আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল।রবিবার সন্ধ্যায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরামবাগ শহরে মিছিল করে তৃণমূল। সেই মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক। মিছিল শেষে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সভা চলছিল। সেই সময়েই বিধায়ককে লক্ষ করে কাচের বোতল ছুড়ে মারা হয় বলে তৃণমূলের অভিযোগ। বোতল অবশ্য বিধায়কের গায়ে লাগেনি। তৃণমূলের দাবি, আগামী ৪ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগে রেলের অনুষ্ঠান বানচাল করতেই বিধায়কের উপর এই হামলার চেষ্টা। ঘটনার প্রতিবাদে সোমবার সকালে তৃণমূল আরামবাগ শহরে একটি প্রতিবাদ মিছিল করে। কৃষ্ণচন্দ্রবাবু বলেন, “বৃষ্টির জন্য সভার জমায়েত থেকে একটু সরে আচ্ছাদন খুঁজছিলাম। মাত্র তিন হাত দূরে বোতলটি পড়ে গুঁড়িয়ে গেল। আমার গাড়ির চালক দেখেছে হকার্স মার্কেটের দোতলা থেকে বোতলটি ছোড়া হয়।” এ ব্যাপারে তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। তবে, কারও নামে সেই অভিযোগ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
আবাসনের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল উত্তরপাড়া থানার পুলিশ। সোমবার বিকেল ৩টে নাগাদ উত্তরপাড়া থানার অন্তর্গত ভদ্রকালী এলাকায় একটি আবাসনের চারতলা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম সাদাব সুলতান খান (৩২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ওই আবাসনের বাসিন্দারা মৃতের ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান। এর পরেই পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে এসে পুলিশ দেখে, ওই ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভাঙা হয়। ভিতরে ঢুকে দেখা যায়, শোওয়ার ঘরের পাখা থেকে ওই ব্যক্তির দেহ ঝুলছে। পচন ধরে গিয়েছে দেহটির। মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দিন তিনেক আগে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তিনি ওই আবাসনে একাই থাকতে বলেই পুলিশ জানিয়েছে।
|
সোমবার সকালে পুড়শুড়ার শ্যামপুর-ঘোলদিগরুই রাস্তার ফজার মোড় এলাকা থেকে মোটরবাইক আরোহী ৩ জন চোলাই মদ বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম তাপস মৈত্রী, অভিজিৎ মালিক এবং অনুপ গুর। তারা স্থানীয় ফুলপুকুর গ্রামের বাসিন্দা। গ্রামেই ভাটিতে মদ তৈরি করে তারা মোটরবাইকে করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে। ধৃতদের কাছ থেকে ২০০ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। মোটরবাইকটি আটক করা হয়েছে। চোলাই মদের বিরুদ্ধে ওই গ্রামে অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।
|
জয়পুরের উত্তর ভাটোরা গায়েনপাড়া বারোয়ারি কমিটি আয়োজিত কালীপুজো এ বারে পড়ল ৫০ বছরে। শনিবার কালীপুজোর উদ্বোধন হয়।
|
আইপিএল দেখাকে কেন্দ্র করে ঘুসুড়ির বাসিন্দা শিবশঙ্কর সাউকে ‘খুনের’ ঘটনায় গ্রেফতার হলেন তাঁর বন্ধু সন্টু সিংহ। পুলিশ জানায়, রবিবার আইপিএল ফাইনাল দেখতে নর্থ হাওড়া স্পোর্টিং ক্লাবে আসেন সদস্য শিবশঙ্কর ও সন্টু। প্রত্যক্ষদর্শীরা জানান, বসা নিয়ে দু’জনের ঝগড়া শুরু হয়। আচমকাই সন্টু শিবশঙ্করকে আঘাত করলে তিনি পড়ে গিয়ে জ্ঞান হারান। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের দাবি, দু’জনেই মত্ত ছিলেন। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাদ পারভেজ বলেন, “মত্ত অবস্থায় ঝগড়া করতে গিয়ে একে অন্যকে ধাক্কা মারেন শিবশঙ্কর ও সন্টু। পড়ে গিয়ে শিবশঙ্করের মৃত্যু হয়। একটি অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।” |