপকার হবে।” ভাড়া বাড়ানোর দাবিতে সরব জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক সাধন দাসও। তবে একই সঙ্গে তাঁর বক্তব্য, সরকারি বাসে যে-ভাবে কোনও স্তরে ভাড়া বাড়িয়ে অন্য স্তরে তা কমিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি বাসের ক্ষেত্রে তেমনটা করতে গেলে অনেক রুটই স্রেফ উঠে যাবে। উদাহরণ দিয়ে তিনি জানান, বারাসত থেকে হাওড়া যাতায়াত করে এল-২৩৮ রুটের বাস। ওই বাসে ন্যূনতম ভাড়া চার টাকা, তার পরের স্তরের ভাড়া সাড়ে পাঁচ টাকা। সরকারি বাসের মতো দ্বিতীয় স্তরের ভাড়া যদি সাড়ে পাঁচ টাকা থেকে কমিয়ে পাঁচ টাকা করে দেওয়া হয়, সে-ক্ষেত্রে মালিকেরা ওই রুটের বাসই তুলে দিতে বাধ্য হবেন।

মুনাফা নিয়ে মন্ত্রীর দাবি ওড়াল তিন তেল সংস্থা
তেল সংস্থাগুলির লোকসানের সত্যতা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর তোলা প্রশ্নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত ভাবে মুখ খুলল তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা। আগে কখনওই যা করতে দেখা যায়নি আইওসি, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের শীর্ষ কর্তাদের। এক যৌথ বিবৃতিতে আইওসি-র চেয়ারম্যান আর এস বুটোলা, ভারত পেট্রোলিয়ামের প্রধান আর কে সিংহ ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের সিএমডি সুবীর রায়চৌধুরী জানান, ২০১১-’১২ অর্থবর্ষে মোট ১,৩৮,৫০০ কোটি টাকা ভর্তুকির হাত ধরেই সামান্য মুনাফার মুখ দেখেছেন তাঁরা। না হলে সংস্থাগুলিকে একত্রে ১,৩২,০০০ কোটি টাকার লোকসানই গুনতে হত। বস্তুত, এ দিন তাঁদের এই বিবৃতি প্রকাশ হয় শনিবার অনাবাসী ভারতীয় মন্ত্রী ভায়লার রবি-র তেলমন্ত্রী এস জয়পাল রেড্ডিকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতেই। যেখানে পেট্রোলের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করে রবি প্রশ্ন তুলেছেন তেল সংস্থাগুলির লোকসানের দাবির সত্যতা নিয়েই। তাঁর যুক্তি, চতুর্থ ত্রৈমাসিকে আইওসি, বিপিসিএলের মুনাফার পরিসংখ্যান। সংস্থাগুলি ওই সন্দেহ উড়িয়ে দিয়ে মন্ত্রীর প্রতি পাল্টা প্রশ্ন তুলেছে যে, মন্তব্য করার আগে প্রথম তিন ত্রৈমাসিকে তাদের লোকসানের বিষয়টি কেন গ্রাহ্য করা হয়নি।

অধিগ্রহণের লক্ষ্যে
মার্কিন ইক্যুইটি সংস্থা ওয়ারবার্গ পিঙ্কাস ভারতের আর্থিক সংস্থা ফিউচার ক্যাপিটাল হোল্ডিংস-এর সিংহভাগ মালিকানা প্রায় ৬০০ কোটি টাকায় কিনতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, ফিউচার ক্যাপ-এর প্রোমোটার সংস্থা প্যান্টালুন রিটেল ইন্ডিয়ার হাতে থাকা মোট ৫৬.৩০% শেয়ারই বিক্রি করার কথা। শেয়ারের দাম স্থির করতে সোমবার পর্ষদের বৈঠকে বসার কথা।

নিরাপত্তা রক্ষায়
আমজনতার নিরাপত্তা নিশ্চিত করতে এস কে এন্টারপ্রাইজের তৈরি একগুচ্ছ বৈদ্যুতিন পণ্য এ বার মিলছে এ রাজ্যের বাজারেও। সংস্থার প্রতিষ্ঠাতা শ্রীনাথ গৌড়ের দাবি, পণ্যগুলি অর্থ সাশ্রয়ী। দাম ১ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে। এগুলি হল: চুরি-ডাকাতি আটকাতে গৃহ সুরক্ষা যন্ত্র, গাড়ি চুরি রোখার সুরক্ষা যন্ত্র, মোবাইলের মাধ্যমে কৃষি সেচ পাম্প নিয়ন্ত্রণ ব্যবস্থা, মোবাইল নিয়ন্ত্রিত রান্না করার যন্ত্র, গ্যাস লিক প্রতিরোধকারী যন্ত্র এবং ৪০ ফুট পর্যন্ত দূরত্ব থেকে আলো-পাখা চালানো বা বন্ধ করার রিমোট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.