গীতা হালদার |
দীপা দাস |
আল্পনা দাস সরকার |
|
নিম্নমানের জিনিষ দিয়ে রাস্তা
সারাই হয়েছে। বিদ্যুৎ ও জলের
সমস্যা রয়েছে। নির্বাচিত
হলে মানুষের জন্য কাজ করব। |
এলাকা উন্নয়নে অনেক কাজ
করেছি আমরা। এ বার নির্বাচিত
হয়ে শিশুদের পার্ক ও গরিবদের
সরকারি সাহায্য পৌঁছে দেব। |
এত দিন কোনও কাজই হয়নি।
রাজ্য সরকার হাসপাতালের কাজ
শুরু করেছে। ভোটে জিতে
এলাকার উন্নয়নে কাজ করব। |
|
|
|
|
রাস্তা কেমন: সারা ওয়ার্ডেই কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে। তবে প্রধান পাকা রাস্তা এখনও বেহাল।
জলের হাল: সর্বত্র জলের লাইন নেই। আর্সেনিক মুক্ত পানীয় জলের কল একটিই।
পথবাতি: সর্বত্রই পথবাতি রয়েছে।
নিকাশি: সব জায়গায় পাকা নর্দমা তৈরি হয়নি। সংস্কারও ঠিক মতো হয় না।
সাফাই: ময়লা ফেলার নির্দিষ্ট কোনও জায়গা নেই। ফলে যেখানে সেখানে জমা হয় আবর্জনা। |
তথ্য ও ছবি: সৌমিত্র সিকদার ও সুদীপ ভট্টাচার্য। |
|