নজরকাড়া লড়াই: পাঁশকুড়া
ওয়ার্ড ১১

সুধাংশু শাসমল

আব্দুল হাকিম খান
ছাত্র থেকে বাম রাজনীতিতে। পেশায় বিমাকর্মী।
এ বার লড়ছেন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।
তবে জেতার ব্যাপারে আশাবাদী।
বিদায়ী বোর্ডের প্রধান। মহিলা সংরক্ষণের কোপে
ওয়ার্ড বদলেছেন। ঠান্ডা মাথার মানুষটি এ বার
জিতলেও পুরপ্রধান হতে পারবেন কি না সংশয়।

নিতাই কাউ
ব্লক কংগ্রেসের আহ্বায়ক। বরাবরই ডানপন্থী রাজনীতিতে। বর্ষীয়ান এই
নেতার দৃঢ় বিশ্বাস, “তৃণমূলের সঙ্গে নয়, বামেদের সঙ্গে লড়ব এবং জিতব।”
 
ওয়ার্ড ১২

শঙ্কর পাহাড়ি

নন্দকুমার মিশ্র
পেশায় ব্যবসায়ী। স্নাতক এই প্রার্থী বরাবরই বামপন্থী
রাজনীতির সঙ্গে যুক্ত। কঠিন রাজনৈতিক লড়াইয়ে
তাঁর সাদামাটা ইমেজ জয়ের অন্যতম ভরসা।
ছাত্র পরিষদ থেকে যুব কংগ্রেস হয়ে প্রথম থেকে
তৃণমূলে। মমতার ঘনিষ্ঠ এই নেতা পঞ্চায়েত সমিতির
সদস্য ছিলেন। ২০০৬ সালে বিধানসভায় হার।


রিয়াজুল খান
কংগ্রেস সমর্থিত নির্দল হিসেবে গত বার জিতেছিলেন। এ বারও নির্দল।
পাশে রয়েছে তৃণমূলের একাংশ। পঞ্চায়েতে জেতা রিয়াজুল
তৃণমূল ও বামকে হারাবেন, এমনই দাবি।
 
ওয়ার্ড ১৫

আনিসুর রহমান

সৈয়দ সইদুল ইসলাম
বাম যুব নেতা থেকে ‘পরিবর্তিত’ হয়ে এখন
তৃণমূলের দাপুটে নেতা। তা নিয়ে বিতর্কও।
পেশায় শিক্ষক। ভোটের ময়দানে পুরপ্রধান
পদের দৌড়ে ভাসিয়েছেন নিজের নাম।
স্নাতক এই নেতা পেশায় ব্যবসায়ী। প্রথম
থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত। এ বার
পুরভোটের লড়াইয়ে কঠিন প্রতিপক্ষ।
তবে জেতার ব্যাপারে রীতিমতো আশাবাদী।

আমিনুল মল্লিক
বর্ষীয়ান কংগ্রেস কর্মী। পঞ্চায়েত নির্বাচনে একাধিক বার প্রার্থী হয়েছেন।
দলের এখন দুর্দিন। তবে পোড়খাওয়া এই কংগ্রেস
কর্মী পুরভোটে জেতার ব্যাপারে আশাবাদী।
 
ওয়ার্ড ১৭


নকুল চাউলিয়া


অনন্ত চাউলিয়া
কলেজে বাম ছাত্র সংগঠন দিয়ে রাজনীতি
শুরু। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির ৫ বারের সদস্য,
সভাপতিও ছিলেন। দু’বারের কাউন্সিলর এই বাম
নেতা প্রচারে পিছিয়ে। তবে জয় নিয়ে আশাবাদী।
এ বারের পুর-নির্বাচনে অন্যতম প্রধান
প্রার্থী। প্রাক্তন শিক্ষক পঞ্চায়েতের আমলে
নির্দল, ফব প্রার্থী হওয়ার অভিজ্ঞতা আছে।
তৃণমূলের প্রার্থী হয়ে জয়ের আশায়।
খালেকুর জামাল শেখ
পেশায় ব্যবসায়ী। এই কংগ্রেস কর্মী এ বারই প্রথম ভোটের ময়দানে।
তৃণমূল ও সিপিএম প্রার্থীর সঙ্গে নজর কেড়েছেন ইনিও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.