একই দিনে শহরে পাঁচটি অপমৃত্যু |
ওয়াটগঞ্জে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ স্থানীয় এক যুবককে খুঁজছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় দুর্গা দাস লেনের একটি বাড়ির শৌচাগার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোনম কুমারী (১৯) নামে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। তরুণীর পরিজনদের অভিযোগ, ওই যুবকের সঙ্গে সোনমের ঘনিষ্ঠতা ছিল। ওই যুবক তাঁর সঙ্গে একাধিক বার সহবাস করেও বিয়ে করতে রাজি হননি। তাই মানসিক অবসাদে ভুগছিলেন সোনম। পুলিশের অনুমান, তার জেরেই সোনম আত্মহত্যা করেন। পুলিশ জানায়, তরুণীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হয়েছে। অন্য দিকে, এ দিনই চিৎপুর, রিজেন্ট পার্ক ও হরিদেবপুর থানা এলাকা থেকে আরও ৪ জনের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ মিলেছে। পুলিশ জানায়, সকালে রিজেন্ট পার্ক থানার বাঁশদ্রোণী কলোনির একটি বাড়ির বন্ধ দরজা ভেঙে এক যুবকের ঝুলন্ত দেহ মেলে। তাঁর নাম সৌরভ বসু (২৪)। তিনি পিসির বাড়িতে থাকতেন। দিন কয়েক আগে তাঁর পরিজনেরা দিঘা বেড়াতে যান। এ দিন সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পড়শিরা পুলিশে খবর দেন। দুপুরে হরিদেবপুরের মণ্ডলপাড়া এলাকার কৈলাস ঘোষ রোডে বন্ধ ঘরের দরজা ভেঙে অসীম দাশগুপ্ত (৪৫) নামে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে তিনি আত্মহত্যা করেছেন। বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতেন অসীমবাবু। এ দিনই চিৎপুর রেল ইয়ার্ডের একটি গাছে গামছার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় রাজু কাহার (১৫) নামে এক কিশোরের মৃতদেহ। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
কনস্টেবলকে ধাক্কা, গাড়িতে রিভলভার |
মারুতি গাড়িটি সিগন্যাল না-মেনে এগিয়ে যাচ্ছে দেখে এক কনস্টেবল সেটিকে আটকাতে যান। গাড়িটি তাঁকে ধাক্কা মেরে এগোতে থাকে। গাড়িটিকে ধরার পরে দেখা গেল, তার মধ্যে লাল ব্যাগে রয়েছে একটি রিভলভার। বৃহস্পতিবার রাতে তারাতলা মোড়ের এই ঘটনায় যুবকগাড়িচালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ওই যুবকের নাম শেখ নিরাজউদ্দিন। গাড়িটিকেও আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই যুবক পুলিশকে জানায়, তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার খড়দহে। সেখান থেকেই গাড়িতে কম্যান্ড হাসপাতাল এলাকায় একটি কাজে এসেছিলেন। কাজ সেরে কয়েক জনকে গাড়িতে তুলে যাচ্ছিলেন তারাতলার মোড়ের দিকে। মাঝপথে অন্যেরা গাড়ি থেকে নেমে যান। সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ড সূত্রের খবর, সিগন্যাল না-মেনে গাড়িটিকে এগিয়ে যেতে দেখে মহম্মদ আবু তালেব নামে এক কনস্টেবল সেটিকে আটকানোর চেষ্টা করেন। তাঁকে ধাক্কা মেরে গাড়িটি চলে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলেন। ওই যুবক তখন একাই গাড়িতে ছিলেন। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ লাল ব্যাগে রিভলভারটি পায়। আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি কোথায় কী কাজে গিয়েছিলেন, সেই বিষয়ে যুবকটিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন তিনি যান-বিধি ভাঙলেন, কনস্টেবল থামতে বলা সত্ত্বেও কেনই বা না-থেমে তাঁকে ধাক্কা দিয়ে পালাতে গেলেন, কারা মাঝপথে তাঁর গাড়িতে উঠেছিল এবং নেমেও গেল, সে-সবও জানার চেষ্টা চলছে। আহত কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
স্নাতকে ক্লাস শুরু করতেই হবে জুলাইয়ে |
বিএ, বিএসসি, বিকম প্রথম বর্ষের ক্লাস জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে শুরু করতে হবে বলে কলেজে কলেজে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পরেই ভর্তির প্রক্রিয়া শুরু করে ৬ অগস্টের মধ্যে তা শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই কলেজে ভর্তির মেধা-তালিকা তৈরি, ছাত্র ভর্তির শেষ তারিখ, নাম নথিভুক্তির দিন ইত্যাদি তথ্য জানিয়ে কয়েক বছর ধরে ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়। এ বারেও কলেজে কলেজে তা পাঠানো হয়েছে। তাতে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়া মাত্রই ভর্তি শুরু করতে হবে কলেজগুলিকে। উচ্চ মাধ্যমিকের ফল জুনের প্রথম সপ্তাহে বেরোবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলেজগুলিকে স্নাতক স্তরে ভর্তির মেধা-তালিকা প্রকাশ করতে হবে ২৫ জুনের মধ্যে। ছাত্র ভর্তি হবে ২৮ জুন থেকে ৬ অগস্ট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের স্নাতক সংসদের সচিব শ্যামল সরকার জানান, ছাত্রছাত্রীরা চাইলে ৩১ অগস্টের মধ্যে পাঠ্য বিষয় পরিবর্তন করতে পারবেন।
|
প্রহরারত পুলিশকর্মীকে টুল ছুড়ে জখম করে পালাল এক বন্দি। পুলিশ জানায়, বৃহস্পতিবার পিজি-র ম্যাকেঞ্জি বিল্ডিংয়ের দোতলা থেকে দীপু দাস নামে ওই বন্দি লাফ দিয়ে পালায়। মা ও পাড়ার লোককে মারধরের অভিযোগে পুলিশ তাকে বুধবার রাতে গ্রেফতার করে। অস্বাভাবিক আচরণের জন্য ওই রাতেই তাকে এসএসকেএমে ভর্তি করে নেন চিকিৎসকেরা। দীপু এ দিন দুপুরে প্রহরারত পুলিশকর্মী শ্রীকান্ত গোয়েলকে ধাক্কা মেরে পালাতে যায়। শ্রীকান্ত বাধা দিলে দীপু তাঁকে টুল ছুড়ে মারে। টুলের আঘাতে ওই পুলিশকর্মীর মাথা ফেটে যায়।
|
শিক্ষা প্রতিষ্ঠানে প্রৌঢ়ের অপমৃত্যু |
সল্টলেকের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিধাননগরে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস’-এর একটি ঘরে ঝুলন্ত অবস্থায় ওই প্রৌঢ়ের দেহ পাওয়া যায়। পুলিশ জানায়, মৃতের নাম সুবিমল বসু (৫৯)। তাঁর বাড়ি বসিরহাটে। পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানে মেরামতি চলছিল। ওই ব্যক্তি সেই কাজ দেখাশোনা করতেন। |