পাক চিকিৎসক শাহিল আফ্রিদির বিষয়ে ফের মুখ খুলল মার্কিন প্রশাসন। এই আফ্রিদিই আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-কে সাহায্য করেছিলেন। সম্প্রতি পাক সরকার অভিযোগ করেছে, আফ্রিদির সঙ্গে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-ইসলামের যোগাযোগ আছে। তাই তাঁর কারাদণ্ড হয়েছে। কিন্তু পাক সরকারের এই নতুন অভিযোগ মানতে নারাজ মার্কিন প্রশাসন। প্রশাসনের এক শীর্ষ কর্তার বক্তব্য, “আমরা এই নতুন গল্পে (আফ্রিদির বিষয়ে) বিশ্বাস করতে পারছি না।” তিনি আরও জানান, এ বিষয়ে পাক সরকারের কাছে তাদের অবস্থান জানতে চেয়েছে আমেরিকা। দিন কয়েক আগেই খাইবার এলাকার বিশেষ আদালত দেশদ্রোহের দায়ে আফ্রিদির ৩৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সময় পাক সরকারি সংবাদসংস্থা জানিয়েছিল, সিআইএ-কে সাহায্য করার জন্যই শাস্তি হয়েছে তাঁর। এর প্রতিবাদে পাকিস্তানকে অর্থ সাহায্যের পরিমাণ কমানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে ওবামা প্রশাসন। কিন্তু এখন ইসলামাবাদের বক্তব্য, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ থাকায় জেল হয়েছে আফ্রিদির।
|
বাগদাদে ধারাবাহিক বিস্ফোরণে আজ নিহত হয়েছেন ১৭ জন। আহত ২৯। এক মাসের মধ্যে বাগদাদে এত বড় বিস্ফোরণ আর হয়নি। ২০০৬ ও ২০০৭ সালের গোষ্ঠী সংঘর্ষের মাত্রা কমার পরে হিংসা কমেছে ইরাকে। কিন্তু, মাঝে মাঝেই সরকারকে বিপাকে ফেলতে নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের উপরে হামলা চালায় জঙ্গিরা। আজ উত্তর-পশ্চিম বাগদাদের শুলা এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণ হয়। নিহত হন তেরো জন। বিস্ফোরণ ঘটানো হয় প্রধানমন্ত্রী নুরি অল মালিকির উপদেষ্টা জামাল দিন মহম্মদের বাড়ির কাছেও। সেখানে নিহত হয়েছেন এক জন। হামলা থেকে রেহাই পায়নি পুলিশও। আমরিয়াহ এলাকায় দুই পুলিশকর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেখানে নিহত দু’জনের মধ্যে রয়েছেন এক পুলিশকর্মী। পাশাপাশি পুলিশের একটি নজরদারি দলের উপরে চালানো হামলায় এক পুলিশকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ অফিসার।
|
প্রকাশ্য দিবালোকে কাঠমাণ্ডুতে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে প্রাণ হারালেন নেপাল সুপ্রিম কোর্টের বিচারপতি রানা বাহাদুর। পুলিশ জানিয়েছে, সকাল এগারোটা নাগাদ বাগলামুখী মন্দির থেকে বেরনো মাত্রই রাণাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। শুরু হয় গুলিবৃষ্টি। মাটিতে লুটিয়ে পড়েন বিচারপতি ও তাঁর দেহরক্ষী। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই রাণাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। |