টুকরো খবর |
বেআইনি ভাবে চুল্লি জ্বেলে রান্নার নালিশ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সিটি বাসস্ট্যান্ডে উনুন জ্বালিয়ে হোটেল ব্যবসা চলছে আসানসোলে। বৃহস্পতিবার পুরসভায় এই অভিযোগ জানালেন বাসস্ট্যান্ডের কয়েক জন দোকান মালিক। তাঁদের অভিযোগ, এখানে দোকান ভাড়া নেওয়ার সময় চুক্তিপত্রে উল্লেখ ছিল, কোনও ভাবে এখানে স্থায়ী কয়লার চুল্লি তৈরি করে হোটেল ব্যবসা চালানো যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ,সেই চুক্তি লঙ্ঘন করে এখানে একাধিক হোটেল ব্যবসা চলছে। অভিযোগকারীদের মধ্যে অন্যতম মলয় কুমার মল্লিক বলেন, “আমরা অনেক বার ওই হোটেল মালিকদের স্থায়ী চুল্লি না জ্বালানোর আবেদন করেও কোনও লাভ হচ্ছে না।” তাঁদের আরও অভিযোগ, চুল্লির আগুনে বাসস্ট্যান্ডের ছাউনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগুনের তাপে নাকাল হচ্ছেন যাত্রীরা। যে কোনও সময়ে আগুন লাগার ঝুঁকিও রয়েছে। আসানসোল পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ দিকে, আসানসোল সিটি বাসস্ট্যান্ডের উন্নয়নের আশ্বাস দিয়েছেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। সম্প্রতি আইএনটিটিইউসি অনুমোদিত বাস কর্মচারী সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার নেতৃত্বে সংগঠনের কর্মী সদস্যেরা মন্ত্রীর দ্বারস্থ হন ও বাসস্ট্যান্ডের সামগ্রিক উন্নয়নের দাবি জানান। বিস্তারিত জানার পরে মলয়বাবু পুরসভাকে পরিদর্শন করে একটি রূপরেখা তৈরি করার পরামর্শ দেন। মলয়বাবু বলেন, “বাসস্ট্যান্ডটি নির্মাণ হওয়ার পর থেকেই এটির সামগ্রিক উন্নয়ন হয়নি। আমি প্রয়োজনীয় ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছি।”
|
নাবালিকাকে ‘ধর্ষণের চেষ্টা’, গ্রেফতার প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এক সাত বছরের বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ২ নম্বর ওয়ার্ডের মুসলিম মহল্লায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আসগর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পাশের বাড়ির এক নাবালিকাকে আসগর চকলেট খাওয়ানোর নাম করে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এসে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এই খবর চাউর হতেই আসগরকে মারধর করতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তার চুল কেটে এলাকা ঘোরানো হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। নাবালিকার বাবা বলেন, “আমি ও আমার স্ত্রী দিনমজুরের কাজ করি। বাড়ি ফিরেই মেয়ের এই অবস্থা দেখে প্রতিবেশীদের সাহায্যে ডাক্তারের কাছে নিয়ে যাই। রাতে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।” আসানসোল পুলিশের এসিপি (সেন্ট্রাল) সুনীল যাদব বলেন, “ধর্ষণের চেষ্টা তথা অস্বাভাবিক যৌন আচরণের দায়ে মহম্মদ আসগরকে গ্রেফতার করা হয়েছে। ওই নাবালিকাকে আসানসোল মহকুমা হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে।”
|
খনিতে সুরক্ষার দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
নিজস্ব চিত্র। |
ভূগর্ভে সুরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, আট কর্মীকে বিধি না মেনে বদলি-সহ বিভিন্ন অভিযোগে আইএনটিইউসি-সহ চারটি শ্রমিক সংগঠনের নেতৃত্বে উৎপাদন বন্ধ রেখে প্রায় চার ঘণ্টা বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ডালের কেন্দা এরিয়ার ছোড়া ১০ নম্বর খনিতে। এরিয়ার জিএম ইউনুস আনসারি জানান, আলোচনার মাধ্যমে বদলি সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করা হবে। সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
চাকরির দাবিতে অনশন রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
১৯৯৮ সালে ৬ জনের ১২ একর এবং ২০০৫ সালে ১১ জনের ২২ একর জমি অধিগ্রহণ করেছিল ইসিএল। কয়লা খনন শুরু করে দিলেও জমিহারারা চাকরি পাননি। প্রতিকারের দাবিতে রানিগঞ্জের কোয়ারডি কোলিয়ারির ১৪ নম্বর খনিতে উৎপাদন বন্ধ রেখে সারাদিন অনশনে বসলেন জমিহারা পরিবারের সদস্যেরা। তাঁদের পক্ষে বাবু মণ্ডল দাবি করেন, বিধি অনুযায়ী ২ একর জমি পিছু এক জনের চাকরি হওয়ার কথা। কর্তৃপক্ষ বার বার প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোনও নিয়োগ হয়নি। তাই অনশনে বসেছেন তাঁরা।
|
স্বরাষ্ট্রসচিবকে চিঠি সাংসদের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখলেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী। সাংসদ বংশগোপাল চৌধুরী অভিযোগ করেন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন এলাকায় একের পর এক অসামাজিক কাজকর্ম চলছে। তা বন্ধ করতে হলে কমিশনারেটকে আরও বেশি শক্তিশালী করার আবেদন করেছেন সাংসদ।
|
মূল্যবৃদ্ধির প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করল সিপিএমের জামুড়িয়া ৫ নম্বর লোকাল কমিটি। লোকাল সম্পাদক তাপস কবি জানান, এ নিয়ে তারা লাগাতার আন্দোলন করবেন।
|
কারখানায় আগুন
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
নিজস্ব চিত্র। |
একটি বিস্কুট কারখানায় আগুন লেগে ক্ষতি হল বেশ কিছু যন্ত্রাংশের। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা নাগাদ রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের ঘটনা। দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকল দফতর জানিয়েছে, ঠিক কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
|
নৈশ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
বাবু একাদশ আয়োজিত সারা বাংলা এক নৈশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বোলপুর। তারা পাণ্ডবেশ্বর মাদারবনী মাঠে পশ্চিম মেদনীপুর জঙ্গলমহলকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে জঙ্গলমহল ৭ উইকেটে ৫৩ রানের বেশি তুলতে পারেনি। জবাবে বোলপুর কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লিগের বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল দোমহানি হোয়াইট। তারা দোমহানি আদিবাসীকে ১০ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আদিবাসী ৭ উইকেট হারিয়ে ৯১ রান করে। জবাবে হোয়াইট কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয়। |
|