কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে স্ত্রী ও ছেলেকে খুন করার অভিযোগ উঠল কার্তিক পাল নামে ওক ব্যক্তির বিরুদ্ধে। খণ্ডঘোষ থানার সালুন গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম রূপা পাল (২৭) ও সুব্রত পাল (৯)। ঘটনায় মৃতার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর স্বামী ও শ্বশুর পলাতক। পুলিশ ও মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম থানার ব্রজপুরের বাসিন্দা রাখহরি পালের মেয়ে রূপার সঙ্গে ১২ বছর আগে সালুনের বাসিন্দা কার্তিক পালের বিয়ে হয়। রাখহরিবাবু অভিযোগ করেন, শ্বশুরবাড়িতে মেয়েকে নির্যাতন করা হত। বুধবার দুপুরে কার্তিকবাবু রূপা ও তাঁর ছেলের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। প্রতিবেশীরা পরে দরজা ভেঙে দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় সুব্রতর। রাতে মারা যান রূপা।
|
জলকষ্টে ভুগছে কেন্দ্রা পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম। মেটালধাওড়া, কেন্দ্রা ইত্যাদি এলাকার অধিকাংশ স্থানেই নলকূপ নেই, এমনকী ইসিএলের পাইপ লাইনের জলও অপর্যাপ্ত। ফলে মেটালধাওড়ার কোড়াপাড়ার বাসিন্দাদের ভরসা এখন অজয়ের জল। তবে প্রচণ্ড গরমে প্রায় শুকিয়ে গিয়েছে তাও। শুক্রবার কেন্দ্রা পঞ্চায়েত কার্যালয়ে বিডিও এসেছিলেন। খবর চাউর হতেই পিসিসি সিপিআইএমএলের নেতৃত্বে এলাকার বাসিন্দারা বিডিওকে ঘেরাও করেন। পিসিসি সিপিআইএমএলের লোকাল সম্পাদক সাধন দাস অবিলম্বে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন বসানোর দাবি জানাতে থাকেন। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত নির্মিত কুয়োগুলোর অর্ধেক ভেঙ্গেচুরে গিয়েছে। বাকি কুয়ো এবং এলাকার পুকুরের জলও শুকিয়ে ফুটিফাটা হয়ে গিয়েছে। কেন্দ্রা হাটতলার ভিটি সেন্টার, কেন্দ্রা উপরপাড়ার কালী মন্দির এলাকায় চাপা কল নেই। জয়পুড়িয়া উচ্চ বিদ্যালয়ের চাপা কলও বিকল হয়ে গিয়েছে বলে জানান স্থানীয়রা। বিডিও সুশান্ত কুমার রায় তাঁদের আশ্বাস দিয়ে বলেন, “এই মুহূর্তে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল আনার মিথ্যা প্রতিশ্রুতি দেব না। তবে নিদারুন জল সঙ্কট মেটাতে ওই এলাকাগুলিতে অবিলম্বে একটি করে চাপা কল বসানো হবে। দ্রুত কুয়োগুলোর সংস্কারের কাজ শুরু হবে।”
|
কংগ্রেস সমর্থকদের পুলিশ হেনস্থা করেছে এমন অভিযোগ তুলে শুক্রবার রাতে ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে কংগ্রেস। তাঁদের অভিযোগ, পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস সমর্থকদের হেনস্থা করেছে পুলিশ। দলের নেতা তথা ডিপিএলের আইএনটিইউসি নেতা উমাপদ দাসের অভিযোগ, কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশ বৈমাত্রেয় সুলভ ব্যবহার করছে। একই ঘটনায় তৃণমূল সমর্থকরা পার পেয়ে যাচ্ছে অথচ কংগ্রেস সমর্থকদের নিগৃহীত করা হচ্ছে। প্রতিবাদে এ দিন রাতে স্থানীয় ফাঁড়ি ঘেরাও করে কংগ্রেস। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
|
স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মারা গিয়েছে দুই কিশোর। তাদের নাম কুন্দন সাউ (১৫) ও নিবেশ সাউ (১৬)। বাড়ি কুলটির নিয়ামতপুর এলাকার বামনডিহা মহাবীরপাড়ায়। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ওই দুই কিশোর পাড়ারই একটি পুকুরে স্নান করতে যায়। হঠাৎই স্থানীয় বাসিন্দারা দেখেন, তারা তলিয়ে যাচ্ছে। পুকুরে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারের চেষ্টা করা হলেও বাঁচানো যায়নি তাদের। |