টুকরো খবর |
দল আস্থা রাখছে নবীনের নেতৃত্বেই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভুবনেশ্বর পৌঁছে দলের নেতা-কর্মীদের কাছে বিপুল অভ্যর্থনা পেলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আগামী কাল দলের সাংসদ, বিধায়ক ও প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানালেন ওড়িশার তিনি। আজই লন্ডন থেকে দেশে ফিরে নয়াদিল্লিতে বিজেডি সাংসদ বৈজয়ন্ত পণ্ডা এবং পিনাকী মিশ্রের সঙ্গে এক দফা বৈঠক করেন তিনি। এ দিন দিল্লিতে নবীন বলেন, “আমার না থাকার সময় কিছু ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভুবনেশ্বরে পৌঁছে আমি বিষয়টি দেখব।” নবীনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে মঙ্গলবার রাতে বিজেডির প্রায় ৩০ বিধায়ককে নিয়ে বৈঠক করেন দলে তাঁর প্রতিপক্ষ বলে পরিচিত সাংসদ পেয়ারীমোহন মহাপাত্র। মহাপাত্রের বাড়িতে ওই বৈঠকের পরে দলের মধ্যে ফাটল নিয়ে নানা গুজব ছড়িয়েছিল। কিন্তু কালই রাতে মহাপাত্র এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, দল ভাগ করার কোনও সম্ভাবনাই নেই। দুঃশ্চিন্তার কোনও কারণ নেই নবীনের। কালই গভীর রাতে বিজেডি-র ৮৪ জন বিধায়ক ও ৭ মন্ত্রী নবীন নিবাসে এক বৈঠকে বসেন। বৈঠক শেষে তাঁরা জানান, নবীনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। আজ মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাতে নবীন নিবাসে হাজির হন ১০৪ জন বিধায়কের মধ্যে ৯৫ জনই। তবে ছিলেন না তিন মন্ত্রী সহ পাঁচ জন। মহাপাত্রের বাড়িতে বৈঠকে ওই পাঁচ জন উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৈঠকের পরে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। মহাপাত্রের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না তা নিয়ে মুখ খোলেননি নবীন।
|
নাগা জঙ্গিদের লড়াইয়ে হত ২
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দুই নাগা জঙ্গি গোষ্ঠীর মধ্যে ছ’ঘণ্টার গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। জখম এক। পুলিশ সূত্রে খবর, গত কাল মণিপুরের তামেংলং জেলায় জেলিয়াংগ্রং ইউনাইটেড ফ্রন্ট ও এনএসসিএন (আই এম) বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। গ্রামবাসীরা বাড়ি ছেড়ে পাশের গ্রামে আশ্রয় নেন। ঘণ্টা ছয়েক ধরে দফায় দফায় দুই জঙ্গি গোষ্ঠী একে অন্যকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। দুই জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়। পরে আসাম রাইফেল্স-এর বিশাল বাহিনী গিয়ে এলাকার দখল নেয়। এ দিকে, ২৪ মে উখরুল পরিদর্শন বাংলোয় মণিপুর রাইফেল্স-এর শিবির থেকে একটি একে ৪৭ রাইফেল চুরি যাওয়ার ঘটনায় বাহিনীর দুই হাবিলদার ও তিন জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।
|
কয়লাখনি বণ্টন কেলেঙ্কারির তদন্তে সিবিআই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কয়লা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন। বিভিন্ন সংস্থার ব্যবহারের জন্য কয়লাখনি বণ্টন করে কেন্দ্র। ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে হওয়া এই ধরনের বণ্টন সংক্রান্ত সব চুক্তি খতিয়ে দেখবে সিবিআই। ওই সময়ে কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কয়লাখনি বণ্টনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর। নিলাম না করে খনি বন্টন করায় কেন্দ্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-ও। সিবিআই তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাভড়েকর। তাঁর বক্তব্য, নিরপেক্ষ তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।
|
স্বাভাবিক হল সিকিমের রাস্তা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাতভর উদ্বেগের পর স্বাভাবিক হল সিকিমের পরিস্থিতি। বৃহস্পতিবার গ্যাংটক থেকে ছাঙ্গুগামী জওহরলাল নেহরু মার্গের রাস্তায় ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা। তার পরে এলাকার সেনা ছাউনি ও গ্রামে আটকে পড়া পর্যটকেরা গ্যাংটকে ফিরতে শুরু করেন। বুধবার রাতে শিলিগুড়ি থেকে সিকিমগামী ৩১-এ জাতীয় সড়কের মাঝিটারে রাস্তা থেকে ধস সরিয়ে যান চলাচলের জন্য স্বাভাবিক করা হয়। প্রশাসন সূত্রের খবর, দুটি রাস্তাতেই স্বাভাবিক গাড়ি চলেছে। সিকিমের ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি লুকেন্দ্র রসইলি বলেন, “পর্যটকেরা নিরাপদে গ্যাংটক পৌঁছেছেন।”
|
অণ্ণার দলকে জবাব কৃষ্ণের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অণ্ণা ও তাঁর দলের সদস্যদের তোলা অভিযোগের কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। কর্নাটকের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি ‘অনৈতিক’ কাজকর্ম করেছেন বলে অভিযোগ করেছিল ‘টিম অণ্ণা’। আজ কৃষ্ণ বলেন, এ সবই তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা। এর জন্য প্রয়োজনে তিনি ‘টিম অণ্ণা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। আজ বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয় কৃষ্ণের কাছে। ‘টিম অণ্ণা’ কৃষ্ণর বিরুদ্ধে অভিযোগ করেছিল, রাজ্য সরকারের মাইসোর মিনারেলস সংস্থাকে উচ্চ মানের লৌহ আকরিক বাজারে বেচতে বাধা দেন কৃষ্ণ। এর ফলে লাভবান হয় কিছু বেসরকারি সংস্থা। কৃষ্ণ আজ বলেন, “কর্নাটকের লোকায়ুক্ত তদন্ত করে সব অভিযোগ থেকে আমাকে মুক্তি দিয়েছেন। তার পরও এই দাবি অন্যায়।”
|
সহবাসের প্রস্তাবিত আইন ‘অগণতান্ত্রিক’
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সহমতের ভিত্তিতে সহবাসের বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ করার প্রস্তাবিত আইনকে ‘অগণতান্ত্রিক’ বলে বর্ণনা করল দিল্লি হাইকোর্ট। পুলিশ কিশোর-কিশোরীদের হেনস্থা করতে এই আইনকে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা কোর্টের। সম্প্রতি উত্তরপ্রদেশে এক কিশোরী এক যুবকের সঙ্গে পালিয়ে মন্দিরে বিয়ে করে। যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা রুজু করে কিশোরীর বাড়ির লোকেরা। সেই মামলাতেই হাইকোর্টের এই মন্তব্য।
|
বাস উল্টে মৃত ৫, আহত ১৪
সংবাদসংস্থা • ছত্তরপুর |
বাস উল্টে মধ্যপ্রদেশে পাঁচ জনের মৃত্যু হল। আহত হয়েছেন ১৪ জন। পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা দামো জেলার ফতেপুর গ্রামে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। রানিপাল এলাকায় বাসটি উল্টে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গতিবেগ খুব বেশি থাকার কারণেই বাসটি উল্টে গিয়েছে। ৫ জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের বিজাওয়াড় ও ছত্তরপুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
বোমাতঙ্ক বেঙ্গালুরু বিমানবন্দরে
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আজ বোমাতঙ্ক ছড়াল বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে পুলিশ জানিয়েছে, ব্যাগটি থেকে বোমা নয়, মিলেছে একটি ল্যাপটপ। বিমানবন্দর সূত্রের খবর, মাসকট ফেরত এক যাত্রীর ট্রলি থেকে পড়ে গিয়েছিল ওই ব্যাগটি। নিরাপত্তারক্ষীরা সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
|
অসুস্থ তিওয়ারি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেতা এন ডি তিওয়ারি। এইমসের এক চিকিৎসক জানান, দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করায় তিওয়ারিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিওয়ারিকে তাঁর জন্মদাতা পিতা দাবি করে মামলা করেন রোহিত শেখর নামে এক যুবক। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএনএ পরীক্ষা করতে সম্প্রতি বাধ্য হন তিওয়ারি।
|
জামিন নয় নূপুরকে
সংবাদসংস্থা • ইলাহাবাদ |
জামিন পেলেন না আরুষি হত্যায় অভিযুক্ত নূপুর তলোয়ার। তাঁর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট। ৩০ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়। তার পর থেকে গাজিয়াবাদের জেলে তিনি বন্দি। ৪ জুন থেকে গাজিয়াবাদ আদালতে তাঁর বিচার শুরু হবে। |
|