বিশ্বকাপ ম্যাচে ফের ছায়া গড়াপেটার
নিজস্ব প্রতিবেদন • কলকাতা |
বিশ্বকাপ ক্রিকেটের উপর আবার গড়াপেটার ছায়া। এ বার কেনিয়ার এক ক্রিকেটারকে নিয়ে তদন্ত করতে নামল আইসিসি। ২০১১ বিশ্বকাপে পাকিস্তান বনাম কেনিয়ার ওই ম্যাচে পাকিস্তান ২০৫ রানে জেতে। কেনিয়ার বোলাররা ওই ম্যাচে ৩৭টি ওয়াইড করেছিলেন, যা বিশ্বরেকর্ড। সেই ম্যাচে খেলা এক ক্রিকেটারের উপরই এখন সন্দেহের ছায়া পড়েছে। কেনিয়ার ক্রিকেট বোর্ডকে আইিসিসি নির্দেশ দিয়েছে, যাতে প্রাক্তন ওই ক্রিকেটারকে এখন কোনও ভাবেই ক্রিকেটীয় কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে দেওয়া না হয়। এই নিয়ে আইসিসি অবশ্য সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি।
|
ফের ড্র আনন্দের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিশ্ব চ্যাম্পিয়নশিপের দশম গেমও ড্র করলেন বিশ্বনাথন আনন্দ। বৃহস্পতিবার চ্যালেঞ্জার বরিস গেলফাঁর সঙ্গে গেমটি ড্র হল ২৫ চালের পর। স্কোর এই মুহূর্তে ৫-৫। এ দিন সাদা ঘুঁটি নিয়ে কিংস পন ওপেনিং করেছিলেন আনন্দ। তার পর রোসোলিমো আক্রমণ। যে পদ্ধতি এই পর্যায়ে খুব কম খেলা হয়। কিন্তু গেলফাঁ এই অতর্কিত আক্রমণ সামলাতে সফল। শুক্রবার বিশ্রামের পর বাকি নির্ধারিত আর দু’টি গেম। বারোটি গেমের পরও ড্র রয়ে গেলে র্যাপিড দাবায় টাইব্রেকার খেলতে হবে। বিশেষজ্ঞদের মতে র্যাপিড দাবায় আনন্দই এগিয়ে।
|
সানিয়ারা ফাইনালে
সংবাদসংস্থা • ব্রাসেলস |
সানিয়া মির্জার সামনে চলতি মরসুমে নিজের দ্বিতীয় ডাবলস খেতাবের হাতছানি। আজ সানিয়া এবং তাঁর মার্কিন পার্টনার বেথানি মাটেক স্যান্ডস ব্রাসেলস ওপেনের ফাইনালে উঠলেন। ক্লে কোর্ট টুর্নামেন্টের সেমিফাইনালে সানিয়ারা ৬-৩, ৪-৬, ১০-৫ হারান আনাস্তাসিয়া রোডিনোভা-কেসি ডেলাকওয়া জুটিকে। |