দক্ষিণ কলকাতা: গড়িয়া, সোনারপুর
বারুইপুর
ফুটবল উৎসব
বার্ষিক ফুটবল উৎসবে মেতে উঠেছিল বারুইপুর। সম্প্রতি রিয়্যাল স্টার ক্লাব আয়োজিত এই ফুটবলের ফাইনালে স্থানীয় আসমা হোটেল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মধ্যমগ্রাম ভাই ভাই সঙ্ঘ।
এ বার নবম বর্ষে পা রাখল দক্ষিণ শহরতলির এই ফুটবল প্রতিযোগিতা। সপ্তাহ জুড়ে আট দলের এই নক আউট ফুটবল শুরু থেকেই হয়ে উঠেছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বারুইপুর পুরনো বাজারের পাশে রাস মাঠে ফাইনাল শুরুর আগে কালবৈশাখীও অবশ্য মানুষের ফুটবল-উন্মাদনা আটকাতে পারেনি। ফাইনালে প্রথমার্ধেই দু’ গোলে এগিয়ে যায় মধ্যমগ্রামের দল। আক্রমণ ও প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও গোড়া থেকেই ম্যাচের রাশ ছিল বিজয়ী দলের হাতে।
দ্বিতীয়ার্ধে আসমা-র ফুটবলারেরা একটি গোল শোধ করলেও তাদের হজম করতে হয় আরও দু’টি গোল। বিজয়ী দলের স্ট্রাইকার সুজয় সরকার একাই তিন গোল করে নজর কেড়ে নেন। তাঁর হাতেই তুলে দেওয়া হয় ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। ছ’টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন রানার্স দলের নাইজিরিয়ান ফুটবলার ক্রিস্টোফার। ট্রোফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পায় এক লক্ষ টাকা। রানার্স দলকে দেওয়া হয় সত্তর হাজার টাকার পুরস্কার। বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী প্রমুখ পুরস্কার তুলে দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পৌঁছনোর কথা জানিয়ে আয়োজক ক্লাবের সম্পাদক সোমনাথ মিত্র বলেন, “এলাকার ফুটবলপ্রিয় মানুষদের ভাল খেলার সুযোগ করে দিতেই আমরা এই ফুটবল উৎসব চালু করেছি।” উৎসবের মূল পৃষ্ঠপোষক স্থানীয় বাসিন্দা উৎপলকুমার দাস এক সময় কলকাতা মাঠে ফুটবল খেলতেন। তিনি বলেন, “প্রতি বছরই এই প্রতিযোগিতায় কলকাতা মাঠের অনেক ফুটবলার খেলতে আসেন। অঞ্চলের খুদে ফুটবলারেরা ওদের দেখে কিছুটা উৎসাহী হলে এই উৎসব অনেকটাই সার্থক হবে।”

ছবি: পিন্টু মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.