এনডিএ-র ডাকা বন্ধে বোলপুর আদালতে কোনও আইনজীবী হাজির না থাকায় পিছিয়ে গেল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার হত্যা-মামলার বিচারের শুনানি। বিচারক সোমেশপ্রসাদ সিংহ আগামী ১১ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “বিচারক, আদালতের অন্য কর্মচারীরারা ও সরকারি আইনজীবীরা এলেও বার অ্যাসোসিয়েশনের কোনও আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে যায়।” গত ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনের বাগানপাড়ার বাড়িতে রেণুদেবী (৭৮) খুন হন। বৃহস্পতিবার বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতে রেণু সরকার খুনের ঘটনায় অভিযুক্ত তিন জনকে হাজির করানো হয়েছিল। এ দিন ফের তাদের সিউড়ি সংশোধনাগারে পাঠানো হয়। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবকুমার দত্ত বলেন, “অ্যাসোসিয়েশনের এটি বহুদিনের সিদ্ধান্ত। যে কোনও রাজনৈতিক দলের বন্ধের দিন আইনজীবীরা আদালতে অনুপস্থিত থাকেন।”
|
সিপিএমের পথসভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বোলপুরের কঙ্কালিতলায় ওই ঘটনায় সিপিএমের বোলপুর জোনাল সম্পাদক উৎপল রুদ্র-সহ চার জন জখম হন। তাঁরা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি। বীরভূমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীর ভট্টাচার্যের অভিযোগ, “পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সভা চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি, রড নিয়ে চড়াও হয়।” তবে বোলপুরের তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের দাবি, “সিপিএম কর্মীরা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারাই তা প্রতিহত করেন।” রাত পর্যন্ত কাউকে ধরা হয়নি।
|
বিশ্বভারতীর অশিক্ষক কর্মচারীদের সংগঠন কর্মিসভার নির্বাচনে জয়ী হল তৃণমূলপন্থীদের। মঙ্গলবার ওই কর্মীসভার নির্বাচন ছিল। তৃণমূলপন্থী ওই সংগঠন বিশ্বভারতীর কর্মীসভার ৭টি পদাধিকার পদে ও ৪৫টি পরিষদ সদস্য পদে জয়লাভ করেছে। নির্বাচনে অবশ্য কোনও বামপন্থী সংগঠন প্রার্থী দেয়নি। তৃণমূলপন্থী দু’টি সংগঠন ও কংগ্রেসপন্থী একটি সংগঠন এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কর্মীসভার আগের বারের সম্পাদক, তৃণমূলপন্থী দেবব্রত হাজারি (তরু) গোষ্ঠী পরাজিত হয়েছে তৃণমূলেরই দেবব্রত সরকার (গগণ) গোষ্ঠীর কাছে। নির্বাচনে যোগ না দেওয়ার কারণ হিসেবে বিশ্বভারতীর বামপন্থী কর্মী সংগঠনের সভাপতি মানব রায়-এর অভিযোগ, “নির্বাচনে যোগ দেওয়ার মতো গণতান্ত্রিক পরিবেশ ছিল না।” মানববাবুদের অভিযোগকে অবশ্য অস্বীকার করেছে অন্য সংগঠনগুলি।
|
মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। পাড়ুই থানা এলাকার ওই তরুণীর বাবা বুধবার রাতে এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গ্রামের এক জনৈক বাসিন্দার কাছে কাজের সূত্রে গিয়েছিল ওই তরুণী। দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় তার মা খোঁজখবর শুরু করেন। গ্রামের এক পুকুড়পাড়ে ওই তরুণীকে পাওয়া যায়। তরুণীর মায়ের অভিযোগ, বাড়ি ফেরার পথে গ্রামেরই এক যুবক শেখ রফিক তাঁর মেয়েকে পুকুড়পাড়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
|
পঞ্চায়েত ভবনে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রধান-সহ কর্মীদের প্রাণে মেরে ফেলার ‘হুমকি’ দিল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির দখলবাটি পঞ্চায়েতে। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত প্রধান বাবু শেখ থানায় এবং বিডিও-র কাছে লিখিত অভিযোগ করেছেন। বাবু শেখের দাবি, “হঠাৎ ওই দুষ্কৃতী পঞ্চায়েতে ঢুকে বিভিন্ন প্রকল্প, দরপত্র বাতিল করার জন্য বলে। তার কথা না শুনলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।” পুলিশ জানায়, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। রামপুরহাট ১ ব্লকের বিডিও আব্দুল মান্নান বলেন, “অভিযোগ পেয়েছি। সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” |