নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি ও কোচবিহার জেলার তিস্তা নদীর চর রক্ষার দাবিতে বুধবার দিনভর অবস্থান করেছে চর বাঁচাও কমিটি। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ দফতরের সামনে কমিটির তরফে অবস্থান চালানো হয়। কমিটির দাবি, তিস্তা নদীর এই চরটি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বাসিন্দারা নিয়মিত কর দিলেও বসবাসের পরিকাঠামোই তৈরি করা হয়নি। বাসিন্দাদের দাবি, তিস্তা নদীতে বিকল্প বাঁধ তৈরি করে চর রক্ষা করতে হবে। কমিটির নেতা হরিভক্ত সর্দার বলেন, “আমাদের আন্দোলনে নামা ছাড়া পথ নেই।”
|
শ্যামবাঁধের পরে এ বার যমুনাবাঁধ মাটি ফেলে ভরাটের চেষ্টার অভিযোগ উঠল। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী এই বাঁধ ভরাট বন্ধ করার জন্য মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছেন কিছু বাসিন্দা। সম্প্রতি তাঁরা মহকুমাশাসক অদীপকুমার রায়ের কাছে এ ব্যাপারে স্মারকলিপি জমা দেন। মহকুমাশাসক বলেন, “পুকুর, বাঁধ বা জলাশয় ভরাট করা বেআইনি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুশান্ত চক্রবর্তী বলেন, “গুরুতর অভিযোগ। খোঁজ নেব।” |