বসিরহাট পুরসভার উদ্যোগে ২২ টি ওয়ার্ডের মোট ১০ হাজার বিপিএল তালিকাভুক্ত গরিব মানুষের হাতে তুলে দেওয়া হল ‘হেলথ কার্ড’। বৃহস্পতিবার বসিরহাটের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে পুরবাসীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছলেন পুরপ্রধান কৃষ্ণা মজুমদার, উপ-পুরপ্রধান অমিত দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। কৃষ্ণাদেবী বলেন, “ছবি তোলার জন্য ৩০ টাকা দিয়ে এক বছরের জন্য ৩০ হাজার টাকার স্বাস্থ্য পরিষেবার সুবিধা মিলবে। জুনের প্রথম সপ্তাহ থেকেই এই সুবিধা কোন কোন হাসপাতাল বা নার্সিংহোমে পাওয়া যাবে তার তালিকাও গ্রাহকদের দেওয়া হবে। এক বছর পর ফের ওই কার্ড পুর্ননবীকরণ করা যাবে।” স্বাস্থ্য-বিমার কার্ড হাতে পেয়ে স্বভাবতই খুশি বিপিএল তালিকাভুক্ত গ্রাহকরা।
|
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে একটি স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছে হরিণঘাটার নগরউখড়ায়। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন সাংসদ গোবিন্দচন্দ্র নস্কর। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। |