জঞ্জালের স্তূপে দেশি বোমা ফেটে প্রাণ গেল পাঁচ শিশুর। বুধবার ইলাহাবাদের কারেলি এলাকার ওই ঘটনায় আরও ছয় শিশু-সহ জখম অন্তত বারো জন। হাসপাতাল সূত্রে খবর, তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ইলাহাবাদের পুলিশ সুপার নবীন অরোরা জানান, প্রথমে মনে করা হয়েছিল ওই স্তূপে দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই মতো শহর জুড়ে সতর্কতাও জারি করা হয়। পরে দেখা যায়, জঞ্জালের গাদায় শিশুরা খেলছিল। সেই সময় ধাক্কা লেগে ফেটে যায় বোমাটি। ফরেন্সিক বিশেষজ্ঞ ও এটিএসের গোয়েন্দারা ঘটনাস্থলে যান। পাঠানো হয় বিশেষ জঙ্গিদমন বাহিনীও। রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও বিস্ফোরণের পিছনে জঙ্গিযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে।
|
বয়সের নিষেধাজ্ঞা তুলতে পারে ফেসবুক |
‘ফেসবুক’ ব্যবহারের ক্ষেত্রে বয়সের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা ভাবছেন ‘ফেসবুক’ কর্তৃপক্ষ। বর্তমানে ১৩ বছরের কম বয়সীরা ‘ফেসবুক’ ব্যবহার করতে পারে না। তবে, ‘ফেসবুকের’ নৈতিক উপদেষ্টা সিমন মাইনারের মতে, সম্প্রতি অল্পবয়সীদের মধ্যে বয়স ভাঁড়িয়ে ‘ফেসবুক’ ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। মূলত এই কারণেই বয়সের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছেন তাঁরা। আগামী মাসে এই নিয়ে ব্রিটেনের ওয়েলিংটন কলেজে একটি আলোচনাসভা করার কথাও ভাবছেন মাইনার।
|
লকারবি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত লিবিয়ার নাগরিক আবদেলবাসেত আলি মহম্মদ অল-মেগরাহি আজ মারা গিয়েছেন। এ কথা জানিয়েছেন তাঁর ভাই। আবদেলবাসেতের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরেই মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন তিনি। ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবি শহরের আকাশে বিস্ফোরণ হয় একটি মার্কিন বিমানে। নিহত হন ২৭০ জন। স্কটল্যান্ডের আদালতে দোষী সাব্যস্ত হন আবদেলবাসেত। তিনি আর বেশি দিন বাঁচবেন না বলে জানান চিকিৎসকরা। ফলে মানবিকতার খাতিরে তাঁকে মুক্তি দেওয়া হয়। আবদেলবাসেত লিবিয়ায় ফিরে যান। |