টুকরো খবর
দুই দুর্ঘটনায় মৃত ১
দু’টি ভিন্ন পথ দুর্ঘটনায় বৃহস্পতিবার হুগলিতে মৃত্যু হল এক জনের। জখম অন্তত ১৪ জন। এ দিন ভোর ৫টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে ডানকুনির এফসিআই মোড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। ট্যাঙ্কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক জনের। গুরুতর জখম হন চার জন। মৃতের নাম রাফরাজ খান (৩০)। তিনিই ট্যাঙ্কারটি চালাচ্ছিলেন। আহতেরা ওই গাড়ি দু’টিতেই ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলপিজি ভর্তি ট্যাঙ্কারটি হলদিয়া থেকে কল্যাণী যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় রাফরাজের। ট্রাক-চালক পালিয়ে যান। অন্য দুর্ঘটনাটি ঘটে বেলা ১০টা নাগাদ পোলবার কালীতলায়। চুঁচুড়া-মগরা ৪ নম্বর রুটের একটি যাত্রী বোঝাই বাস মগরার দিকে যাওয়ার সময়ে উল্টো দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। চালক, একটি শিশু-সহ ১০ বাসযাত্রী আহত হন। তাঁদের পোলবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দু’টি গাড়িকেই পুলিশ আটক করে। তবে, ট্রাক্টর-চালককে ধরা যায়নি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটি বোঝাই ট্র্যাক্টরগুলি ওই এলাকায় বেপরোয়া ভাবে চলাচল করে। পুলিশ জানায়, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

চিত্র-ভাস্কর্য প্রদর্শনী
নিজস্ব চিত্র।
উলুবেড়িয়ার কুলগাছিয়া আর্ট গ্যালারিতে দশ দিন ধরে আট শিল্পীর ছবি-ভাস্কর্যের প্রদর্শনী হল। ২৭টি ছবি এবং বেশ কিছু টেরাকোটার কাজ প্রদর্শিত হয়। প্রদর্শনীটির উদ্বোধন করেন কবি অলোকেন্দুশেখর পত্রী। শিল্পীদের মধ্যে ছিলেন বিশ্বজিৎ জানা, জয়ন্ত খাটিয়া, মলয় বসু, প্রশান্ত নিয়োগী, শর্মিষ্ঠা কর, তনুময় ঘোষ, তপন চট্টোপাধ্যায় প্রমুখ। সবিতা মান্নার টেরাকোটার কাজ প্রশংসিত হয়।

জলসঙ্কট, বিক্ষোভ
হাওড়া পুরসভার কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সঙ্কট তীব্র হয়ে উঠেছে। ৪টি ওয়ার্ডের কয়েকটি এলাকা জলশূন্য। জলের দাবিতে বৃহস্পতিবার পুরসভায় মেয়রের ঘরের সামনে চার ঘণ্টা বিক্ষোভ দেখান ওই সব ওয়ার্ডের বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, গরম পড়তেই জল বন্ধ হয়েছে ২৬, ৪১, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডে। অথচ আশপাশের ওয়ার্ডে রাস্তার কল থেকে জল পড়ে নষ্ট হচ্ছে। কাউন্সিলর থেকে শুরু করে মেয়রকে জানিয়েও লাভ হয়নি। মেয়র জানান, বেআইনি পাইপলাইনের মাধ্যমে জলেরও ‘হুকিং’ হচ্ছে। চুরি ধরতে গিয়ে পুরকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এ দিন বিক্ষোভ চলাকালীন পুরসভায় আসেন মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের কৃষি-বিপণন মন্ত্রী অরূপ রায়। তিনি বিক্ষোভকারীদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.