বাসচালককে ‘মার’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এক মিনিবাস চালককে মারধরের অভিযোগ উঠল মিনিবাসের এক এজেন্ট-সহ অন্য ট্রেকার চালক ও কর্মীদের বিরুদ্ধে। বুধবার জামুড়িয়া বাসস্ট্যান্ডের ঘটনা। পুলিশ এজেন্ট অশোক বাগদিকে গ্রেফতার করেছে। আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার অভিযোগ, “দীর্ঘ দিন ধরেই ট্রেকার চালক ও কর্মীরা বাস পরিবহণ কর্মীদের কাজে বাধা দিচ্ছে। ট্রেকারগুলি অবৈধ। তাদের কোনও ‘পারমিট’ নেই। ট্রেকার চালকদের দৌরাত্ম্যে বিভিন্ন রুটে ১৪টি বাস বন্ধ হয়ে গিয়েছে। বুধবার ট্রেকার চালকদের সঙ্গে সামিল হন মিনিবাসের এক এজেন্ট অশোক বাগদি।” তিনি অভিযোগ করেন, এ দিন সকালে আসানসোল-দোমহানি ভায়া জামুড়িয়া রুটের মিনিবাস জামুড়িয়া বাসস্ট্যান্ডে ঢুকতেই অশোকবাবু এক দল ট্রেকার চালককে নিয়ে ওই মিনিবাসের চালক সাহিদ পারভেজকে মারধর করে। মিনিবাস কর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে বাস বন্ধ করে দেন। দুপুর সাড়ে তিনটে নাগাদ পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। আসানসোল মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় বলেন, “ট্রেকার চালকদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে অশোক বাগদিকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, অশোক বাগদিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। |
গ্যাস পাইপে বিস্ফোরণ, জখম ৬
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
হাসপাতালে জখম কর্মী। নিজস্ব চিত্র। |
গ্যাস পাইপ বিস্ফোরণে জখম হলেন বরফকলের ছয় কর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার চাঁদার একটি বরফকলে। জখম অবস্থায় ৪ কর্মীকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে ভর্তি সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, “সাত দিন ধরে গ্যাস লিক করছে। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও পাইপ সংস্কার হয়নি।” কর্তৃপক্ষ জানান, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। |
ছাদ থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে অন্ডালের ময়রা কোলিয়ারির মাইনাস কোয়ার্টার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাইনাসের বাসিন্দা সুফল মাঝির বাড়িতে অনুষ্ঠান ছিল। তাতেই যোগ দিতে এসেছিলেন ছায়া মাঝি (৩৫)। মঙ্গলবার রাতে ঘুমের ঘোরে ছাদ থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান। তবে ময়না-তদন্তের আগে মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। |