রেকর্ড দামে জমি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জমির দাম আকাশ ছুঁতে চাইছে কলকাতায়। তৈরি হচ্ছে নতুন রেকর্ড। বৃহস্পতিবার ইএম বাইপাস সংলগ্ন কলকাতা পুরসভার দু’একর জমি ‘রেকর্ড’ দামে কিনল শহরেরই বাগারিয়া গোষ্ঠীর এএইচডব্লিউ স্টিলস। তৈরি হবে বিলাসবহুল আবাসন। সংস্থার সিএমডি এস এস বাগারিয়া জানান, জমিটির জন্য দরপত্র চেয়েছিল পুরসভা। ১১৫.২ কোটি টাকা দর দিয়ে তা হাতে পেলেন তাঁরা। সংস্থা ও পুরসভা সূত্রে দাবি, জমির দাম কাঠা প্রতি যে ৯৬ লক্ষ টাকা উঠেছে, তা নয়া রেকর্ড। সংস্থা মাস তিনেকের মধ্যে প্রকল্পের কাজ শুরু ও তার পর ১৮ মাসের মধ্যে তা শেষ করতে চায়। সিঙ্গাপুর ও আমেরিকার স্থপতিদের সঙ্গে এ জন্য কথাও হয়েছে। এ বার বিষয়টি চূড়ান্ত হবে।
|
এটিএফের দাম
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিমান জ্বালানি এটিএফের দাম ২% কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এর ফলে বৃহস্পতিবার মাঝরাত থেকেই দিল্লিতে কিলোলিটার পিছু জ্বালানির দাম দাঁড়াল ৬৫,৬৭০.১৪ টাকা।
|
টাটা কেমে সাইরাস মিস্ত্রি |
টাটা সন্সের ডেপুটি চেয়ারম্যান সাইরাস পি মিস্ত্রি টাটা কেমিক্যালস পর্ষদে ডিরেক্টর হিসেবে যোগ দিলেন। ডিরেক্টর হলেন বিজয় কেলকারও।
|
গুরদীপ সিংহ রিলায়্যান্স কমিউনিকেশন্স-এর ওয়্যারলেস ব্যবসার প্রেসিডেন্ট ও সিইও হয়েছেন। |