টুকরো খবর
পেট্রোলের দাম কমানো নিয়ে সিদ্ধান্ত হল না
পেট্রোলের দাম কমানো নিয়ে আজ কোনও সিদ্ধান্ত নিল না রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। গত সপ্তাহেই লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছিল সাড়ে সাত টাকা। তার পরেই কেন্দ্রীয় সরকারের বিরোধী ও শরিক দলগুলি যে ভাবে প্রতিবাদে সরব হয়েছে, তার পরে আজই তেলের দাম কিছুটা কমানো হবে বলে আশা করা হয়েছিল। কারণ সাধারণত মাসের ১ ও ১৬ তারিখেই পেট্রোলের দাম সংশোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকার তথা তেল সংস্থাগুলির যুক্তি ছিল, দাম কমলে তা অশোধিত তেলের দাম ও টাকার বিনিময় মূল্যের বিচারেই কমবে। অশোধিত তেলের দাম কমলেও টাকার দাম এখনও ওঠা নামা করছে। এই পরিস্থিতিতে আজই কোনও সিদ্ধান্তে না গিয়ে আরও দু’তিন দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন তেল সংস্থার কর্তারা। মনে করা হচ্ছে,আগামী সপ্তাহের শুরুতে লিটার প্রতি দাম দেড় থেকে দু’টাকা কমানো হতে পারে। সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকও রয়েছে। তার পরে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

১৬ হাজারের নীচে সেনসেক্স
শেয়ার বাজারের পতন রুখতে পারল না টাকার দামের বৃদ্ধিও। শুক্রবার এক দিকে টাকার দাম বাড়ল ৫৪ পয়সা। ডলার দাঁড়াল ৫৫.৫৪ টাকায়। কিন্তু তা সত্ত্বেও ২৫৩ পড়ে ১৬ হাজারেরও নীচে নেমে গেল সেনসেক্স। থামল ১৫,৯৬৫.১৬ অঙ্কে। ঘরে-বাইরে অর্থনীতির টালমাটাল দশার জন্য এই পতন অবশ্য অপ্রত্যাশিত ছিল না। কারণ শেষ ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার ৫.৩ শতাংশে নেমে আসায় ইতিমধ্যেই আতঙ্কিত শেয়ার বাজার। এ দিন সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এপ্রিলে মাত্র ৩.২% রফতানি বৃদ্ধি। বাজারকে চাঙ্গা করার মতো সুখবর আসেনি ভিন্ দেশ থেকেও। ইউরোপ দীর্ঘ দিনই সঙ্কটে। দিন দিন বরং তা আরও ঘনীভূত হচ্ছে। কিছুটা আশা জাগালেও এখন ফের নড়বড়ে মার্কিন অর্থনীতি। আগামী দিনে সে দেশে ফের বেকারত্ব বাড়ার সম্ভাবনা। এর সঙ্গে যোগ হয়েছে চিনের সমস্যা। সারা বিশ্বেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে উৎপাদন শিল্পে বৃদ্ধি কমেছে এই এশীয় দৈত্যের। আর এই সব কিছুর ফলেই এ দিন মুষড়ে পড়েছে ভারতের শেয়ার বাজার। বাজার পড়ার সঙ্গে সঙ্গে লগ্নির ক্ষেত্র হিসেবে কদর বাড়ছে সোনার। তার দাম এখন ঘোরাফেরা করছে রেকর্ড উচ্চতার আশেপাশে।

কিছু গাড়ির দাম বাড়াল টয়োটা
গাড়ির দাম বাড়াল টয়োটা। সংস্থার ডেপুটি এমডি (মার্কেটিং) সন্দীপ সিংহ জানান, আজ থেকেই দাম বাড়ছে কয়েকটি গাড়ির। এটিওস (ডিজেল) এবং ইনোভা-র দাম বাড়ছে ১% করে। এটিওস লিভা (ডিজেল) ও ফরচুনারের দাম বাড়ছে ০.৫%। তাঁর দাবি, “টাকা পড়ায় গাড়ির দাম বাড়ানো ছাড়া গতি নেই।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.