ফেসবুক শেয়ার ইস্যু তদন্তে মার্কিন কংগ্রেস |
বাজারে ফেসবুকের শেয়ার ছাড়া নিয়ে অনিয়ম হয়েছে কি না, তার তদন্ত করবে মার্কিন কংগ্রেসের দুই কমিটি। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেনেট ব্যাঙ্কিং কমিটি এবং হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটি আলাদা ভাবে তদন্তের জন্য ফেসবুক প্রতিনিধি, বাজার নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ার ছাড়ার সঙ্গে যুক্ত ব্যাঙ্ক-সহ সকলের বক্তব্য চেয়ে পাঠিয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে তদন্তের কথা জানানো হয়নি। ইতিমধ্যেই সংস্থা ও ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ম্যানহাটন ও লস অ্যাঞ্জেলসের জেলা আদালতে দু’টি মামলা করেছেন শেয়ারহোল্ডাররা। অভিযোগ এনেছেন সংস্থার পূর্বাভাস জানানোয় পক্ষপাতিত্বের। টানা পড়ছে সংস্থার শেয়ার দরও।
|
ভারতী এয়ারটেল ১৬.৫ কোটি ডলার (প্রায় ৯২২ কোটি টাকা) দিয়ে ভারতে কোয়ালকম এশিয়া প্যাসিফিক-এর ৪জি ব্রডব্যান্ড সংস্থার ৪৯% শেয়ার কিনছে। ২০১৪-এর মধ্যে ওই শেয়ারের পুরোটাই হাতে আসবে ভারতীর। ফলে দিল্লি, মুম্বই, হরিয়ানা ও কেরলেও ৪জি পরিষেবা দিতে পারবে ভারতী। ওই চার সার্কেলেই এই লাইসেন্স পেয়েছিল কোয়ালকম।
|
দক্ষতার সঙ্গে খাদ্য সুরক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য ‘আইএসও ২২০০০: ২০০৫’ তকমা পেল এ রাজ্যের মেট্রো ডেয়ারি। বারাসতে অবস্থিত তাদের ডেয়ারির জন্যই সুইৎজারল্যান্ডের সোসিয়েট জেনারেল দ্য সার্ভেলেন্স এসএ-র কাছ থেকে বিশ্ব মানের এই স্বীকৃতি মিলেছে বলে দাবি মেট্রো ডেয়ারির এমডি সুমিত দেবের।
|
রিবকের আর্থিক অনিয়মের তদন্ত শুরু করল আয়কর বিভাগ। নোটিস পাঠানো হচ্ছে সংস্থার কর্তাদের। জমা দিতে বলা হয়েছে চার বছরের রিটার্ন, ব্যক্তিগত লেনদেনের হিসাব ও তথ্য। এ দিকে, রিবক ৮৭০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ আনলেও, তা অনেকটাই কম বলে দাবি গুড়গাঁও পুলিশের। |