ক্রিকেটে ভারতসেরা হয়ে শাহরুখের
নজর ফুটবলের এক নম্বর ক্লাবে
‘কভি আলবিদা না কহনা’ সিনেমায় তরুণ ফুটবলার দেবের পা ভেঙে গিয়েছিল। আর খেলা হয়নি ফুটবল।
পর্দার সেই দেব শাহরুখ খান এ বার বাস্তবে ফুটবলের সঙ্গে জড়াতে চলেছেন। ক্রিকেটে তাঁর দল ভারত সেরা হওয়ার পরে ফুটবলের দিকে হাত বাড়ালেন শাহরুখ। বাংলার বদলে গোয়ায়। সাম্প্রতিক কালে ভারতের সফলতম দল ডেম্পোতেই তাঁর নজর।
দিল্লির হন্সরাজ কলেজে পড়ার সময় ফুটবলার ছিলেন। জানেন, দেশে ফুটবলের এক নম্বর টিম কোনটা। তাদের পঞ্চাশ ভাগ শেয়ার কিনেই ভারতীয় ফুটবলে পা রাখতে চান কলকাতা নাইট রাইডার্সের মালিক। আই লিগ চ্যাম্পিয়ন ক্লাবের সর্বময় কর্তা শ্রীনিবাস ডেম্পো শুক্রবার গোয়ায় বলেন, “অনেক দিন ধরে শাহরুখের সঙ্গে কথা চলছে। বার তিনেক কথা হয়েছে। কথাবার্তা ইতিবাচক। এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে আশা করি, এক মাসের মধ্যে ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে।”
ডেম্পো নামের সঙ্গে কি এ বার ‘নাইটরাইডার্স’ শব্দটাও বসতে পারে? ডেম্পোর এক বড় কর্তা এমনই ইঙ্গিত দিলেন গোয়া থেকে। ফেসবুক, টুইটারের মাধ্যমে সারা ভারতে রটে গিয়েছে, শাহরুখ কিনে নিয়েছেন ডেম্পো। ক্লাব কর্তারা অবশ্য বলছেন, চুক্তি সইয়ের এখনও কিছুটা বাকি। এবং ডেম্পো বিক্রির প্রশ্ন নেই। নামটা পাল্টাতে পারে শুধু। পরিবর্তিত নাম নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। তবে নাম বদলে কোনও আপত্তি নেই ডেম্পোর। শাহরুখের প্রশংসা করে শ্রীনিবাস ডেম্পোর মন্তব্য, “শাহরুখ ভারতীয় ফুটবলের জন্য কিছু করতে চায়। ও ফুটবল নিয়ে প্রচন্ড আবেগপ্রবণ। বলেছে, ফুটবলই ওর ফার্স্ট লাভ।”
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত শাহরুখ যে ফুটবল টিম কিনতে চান, এমন ইঙ্গিত তিনি বহু আগেই দিয়েছিলেন সাক্ষাৎকারে। তখনও তাঁর সাধের কলকাতা নাইটরাইডার্সের জন্ম হয়নি। তাঁর ফুটবল দল কেনার খবর জেনে কলকাতা নাইটরাইডার্সের কর্তারা আকাশ থেকে পড়েছেন। তাঁদের একটাই কথা, “আমাদের কাছে এমন খবর নেই।” কেকেআরের সি ই ও বেঙ্কি মাইশোর স্পষ্ট বলেছেন, “এ খবর সত্যি নয়।”
কে কে আর কর্তাদের প্রবল অস্বীকারের পরেও জল্পনা থামছে না। বর্তমান প্রেক্ষাপটে ফুটবল দল কিনতে গেলে ডেম্পোর থেকে ভাল দল আর কিছু হতে পারে না। মোহনবাগান, ইস্টবেঙ্গল এখন ইউ বির কোম্পানি হয়ে গিয়েছে। বিজয় মাল্য না ছাড়লে, অন্য কাউকে মোহনবাগান-ইস্টবেঙ্গল কর্তারা আর ক্লাব বিক্রি করতে পারবেন না। আদালতে যেতে হবে। প্রয়াগ ইউনাইটেডের স্পনসরদের আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ। ইউ বির এক কর্তা স্বীকার করলেন, এই প্রেক্ষাপটে গোয়ার ক্লাবে পা রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। “মোহনবাগান, ইস্টবেঙ্গলে কর্তাদের পাশাপাশি হাজার হাজার সদস্য রয়েছে। এখানে নানা মুনির নানা মত। ডেম্পোর মতো কর্পোরেট ক্লাবে কাজ করা অনেক সহজ।”
সম্প্রতি গোয়ার চার্চিল ক্লাবের স্পনসর হয়েছে বাংলার একটি সংস্থা। তিন বছরের জন্য প্রায় ২৭ কোটি টাকার চুক্তি। ডেম্পোর সঙ্গে শাহরুখের চুক্তি হলে, এর চেয়ে অনেক বেশি টাকা চাইবে ডেম্পো। কেননা ডেম্পোর সাফল্য, ইতিহাস, সুনাম অনেক বেশি। শ্রীনিবাস ডেম্পোর সঙ্গে ভাল সম্পর্ক জুহি চাওলার স্বামী জয় মেটার। শোনা যাচ্ছে, তাঁর মাধ্যমেই শাহরুখের সঙ্গে যোগাযোগ হয় ডেম্পো প্রধানের।
শাহরুখ গোয়ার এক নম্বর দলকে নিতে পারেন শুনে দু’ রকম প্রতিক্রিয়া হয়েছে ভারতীয় ফুটবলে। সাধারণ ফুটবল প্রেমী, এ আই এফ এফ কর্তা ও প্রাক্তন তারকারা অত্যন্ত খুশি। তাঁরা মনে করছেন, এত দিনে ভারতের কোনও ক্লাব সারা ভারতের আকর্ষণ কাড়তে পারবে শাহরুখের সৌজন্যে। স্থবির ভারতীয় ফুটবলকে নাড়ানোর মতো নতুন কিছু একটা হবে। ডেম্পোর প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো বরং খুব চিন্তায়। মোহনবাগান, ইস্টবেঙ্গল কর্তারা চিন্তা লুকিয়ে রাখতে পারছেন না। এমনিতেই ডেম্পোর কাছে তারা নাজেহাল। আরও টাকা, আরও পেশাদারিত্ব এলে কী হবে? ডেম্পোর গোয়ার এক নম্বর প্রতিদ্বন্দ্বী সালগাওকরের অবস্থা সবচেয়ে খারাপ। বাজেট কমে গিয়েছে বলে অধিকাংশ তারকা ছেড়ে গিয়েছেন। চার্চিল স্পনসর পেয়েছে, ডেম্পো শাহরুখ পেতে চলেছে। সালগাওকরকে সব নতুন করে ভাবতে হচ্ছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.