পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির ডাকা বনধে মিশ্র ছবি দেখা গেল বিভিন্ন এলাকায়। কোথাও জনজীবন ছিল পুরোপুরি স্বাভাবিক। কোথাও আবার বনধ সমর্থকদের বিক্ষোভে থেমে গেল বাস-ট্রেন চলাচল।
উত্তর ২৪ পরগনার পেট্রাপোল বন্দর দিয়ে সীমান্ত-বাণিজ্য পুরোদমে চললেও বনগাঁয় বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। তবে, বাজারগুলি খোলা ছিল। বেসরকারি বাস সে ভাবে চলেনি। সরকারি অফিস খোলা ছিল। মহকুমাশাসকরে দফতরে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। সকালে গুমা, অশোকনগর, মছলন্দপুর স্টেশনে কিছু ক্ষণের জন্য রেল অবরোধ করে বনধ সমর্থকেরা। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এ দিন পরীক্ষা চিল। কিন্তু যানবাহন কম থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা। বনগাঁর পাইকপাড়া এবং নহাটাতে কিছু ক্ষণের জন্য সড়ক অবরোধ করা হয়। হাবরা শহরে দোকানপাট বন্ধ ছিল। একই চিত্র অশোকনগরেও। |
অবরোধ করেও যাত্রীদের প্রতিবাদে শ্যামনগর বা আগরপাড়া স্টেশনে পিছু হটেন বনধ সমর্থকেরা। কিন্তু অন্য কয়েকটি স্টেশনে দফায় দফায় একাধিক জায়গায় অবরোধ হয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তাও অবরোধ করা হয়। তবে, কোথাও বড় আকারের কোনও গণ্ডগোল হয়নি। পুলিশ জানিয়েছে, অবরোধ করা ও আইন ভাঙার অভিযোগে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে মোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের ছেড়েও দেওয়া হয়। বেলঘরিয়া, টিটাগড় ও ব্যারাকপুর ডিপো থেকে দূরপাল্লার সরকারি বাস এ দিন সকালে খুব একটা বেরোয়নি। বেসরকারি বাসও সে ভাবে চোখে পড়েনি। |
কল্যাণী শিল্পাঞ্চলে বনধে তেমন কোনও প্রভাব পড়েনি বলেই দাবি করেছেন কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী। তিনি বলেন, ‘‘বনধে মদনপুরে ট্রেন অবরোধ করা হয়েছিল। কিন্তু কয়েক মিনিট পরেই তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া বাস, অটো সব চলেছে। অফিস-কাছারিতে হাজিরার সংখ্যাও স্বাভাবিক ছিল।’’
বন্ধের মিশ্র প্রভাব ছিল ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ দুই মহকুমা এলাকায়। সকাল থেকে কাকদ্বীপ-কলকাতাগামী সরকারি বাস চললেও বেসরকারি বাস চলেনি। ট্রেন চলেছে অনিয়মিত ভাবে। সকালের দিকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা গড়াতেই বেশ কিছু দোকান খোলে। নৌকা চলাচল ছিল অনিয়মিত। অফিস-কাছারিতে বনধের সে ভাবে প্রভাব পড়েনি। এ দিন সকালে ডায়মন্ড হারবারের কপাটহাট বাসমোড়ে কিছু ক্ষণ পথ অবরোধ করেন বিজেপি সমর্থকেরা। পুলিশ গিয়ে অবরোধ হটিয়ে দেয়। একই পরিস্থিতি ছিল ক্যানিং মহকুমারও।
|
বৃহস্পতিবার ছবিগুলি তুলেছেন বিতান ভট্টাচার্য ও সামসুল হুদা। |