টুকরো খবর
রেকর্ড দামে বিক্রি টিনটিনের বইয়ের প্রচ্ছদ
মেষপালকের বেশে বসে রয়েছে টিনটিন। পাশে তার পোষ্য স্নোয়ি। পিছনে দূরে দেখা যাচ্ছে এক দল আমেরিকান-ইন্ডিয়ান, হাতে কুঠার। সন্তর্পণে তারা টিনটিনের দিকে এগোচ্ছে। যদিও টিনটিনের অজান্তে। তার পর...টিনটিন সিরিজের নতুন সিনেমার দৃশ্য নয়। ১৯৩২ সালে আঁকা ‘টিনটিন ইন আমেরিকা’ বইয়ের প্রচ্ছদ। প্যারিসে আয়োজিত একটি নিলামে প্রায় ১৩ লক্ষ ইউরোয় (১৬ লক্ষ মার্কিন ডলারে) বিক্রি হয়েছে ছবিটি। রেকর্ড। এর আগে ২০০৮ সালে টিনটিনেরই অন্য একটি বইয়ের প্রচ্ছদ বিক্রি হয়েছিল ৭ লক্ষ ৬৪ হাজার ইউরোয়। সেটাও ছিল রেকর্ড। এর মধ্যে টিনটিনকে নিয়ে একটি ছবিও বানিয়ে ফেলেছেন স্টিভেন স্পিলবার্গ। সেই ছবিও দারুণ জনপ্রিয় হয়। এ বার ফের জনপ্রিয়তার নিরিখে নতুন নজির গড়ে নিজের রেকর্ডই ভাঙল টিনটিন। টিনটিনের লেখক তাঁর হার্জ ছদ্মনামেই বেশি পরিচিত। বেলজিয়ান এই লেখক এবং শিল্পীকে তাঁর আসল নাম জর্জেস রেমি বলে কম লোকই চেনে।

এডিনবরা যুব সম্মেলনে ডাক ভারতীয় তরুণদের
প্রতিযোগিতা হবে ‘তরুণের স্বপ্ন’-এর। তা-ও আবার এমন দুই দেশের তরুণদের, মাত্র ৬৫ বছর আগেও যাদের সম্পর্ক ছিল শাসক এবং শাসিতের। ব্রিটিশ কাউন্সিল জানাচ্ছে, ‘এডিনবরা যুব সম্মেলন ২০১২’ আসন্ন। অগস্ট মাসে ওই সম্মেলন হবে। সেখানে একটি অনলাইন ভিডিও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয়ভারত এবং ব্রিটেনের সম্পর্কের ভবিষ্যৎ। প্রতিযোগীদের প্রত্যেককে ওই বিষয়ে পাঁচ মিনিটের একটি করে ভিডিও তৈরি করতে হবে। যেখানে ধরা পড়বে ভারত-ব্রিটেন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রতিযোগীর নিজের এবং তাঁর সমাজ ও প্রজন্মের ভাবনাচিন্তা। যেমনএকুশ শতকে ভারত ব্রিটেনের কাছ থেকে কী আশা করে? দশ বছর পরে দুই দেশের পরস্পরের কাছে আদৌ কোনও গুরুত্ব থাকবে কি? ভারত এবং ব্রিটেনের ১৫ থেকে ২৫ বছর বয়সীরা এই সমস্ত বিষয়ে কী ভাবছেন? দুই দেশের ১৯ থেকে ২৫ বছর বয়সী যে সমস্ত তরুণ-তরুণী আলাপচারিতায় স্বচ্ছন্দ ও বিভিন্ন সমাজের সাংস্কৃতিক সমন্বয়ে আগ্রহী এবং যাঁদের পাসপোর্ট আছে, তাঁরা ওই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। যোগদানের জন্য আবেদনের শেষ তারিখ ১৮ জুন। আবেদনে ইচ্ছুকরা বিস্তারিত জানতে পারবেন www.reimagine.britishcouncil.org.inএই ওয়েবসাইট থেকে। আবেদনপত্রও ওই সাইটেই পাওয়া যাবে।

মুবারকের মৃত্যুদণ্ড চায় ক্ষুব্ধ জনতা
তাহরির স্কোয়্যার থেকেই ছড়িয়েছিল মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে আন্দোলন। ফের সেই তাহরির স্কোয়্যারেই জড়ো হতে শুরু করেছেন মিশরবাসী। এ বার তাঁদের দাবি, মৃত্যুদণ্ড দিতে হবে মুবারককে। আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের অন্যত্রও। প্রতিবাদীরা স্লোগান তোলেন, “আমরা বেশি কথা বলতে চায় না, শুধু মুবারকের মৃত্যুদণ্ড চায়।” প্রায় ৮০০ জন বিক্ষোভকারীকে খুনের দায়ে কায়রোর এক আদালত কালই ৮৪ বছরের প্রাক্তন একনায়ককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বর্তমানে তিনি রয়েছেন টোরা জেলে। তাঁর শাস্তি ঘোষণার পরেই এর বিরুদ্ধে আদালত চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কিছু মানুষ। তাঁদের দাবি, ‘গুরু পাপে লঘু দণ্ড’ হয়েছে মুবারকের। মুবারককে দেওয়া ‘লঘু’ শাস্তির প্রতিবাদে কাল রাত থেকেই তাহরির স্কোয়্যারে জড়ো হতে শুরু করেন ক্ষুব্ধ মানুষজন। আজ সকাল থেকেও শহরের বিভিন্ন প্রান্তের মানুষ চলে আসেন মুবারক-বিরোধী আন্দোলনের ‘পীঠস্থানে।’ সেখানে জড়ো হওয়া ২০ হাজার মানুষ মুবারকের মৃত্যুদণ্ডের দাবি জানাতে থাকেন। পথে নেমেছেন আলেকজান্দ্রিয়ার বন্দর শহর মেডিটারেনিয়ন-সহ দেশের অন্যপ্রান্তের মানুষও।

হত্যার আশঙ্কায় নিজেই রাঁধছেন বন্দি পাক ডাক্তার
বিষ মেশানো থাকতে পারে, এই আশঙ্কায় জেলের খাবার মুখে তুলছেন না বন্দি পাক চিকিৎসক শাকিল আফ্রিদি। শেষ পর্যন্ত তাঁর দাবি মেনে ওই চিকিৎসককে রান্নার উপকরণ ও সামগ্রী দিয়েছেন পেশোয়ার জেল কর্তৃপক্ষ। সেই দিয়ে নিজেই রান্না করেছেন শাকিল। অ্যাবটাবাদে বিন লাদেন-হত্যায় মার্কিনদের সাহায্য করার ‘অপরাধে’ সম্প্রতি ওই চিকিৎসককে ৩০ বছর কারাবাসের সাজা শুনিয়েছে পাকিস্তানের আদালত। আপাতত তাঁর ঠাঁই হয়েছে পেশোয়ারের জেলে। সেখানকার কর্তৃপক্ষ সূত্রেই জানা গিয়েছে, শাকিল জেলের খাবার খেতে রাজি ছিলেন না। তাঁর আশঙ্কা, খাবারে বিষ মিশিয়ে তাঁকে খুন করা হতে পারে। তাই নিজের হাতে রান্না করছেন তিনি। তবে শাকিলকে ওই জেল থেকে সরানোর আবেদন করেছেন খাইবার পাখতুনখোওয়ার মুখ্যমন্ত্রী আমির হায়দর খান। তাঁর মতে, পেশোয়ারের জেলে বহু বিচারাধীন ও সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে। সেখানে শাকিলকে রাখাটা নিরাপদ নয়।

ঘানায় বাসে ধাক্কা বিমানের, মৃত্যু ১০ জনের
ঘানার রাজধানী আক্রার বিমানবন্দরে একটি পণ্যবাহী বিমান রানওয়ে পেরিয়ে গিয়ে বিমানবন্দর সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানবন্দর সংলগ্ন একটি স্টেডিয়ামের কাছে অবতরণের সময় সেটি একটি বাসে ধাক্কা মারে। এর ফলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তবে ওই বিমানটির কর্মীরা নিরাপদেই রয়েছেন। ঘানার বিমান পরিচালন সংস্থার তরফে জানানো হয়েছে, নাইজিরিয়ার বাণিজ্য-রাজধানী লাগোস থেকে আক্রায় ওই বিমানটি আসছিল। কিন্তু লাগোস থেকে ওড়ার পরেই মধ্যেই অ্যালায়েড এয়ারের বোয়িং ৭২৭ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার স্থানীয় সময় সন্ধে ৭ টা ১০ মিনিট নাগাদ বিমানটি বিমানবন্দরের কাছে একটি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা ওই বাসে ধাক্কা মারে বিমানটি। ঘানার সরকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

খুনের কথা স্বীকার স্টেপলটনের
ভারতীয় ছাত্র অনুজ বিদভেকে খুনের কথা স্বীকার করে নিলেন ২১ বছরের কিয়ারান স্টেপলটন। গত বছর ২৬ ডিসেম্বর ল্যাঙ্কেস্টার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ২৩ বছরের অনুজ যখন তাঁর বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন তখন খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। বর্ণবৈষম্যের জেরেই এই খুন বলে বিতর্ক হয়। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। বিদভে খুনের মামলা শুরু হলে স্টেপলটন নিজেকে প্রথমে ‘মনোরোগী’ বলে বর্ণনা করেন। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়। তার পরে আজ স্টেপলটন প্রথম খুনের কথা স্বীকার করলেন।

গণহত্যায় যুক্ত নই, দাবি করলেন আসাদ
হৌলা গণহত্যা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে। সেই কাণ্ডে সরকারি বাহিনীর কোনও হাত নেই বলে আজ দাবি করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি মদতপুষ্ট সেনারাই এই ঘটনার জন্য দায়ী। আসাদ বলেন, ‘দানব’দের পক্ষেও এমন ‘জঘন্য অপরাধ’ করা সম্ভব নয়। এই ঘটনার পিছনে বিদেশি শক্তির উস্কানি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর সন্দেহ, সিরিয়ার সার্বভৌমত্ব খর্ব করার জন্যই এই চক্রান্ত করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.