দু’মাসের মধ্যে শহরে পুর পরিষেবার হাল ফেরাতে কর্তৃপক্ষ উদ্যোগী না হলে কোচবিহার পুর-চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার হুমকি দিল সিপিএম। বৃহস্পতিবার কোচবিহারে দলের দফতরে সাংবাদিক বৈঠক ডেকে পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মহানন্দ সাহা এ কথা জানিয়ে দেন। তিনি বলেন, “পরিষেবা বেহাল হয়ে পড়েছে। হাল ফেরানোর জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ উদ্যোগী না হলে রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার কথা ভাবতে হবে।” পুর-চেয়ারম্যান বীরেন কুন্ডু অবশ্য সিপিএমের ওই সব অভিযোগ উড়িয়ে দেন। অনাস্থার ব্যাপারে হুমকির বিষয়টিও আমল দিতে চান নি তিনি। পুর চেয়ারম্যান বলেন, “সমস্ত সমস্যা মেটানোর ব্যাপারেই কাজ চলছে। সিপিএম কি বলছে তা গুরুত্ব দিতে চাইছি না।” বীরেন বাবুর বক্তব্য, “ভিত্তিহীন কথাবার্তা নিয়ে কিছু বলার নেই। সাহস থাকলে ওঁরা অনাস্থা আনুন।”
|
কান্না থামাতে না-পেরে শিশুকে খুনের অভিযোগে মাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার হরিপুর এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতের নাম লাভলি বিবি। মৃত শিশুর নাম সুজল সরকার (১)। জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “প্রাথমিক ভাবে জানা যায়, কান্না থামাতে না-পেরে রাগের মাথায় শিশুটির মুখে মা বিষ ঢেলে দেন। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”
|
কাজের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক তরুণীকে ভিনরাজ্যে পাচারের অভিযোগে এক মহিলাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। বুধবার রাতে ইটাহার থানার ভদ্রঠি এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম সাগরি বিবি। ওই এলাকাতেই তার বাড়ি। ২২ মে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বার হয়ে ১৯ বছর বয়সী ওই তরুণী নিখোঁজ হয়ে যান। ওইদিন থেকে সাগরি বিবিও নিখোঁজ ছিলেন বলে তরুণীর পরিবারের অভিযোগ।
|
সৎমা খুনে ধৃত ছেলেকে ১৪ দিনের জন্য জুভেনাইল হোমে পাঠানো নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার প্রবীর দাস নামে ওই কিশোরকে মালদহ আদালতে তোলা হয়। বিচারক ধৃতের জামিনের আবেদন নাকচ করে দিয়ে প্রবীরকে ১২ দিনের জন্য বহরমপুরের হোমে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার রাতে মালদহের মঙ্গলবাড়ি রবীন্দ্রপল্লিতে খুন হন ওষুধ ব্যবসায়ী শ্রীপতি দাসে দ্বিতীয় পক্ষের স্ত্রী মিলি দাস।
|
হারানো এক বালককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে করণদিঘির ভুলকি এলাকায়। পুলিশ জানায়, ১০ বছর বয়সী রবিকুমার দাসের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার নয়াটোলা এলাকায়। সে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে। এলাকার স্টেশনে ট্রেন দেখতে গিয়ে ট্রেনে ওঠে পড়ায় ওই বালক হারিয়ে যায়। |