টুকরো খবর
নাটকীয় গোলে পাকিস্তানকে হারাল ভারত
এস ভি সুনীলের শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে ২-১ হারিয়ে আজলান শাহে তৃতীয় স্থানের লড়াইয়ে থাকল ভারত। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন ভারতের ড্র্যাগ ফ্লিকার সন্দীপ সিংহ। ৫৯ মিনিটে পাকিস্তানের হয়ে সোহেল আব্বাস গোল শোধ দেন পেনাল্টি কর্নার থেকেই। এর পরে ৬৯ মিনিটের মাথায় সর্দার সিংহের পাসে ডাইভ মেরে স্টিক ছুঁইয়ে সুনীলের জয়ের গোল। ভারত-পাতিস্তান দু’পক্ষই একগাদা পেনাল্টি কর্নার নষ্ট করেছে এ দিন। না হলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। গোলে কয়েকটি ভাল সেভ করেন ভারত অধিনায়ক ভরত ছেত্রী। এ দিন জেতায় ছয় ম্যাচে ভারতের পয়েন্ট দাঁড়াল ৯। তৃতীয় স্থানের জন্য কাদের বিরুদ্ধে প্লে অফ খেলতে হবে, সেটা জানতে অন্য ম্যাচের ফলাফলের জন্য ভারতীয় দলকে অপেক্ষা করে থাকতে হচ্ছে। এ দিকে, মালয়েশিয়াকে ৪-১ হারিয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল নিউজিল্যান্ড। আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ ড্র করে চাপে পড়ে গেল এ বারের ফেভারিট গ্রেট ব্রিটেন। পাঁচ ম্যাচে ব্রিটেনের পয়েন্ট আট, আর্জেন্তিনা সমান সংখ্যক ম্যাচ খেলে ৯ পয়েন্টে।

আই লিগ শুরু ৬ অক্টোবর থেকে
চলতি বছরে পুজোর আগেই শুরু হয়ে যাচ্ছে আই লিগ। ৬ অক্টোবর থেকে। ক্লাব গুলোকে খুশি করতে মাসে পাঁচটির বেশি খেলা দেওয়া হচ্ছে না একেকটি ক্লাবকে। প্রথম মাসে থাকছে তিনটি করে ম্যাচ। আই লিগ শেষ হবে ২৮ এপ্রিল। আইএফএ শিল্ড বা ঘরোয়া লিগের সূচী এআইএফএফ-এর তালিকায় নেই। সেটা আইএফএকেই ঠিক করতে হবে। কিন্তু তার জন্য সময় বার করা মোটেই সহজ হবে না। আই লিগের আগেই অবশ্য ক্লাবগুলো মুখোমুখি হবে ফেডারেশন কাপে। যার প্রথমিক পর্বের খেলা হবে অগস্টে। আর ফেড কাপের মূল পর্ব ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর। তারও আগে নবি-গৌরমাঙ্গিরা দিল্লিতে নেমে পড়ছেন নেহরু কাপের লড়াইয়ে। ১৬ থেকে ২৬ অগস্ট। পরের মরসুমের সন্তোষ ট্রফি জানুয়ারিতে। জাতীয় দল ফের খেলবে এএফসি চ্যালেঞ্জ কাপে ২-১৭ মার্চ। ১৬ অক্টোবর ও ১৪ নভেম্বর থাকছে জাতীয় দলের দু’টি আন্তর্জাতিক ম্যাচ।

লিগ থেকে ছুটি কালীঘাটের
সিএবি লিগ থেকে মোহনবাগানের পর এ বার বিদায় কালীঘাটেরও। কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে ১০৩ রানে হেরে। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে বৃষ্টির জন্য কালীঘাটের লক্ষ্য ৩৭৭-৭ থেকে কমে দাঁড়ায় ৩৬৪। কিন্তু তাতে লাভ হয়নি। অধিনায়ক মনোজ তিওয়ারি এবং প্রধান বোলার অশোক দিন্দা খেলেননি। দু’জনেই ভারতের ‘এ’ দলের হয়ে খেলতে ওয়েস্ট ইন্ডিজে। কালীঘাট ৬৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ২৬০ রানে। শ্রীবৎস গোস্বামী (৯৫) ও সঞ্জীব গোয়েল (৬৩) লড়াই করেছিলেন। কালীঘাট কোচ উদয়ভানু বন্দ্যোপাধ্যায় বলছিলেন, “খারাপ ব্যাটিংয়ের জন্যই ডুবতে হল আমাদের। উইকেটকে দোষ দেব না।” কালীঘাটকে শেষ করেন ইস্টবেঙ্গলের দুই স্পিনার অর্ণব নন্দী (৪-৭২) এবং সৌম্য পাঁকড়ে। সৌম্য পান তিন উইকেট। ইতিমধ্যেই লিগ ফাইনালে পৌঁছে গিয়েছে স্পোর্টিং ইউনিয়ন। অন্য ফাইনালিস্ট ঠিক হবে ইস্টবেঙ্গল বা টাউনের মধ্যে কেউ। যারা এ বার সেমিফাইনালে মুখোমুখি হবে।

জয়দীপের সমস্যা মিটে যাচ্ছে
অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের প্রস্তুতির জন্য অর্থ আটকে রয়েছে দীর্ঘদিন। আজ সেই সমস্যা মিটছে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন আশ্বাস দিয়েছেন, “জয়দীপের সমস্যাটা জানি। শু্যটিং ফেডারেশনের সঙ্গে কথা হয়েছে। ওর টাকা পেতে সমস্যা হবে না।” জয়দীপ কলকাতা ফেরার পরে তাঁর সমস্যা নিয়ে কথা বলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। জয়দীপ আশায়, আজ সমস্যা মিটে যাবে।

সামির বিরুদ্ধে এফআইআর
আবার বিতর্কে পাকিস্তানি ক্রিকেটার। এ বার জোরে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর দায়ে এফআইআর করা হল পাকিস্তানের ফাস্ট বোলার মহম্মদ সামির বিরুদ্ধে। গত কাল গুলবার্গ থানায় সামির বিরুদ্ধে এফআইআর করেন আইনজীবী ফারুখ ইলিয়াস চিমা। অভিযোগ, গত ২৬ মে সামির গাড়ির সঙ্গে চিমার গাড়ির সংঘর্ষ হয়। পরের দিন সামির বন্ধু ৩০ হাজার টাকার চেক চিমাকে পাঠিয়ে দেন ক্ষতিপূরণ হিসাবে। কিন্তু সামি নাকি এর পর ক্রমাগত ফোন করে চিমাকে হুমকি দিয়ে গিয়েছেন।

ভারত-পাক সিরিজ চান ধোনি
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ চালু করার ব্যাপারে সওয়াল করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বলে দিলেন, “পাকিস্তান যদি আমাদের দেশে খেলতে আসে, তা হলে সেটা ভালই হবে আমাদের পক্ষে। আমি জানি না ওরা কবে, কী ভাবে আমাদের সঙ্গে খেলবে। তবে আমাদের খেলতে কোনও সমস্যা নেই।” পাশাপাশি দাবায় বিশ্বনাথন আনন্দের পাঁচ বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিয়ে ধোনির বক্তব্য, “একবারই ওর সঙ্গে মুখোমুখি দেখা করার সৌভাগ্য হয়েছিল। মানুষ হিসাবে খুবই বড় মাপের। আর বছরের পর বছর ধরে যা করছে, এক কথায় অসাধারণ।”

জিমে ফিরলেন যুবরাজ
ক্যানসার সারিয়ে ওঠার পর ছিল দীর্ঘ বিশ্রাম। তার পর বৃহস্পতিবার প্রথম জিমে ঢুকলেন যুবরাজ সিংহ। সেখানে তাঁর শারীরিক কসরতের সঙ্গী আর এক চোট পাওয়া ক্রিকেটার ইশান্ত শর্মা। টুইটারে যুবরাজ লেখেন, “যেখানে আমাকে সেই জায়গাতেই ফিরলাম। আমি আর ইশান্ত এক সঙ্গে। ফিরে আসা কোনও চ্যালেঞ্জ নয়। এটা একটা বিবৃতি।”

ভারতীয় দলে জয়শ্রী
শ্রীরামপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী দাস ভারতীয় শু্যটিং দলে সুযোগ পেলেন। জাতীয় দলের হয়ে তিনি যাচ্ছেন জার্মানিতে। সেখানে জয়শ্রী দুটি মিটে অংশ নেবেন। বছর দুই হল শ্রীরামপুর শু্যটিং ক্লাবে ট্রেনিং শুরু করেছেন তিনি। অল্প সময়েই নজর কেড়েছেন।

সামির বিরুদ্ধে এফআইআর
জোরে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোয় এফআইআর হল পাক ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.