|
|
|
|
|
শ্রীনিকেতন ৪৫ ডিগ্রি,
বিদ্যুতের চাহিদা তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
মে মাসের প্রথম থেকেই তাপমাত্রা ওঠানামা করছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ছিল গত ২২ দিন ধরেই। এ বার তা উঠে গেল ৪৫ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ২৫ বছরের মধ্যে রেকর্ড। রাজস্থানের মরুশহর নয়। বীরভূমের শ্রীনিকেতন।
আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে, ১৯৭০ সালের ১৪ মে শ্রীনিকেতনের তাপমাত্রা উঠেছিল ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। সেটাই এখনও অবধি শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা এ দিন আলাদা করে না বাড়লেও অস্বস্তিসূচক যথেষ্ট বেশি ছিল। তার জেরে এ দিন দুপুরে সিইএসসি এলাকায় বিদ্যুতের চাহিদা সর্বকালীন রেকর্ড গড়েছে।
এমনিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেড়ে গেলে তাকে তাপপ্রবাহ বলা হয়। সাত ডিগ্রির বেশি বাড়লে সেই পরিস্থিতিকে আবহবিদেরা বলেন, প্রবল তাপপ্রবাহ। শ্রীনিকেতনের এ দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। বীরভূম, বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলে ওই উচ্চ তাপমাত্রা বাতাস থেকে শুষে নিয়েছে সব জলীয় বাষ্প। বয়ে গিয়েছে শুকনো গরম বাতাস বা ‘লু’। পরিমণ্ডলের যা পরিস্থিতি তাতে আজ, বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমের অন্য জেলাগুলিতেও প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। খুব প্রয়োজন না থাকলে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান শিল্পাঞ্চলে মানুষকে ভরদুপুরে রাস্তায় বেরোতে নিষেধ করে দেওয়া হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও হুগলির জন্য তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। গত সপ্তাহে ১৬ মে দক্ষিণবঙ্গের ছয় জেলা ও উত্তরবঙ্গের তিন জেলা তাপপ্রবাহের কবলে পড়ে। কিন্তু প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অবশ্য এখনই তাপপ্রবাহের আশঙ্কা দেখছেন না আবহবিদেরা। তাঁরা বলছেন, এই জেলাগুলিতে খুব কম হলেও সমুদ্র থেকে জলীয় বাতাস ঢুকছে। তাতে তাপমাত্রা লাগামছাড়া হতে পারছে না। সমুদ্রের ওই বাতাস ঢোকা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলেই আবহবিদেরা জানাচ্ছেন।
কলকাতা বা দমদমে এ দিন তাপমাত্রা তেমন না বাড়লেও আপেক্ষিক আর্দ্রতার জেরে অস্বস্তিসূচক বেড়েছে। দমদমে অস্বস্তিসূচক এ দিন ৬৯.৩ ডিগ্রিতে উঠে রেকর্ড করেছে। এ দিন কলকাতায় অস্বস্তিসূচকের মাত্রা ছিল ৬৮ ডিগ্রি। সিইএসসি সূত্রে বলা হয়, এ দিন বেলা সাড়ে তিনটেয় তাদের চাহিদা ১ হাজার ৮৬৩.৯ মেগাওয়াটে পৌঁছয়। এটা সিইএসসি-র সর্বকালীন রেকর্ড। এ দিন সমস্যা না হলেও বৃহস্পতিবার হাওড়া ও হুগলিতে তাপপ্রবাহ শুরু হলে বিদ্যুতের চাহিদা কোথায় গিয়ে পৌঁছবে, তা নিয়ে চিন্তায় রয়েছে বিদ্যুৎ দফতর।
|
লাগামছাড়া গরম |
এলাকা |
সর্বোচ্চ
তাপমাত্রা* |
কত
বেশি ** |
• শ্রীনিকেতন |
৪৫ |
+৮ |
• মালদহ |
৪২ |
+৬ |
• বাঁকুড়া |
৪৪ |
+৫ |
• পানাগড় |
৪৪ |
+৫ |
• বহরমপুর |
৪১ |
+৪ |
• বর্ধমান |
৪১ |
+৪ |
মাত্রাছাড়া অস্বস্তি |
|
অস্বস্তিসূচক* |
কত বেশি** |
• কলকাতা |
৬৮ |
+১৩ |
• দমদম |
৬৯ |
+১৪ |
* ডিগ্রি সেলসিয়াস
** স্বাভাবিকের থেকে |
|
|
|
|
|
|