কর্তব্যরত এক অ্যাসিস্ট্যান্ট এসআইকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার এক যুবক গ্রেফতার হলেন। ধৃতের নাম কৌশিক মিত্র। পুলিশ জানায়, এ দিন দুপুরে ঢাকুরিয়া ব্রিজে যান নিয়ন্ত্রণ করছিলেন বিশ্বজিৎ রায় নামে ওই এএসআই। সে সময়ে মোটরবাইকে যাচ্ছিলেন কৌশিক। পাশ দিয়ে একটি ট্যাক্সি দ্রুত চলে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। বিশ্বজিতবাবুর অভিযোগ, কেন তিনি ট্যাক্সিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, তার জবাব চান কৌশিক। বিশ্বজিতবাবু বলেন, লিখিত অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। অভিযোগ, তখন কৌশিক উত্তেজিত হয়ে তাঁকে মারধর করেন।
|
যান্ত্রিক বিভ্রাটে ফিরল বিমান |
উড়ান শুরু করার পরে যান্ত্রিক গোলযোগ দেখা দিল বিমানে। শেষ পর্যন্ত কলকাতায় জরুরি অবতরণ করে সেটি। বিমানবন্দর সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ১০টা ৯ মিনিটে কলকাতা থেকে ১৩১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস-৩১৯ ডিব্রুগড়ের উদ্দেশে রওনা হয়। কিন্তু একটু পরেই পাইলট কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে জানান, তিনি ফিরতে চান। যার সাহায্যে বিমানকে টেনে নিয়ে যাওয়া হয়, সেই ‘টো-বার’ তৈরি রাখতেও অনুরোধ করেন পাইলট। জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। বিমানটি নির্বিঘ্নে নামে বিমানবন্দরে। বিমান সংস্থা সূত্রের খবর, বিমানের হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল। তবে টো-বারের প্রয়োজন হয়নি। বেলা ১২টার পরে ওই বিমানের যাত্রীদের অন্য গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।
|
মাথায় আঘাত পেয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম হাবু আড়ি (২৩)। বাড়ি এগরায়। পুলিশ জানায়, বুধবার আলিপুরের একটি হাসপাতাল চত্বরে কাজ করার সময়ে উপর থেকে ভারী কিছু তাঁর মাথায় পড়ে। |