খেলার টুকরো খবর |
|
জয়ী ইয়ং মেনস
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
রামবাঁধ ইয়ং মেনস অ্যাসোসিয়েশন আয়োজিত দেবব্রত চট্টোপাধ্যায় ও শঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি টি-টোয়েন্টি নক আউট ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল ইয়ং মেনস অ্যাসোসিয়েশন। তারা বিসিসি মাঠে শান্তিদেবী সিসিকে ২৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে ইয়ং মেনস ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করে। জবাবে সব উইকেট হারিয়ে ৬৩ রানের বেশি তুলতে পারেনি শান্তিদেবী। সেরা হন ইয়ং মেনসের অভিষেক প্যাটেল। আয়োজক সংস্থার পক্ষে অমর প্রসাদ জানান, বিজয়ী দল ফাইনালে দুর্গাপুর সিসির সঙ্গে খেলবে।
|
প্রদর্শনী ম্যাচ
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আসানসোল নর্থের হয়ে তিন বলে পাঁচ রান করেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। শনিবার বার্নপুর বয়েজ স্কুল মাঠে আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। পাঁচ ওভারের ওই খেলায় আসানসোল উত্তর প্রথমে ব্যাট করতে নেমে এক উইকেটে ৫৯ রান করে। জবাবে আসানসোল দক্ষিণের ইনিংস ৪ উইকেটে ৫১ রানে শেষ হয়ে যায়।
|
নৈশ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বল্লবপুর-বাউরিপাড়া উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এক নৈশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বল্লবপুর ব্লুস্টার। শনিবার পেপার মিল মাঠে তারা সিউড়ি সঙ্ঘকে ৩৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে বল্লবপুর বিনা উইকেটে ১০৯ রান করে। জবাবে সিউড়ি করে ৫ উইকেটে ৭৩ রান। সেরা বিজয়ী দলের বাচ্চু কুমার। ৪৩ রান এবং তিনটি উইকেট নিয়েছেন তিনি।
|
যোগাসন প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের পরিচালনায় জেলা যোগাসন প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ হয়েছে তানিয়া দে। রানার্স হয়েছেন বর্ধমান যোগম সংস্থার জয়িতা সেন। মোট ১২টি বিভাগে ১২০ জন প্রতিযোগী এতে যোগ দেন। |
|