হলদিয়ায় জয় নিয়ে আশাবাদী সেলিম
পুরভোটের প্রচারে শিল্পশহরে এসে যুব-তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীকেই ‘আক্রমণে’র নিশানা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। বললেন, “যুব-সেনাপতির দল সিপিএমকে উৎখাত করবে বলেছিল। তাতে হলদিয়ায় কী হয়েছে মানুষ দেখেছেন। এখনও ‘সন্ত্রাস’ চলছে।”
হাসপাতালে সেলিম। নিজস্ব চিত্র।
রবিবার সকালে হলদিয়ার সুতাহাটা বাজারে সভা করে সিপিএম। পুরভোটের প্রচারে এটা ছিল তাঁদের দ্বিতীয় সভা। শনিবার প্রথম সভায় প্রধান বক্তা ছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ও এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভায় বাম প্রার্থীদের ‘নিগ্রহ’ প্রসঙ্গে সরব হন সেলিম। তাঁর কথায়, “বাম প্রার্থীদের মারছে তৃণমূল। শরিক কংগ্রেসও তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ তুলছে। কারণ তৃণমূলের এটাই কাজ। ঢেঁকি যে স্বর্গে গেলেও ধান ভাঙে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাকে লন্ডন বানানোর প্রচারেরও সমালোচনা করেন তিনি। মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের সফর ঘিরেও কটাক্ষ করেন রাজ্যের বর্তমান শাসক-দলকে। পাশাপাশি স্বীকার করেন বামেদের ৩৪ বছরের রাজ্যপাটে অনেক ‘ভুল’ হয়েছিল। সেলিম আরও বলেন, “এই সরকারের মুখ্যমন্ত্রী নিজেই বলছেন একশো দশ ভাগ কাজ করেছেন। কেউ যদি নিজেই নিজের মাস্টারমশাই হয়, তবে ভেজাল ডক্টরেট হবেই।” পাশাপাশি সেলিমের আশা, “হলদিয়ায় পুনরায় বামেদের পুরবোর্ড গড়ে তুলবেন সাধারণ মানুষই।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.