টুকরো খবর
দুর্নীতির অভিযোগে সাসপেন্ড বিচারক
দুর্নীতির অভিযোগে সাসপেন্ড হলেন অন্ধ্রপ্রদেশের বিশেষ সিবিআই বিচারক টি পট্টভি রামরাও। বেআইনি খনি মামলায় কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জি জনার্দন রেড্ডিকে জামিন দিয়েছিলেন রামরাও। তার বদলে তিনি ৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। এই বিষয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি মদন বি লোকুরের কাছে অভিযোগ করেছিল সিবিআই। তারই ভিত্তিতে রামরাওকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রামরাও কাজে যোগ দিতে পারবেন না।

দুর্ঘটনায় মৃত ২ গৌরীপুরে
একটি ছোট গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ২ জন বরযাত্রীর। শুক্রবার ঘটনাটি ঘটে ধুবুরির গৌরীপুর থানার মুরিয়ালি ঘাট গ্রামের কাছে। আফসানা খাতুন (১৪) এবং মঞ্জুর আলি (২৫)। বাড়ি গৌরীপুরের আলমগঞ্জে। ওই গাড়িতে বর-কনে সহ আরও ১৫ জন যাত্রী ছিলেন। তাঁদের জখম অবস্থায় ধুবুরি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন সকালে আলমগির রহমান নামে এক ব্যক্তি বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক পলাতক।

৩ অপহৃত ফিরলেন
মুক্তি পেয়ে জঙ্গি ডেরা থেকে ফিরলেন তিন গ্রামবাসী। গত মাসের গোড়ায় রাজ্যের জঙ্গি এনএলএফটি (বিএম) গোষ্ঠীর জঙ্গিরা প্রধানজয় ত্রিপুরা, রবিনজয় ত্রিপুরা এবং মোহনচাঁদ ত্রিপুরাকে গণ্ডাছড়া থেকে অপহরণ করেছিল।

জামিন নয় জগনকে
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জামিন পেলেন না জগন্মোহন রেড্ডি। আজ তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন বিশেষ সিবিআই বিচারক। অন্ধ্রে উপ-নির্বাচনের প্রচারের জন্য জামিন চেয়েছিলেন জগন।

কেসিপি জঙ্গি ধৃত
জিরিবামে ধরা পড়ল নিষিদ্ধ ঘোষিত কাংলেইপাক কম্যুনিস্ট পার্টির নয়ন গোষ্ঠীর দুই জঙ্গি। পুলিশ কম্যান্ডো এবং আসাম রাইফেলস জওয়ানদের যৌথ অভিযানে কাল তাদের গ্রেফতার করা হয়। দিন কয়েক আগে বিডিও-র বাসভবনে যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়, সেই মামলার তদন্তে নেমে তারা প্রথমে থাউদাম খাম্বা ওরফে নংথই ওরফে এনাংবা সিংহ নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সে নিজেকে কেসিপি (নয়ন) ক্যাডার বলে পরিচয় দেয়। পরে তাকে জেরা করেই থাউদম ইনাও ওরফে ওয়াংথই ওরফে আওয়াংবা নামে তার এক সঙ্গীর খোঁজ মেলে। পুলিশ তাকেও বাড়ি থেকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করে সঙ্গে থাকা দুটি হ্যান্ড গ্রেনেড। থাউদম স্বীকার করেছে, সে কেসিপি (নয়ন) গোষ্ঠীর স্পেশাল ফাইনান্স টিমের কমান্ডার। পুলিশ জানিয়েছে, বিডিও মানশোর সিংহের বাড়িতে বোমা বিস্ফোরণে দুজনেই জড়িত রয়েছে। তাদের জেরা করা হচ্ছে।

সম্পত্তি ক্রোকের সুপারিশ
এক অধ্যক্ষের হিসাব বহির্ভূত আয়ের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য সুপারিশ করল ভিজিল্যান্স দফতর। আজ ভিজিল্যান্সের বিশেষ আদালতে এই সুপারিশ পাঠানো হয়েছে। মনোজ মানকড় নামে ওই অধ্যক্ষ পটনার দিঘা এলাকার একটি কারিগরি কলেজের অধ্যক্ষ। প্রসঙ্গত, বিহারে এখনও পর্যন্ত মোট ১৭ জনের হিসেব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে আইএএস এস এস বর্মা এবং প্রাক্তন ডিজিপি নারায়ণ মিশ্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিশেষ আদালত।

ডিমা হাসাওয়ে বনধের ডাক
এএসডিসি নেতা মোহিত হোজাইকে মুক্তির দাবিতে ৬০ ঘণ্টার ডিমা হাসাও বন্ধের ডাক দেওয়া হয়েছে। ৫ জুন ভোর পাঁচটা থেকে বন্ধ শুরু হবে। চলবে ৭ জুন সন্ধ্যা পাঁচটা পর্যন্ত। এএসডিসি-র জেলা সভাপতি রথীন্দ্র থাউসেন জানান, ২০০৯ সালের ৩০ মে পরিষদের তৎকালীন প্রধান মেহিতবাবুকে গ্রেফতার করা হয়। সেই থেকেই তিনি জেলে। অথচ একই মামলায় ধৃত ডিএইচডি (জুয়েল গোষ্ঠী) নেতা জুয়েল গারলোসা ও নিরঞ্জন হোজাই এখন মুক্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.