টুকরো খবর
দাহ্য বস্তু থেকেই আগুন বেলেঘাটায়
‘অতি দাহ্য’ কিছু থেকে বেলেঘাটার সরকার বাজারে আগুন লেগে থাকতে পারে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পরে ফরেন্সিকের প্রতিনিধিরা প্রাথমিক ভাবে বুধবার এ কথা পুলিশকে জানান। সোমবারের আগুনে শুধু বাজারের উত্তর দিক ভস্মীভূত হওয়ায় আগুন লাগানোর অভিযোগ উড়িয়ে দিচ্ছে না ফরেন্সিক দল। তবে ফরেন্সিকের তরফে লিখিত ভাবে বুধবার রাত পর্যন্ত কোনও রিপোর্ট পুলিশকে জানানো হয়নি। পুলিশের তরফে বাজার-মালিকের (নির্দিষ্ট নাম তাতে নেই) বিরুদ্ধে ‘সুয়ো মোটো’ মামলা রুজু হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বাজার-মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৫ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। অর্থাৎ, বাজারের অগ্নি-নির্বাপণে মালিক (সমর নাগ)-এর তরফে গাফিলতি ছিল। দমকলের তরফে মালিকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ দমকল আইনের ১১সি ধারায় মামলা রুজু হয়েছে। নির্মাণ-ব্যবসার সঙ্গে যুক্ত সমরবাবুর সল্টলেক সেক্টর ১-এর অফিসে তল্লাশি চালায় পুলিশ। সেখানে তাঁকে পাওয়া যায়নি। অফিসটি ‘সিল’ করা হয়। মেয়র পারিষদ (বাজার) দেবাশিস কুমার বলেন, “বাজারটি পুরসভার নয়। তবে বাজারটি গড়তে মালিক যদি পুরসভার কাছে সাহায্য চান, পুরসভা তা দেবে।”

রেশন দোকানে অভিযান খাদ্যমন্ত্রীর
বাথরুমের পাশে মজুত দুই ব্যারেল কেরোসিন তেল। পাশেই চলছে স্টোভ জ্বালিয়ে রান্না। মঙ্গলবার বিধাননগরের একটি বাজারের রেশন দোকানে অভিযান চালাতে গিয়ে এই অভিজ্ঞতাই হল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বিধাননগরের বিভিন্ন বাজারে এই ভাবে কেরোসিন তেল মজুত ও সরবরাহ নিয়ে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। ছিল রেশন দোকান সম্পর্কিত নানা অভিযোগও। এ দিনের অভিযানের পরে খাদ্যমন্ত্রী জানান, এই অবস্থায় যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটবে। ভবিষ্যতে বাজার এলাকায় কেরোসিন মজুত রেখে বিক্রি করতে দেওয়া হবে না। মন্ত্রী বলেন, “নির্দিষ্ট দূরত্বে গুদাম রাখা-সহ কিছু আবশ্যক শর্ত মানলে তবেই কেরোসিন সরবরাহের অনুমোদন মিলবে। সর্বত্রই এই পদক্ষেপ করা হবে।” বাজারগুলিতে দ্রুত ব্যবস্থা নিতে নগরোন্নয়ন দফতরের কাছে আবেদন করবেন বলেও জানান তিনি। এ দিন সকালে বিধাননগরের বিডি ও সিএ মার্কেটের দু’টি রেশন দোকানে এই অভিযান চালানো হয়। মন্ত্রীর দাবি, দোকান দু’টি নিয়ে অভিযোগ ছিলই। আচমকা অভিযানে তার প্রমাণ মিলল। দু’টি দোকান থেকে মোট ৫৪৩ লিটার কেরোসিন তেল ও বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রয়াত কীর্তনশিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়
প্রবীণা কীর্তনশিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বলে ছবিদেবীর ঘনিষ্ঠেরা জানান। ওই গায়িকাকে সম্প্রতি লেক মার্কেটের কাছে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বুধবার বিকেলে সেখানেই মারা যান অবিবাহিতা ছবিদেবী। ছোটবেলা থেকেই সঙ্গীতে আগ্রহী ছবিদেবী ‘গীতশ্রী’ উপাধি পান। অনেক পুরস্কার পেয়েছেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, গেয়েছেন বহু ছবিতেও।

বেটিং-চক্রে ধৃত ৩
ক্রিকেট বেটিং-চক্রে জড়িত অভিযোগে তিন জন গ্রেফতার হল। মঙ্গলবার, এন্টালি থেকে। ধৃতদের নাম রামচন্দ্র মণ্ডল, পরশুরাম সাউ ও অঙ্কিত মানসিঙ্কা। বুধবার যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “অভিযুক্তেরা একই ফ্ল্যাটে থাকতেন। রামচন্দ্র ও পরশুরাম রেসের পুরনো ‘বুকি’। অঙ্কিত পরিচারক।’’ ফ্ল্যাট থেকে টিভি, ল্যাপটপ, ১১টি মোবাইল, পেন-ড্রাইভ, বেটিংয়ের হিসেব লেখা কাগজ ও ৮৬৬১০ টাকা মিলেছে। এ দিন আদালত ধৃতদের ২৫ মে পর্যন্ত পুলিশি হেফাজত দেয়। অন্য দিকে, বুধবার মৌসুমী চট্টোপাধ্যায় নামে এক ডাক্তারকে ধরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পুলিশ জানায়, নিজের নার্সিংহোমের কর্মীদের পিএফ-এর টাকা হাতানোর অভিযোগে তাঁকে ধরা হয়।

লরি উল্টে মৃত চালক
পাথর বোঝাই লরি উল্টে মারা গেলেন চালক। বুধবার, মোমিনপুরে। মৃতের নাম মহম্মদ আরমান (২৫)। পুলিশ জানায়, একটি মাটি বোঝাই লরির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় পাথরবোঝাই লরিটি। ঘটনাস্থলেই মারা যান আরমান। এ দিনই দুপুরে তারাতলা রোডে নেচার পার্কের কাছে লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আসগর আলি (২২) নামে এক বাইকচালকের মৃত্যু হয়।

অস্বাভাবিক মৃত্যু
এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হল। পুলিশ জানায়, বুধবার সকালে চিৎপুরের উমাকান্ত সেন লেন থেকে বুলবুল মণ্ডল (১৯) নামে ওই তরুণীর দেহ মেলে। পুলিশের অনুমান, তিনি বিষ খেয়ে আত্মঘাতী হন। আরজিকরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃতার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.