বাড়ির সামনেই গুলি করে এক ইঞ্জিনিয়ারকে খুন করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ শিলিগুড়ি লাগোয়া ভক্তিনগর থানার সেবক রোডের দুই মাইল এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সন্দীপ সিংহ (৩০)। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে। ওই এলাকার দেবী চৌধুরানি রোড এলাকায় একটি আবাসনে তিনি থাকতেন। ন্যাশনাল হাইডেল পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) নিযুক্ত একটি সংস্থার তিনি কর্মরত ছিলেন। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “ওই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তিনি যে সংস্থায় চাকরি করেন সেখানকার কোনও গণ্ডগোলের জেরে ওই খুন হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।” ওই ইঞ্জিনিয়ারের মা বীণা দেবী জানান, সন্দীপ প্রতিদিন রাত ৮টা নাগাদ অফিস থেকে বাড়ি ফেরেন। নিহতের সহকর্মী অম্লান সৎপতি জানান, ওই সময়ই তিনি বাড়ি ফিরছিলেন। অফিসে তাঁরা একসঙ্গেই ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মোটরবাইকে করে গিয়ে দুই যুবক সন্দীপকে খুব কাছ থেকে বুকে গুলি করে পালিয়েছে। তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে প্রতিবেশীরা টের পান। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। নিহতের সঙ্গে একটি ব্যাগ ছিল।
|
সাধারণ মানুষকে আইনি পরিষেবা দিতে দার্জিলিং জেলায় পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এ কথা জানান সংগঠনের দার্জিলিং জেলার আহ্বায়ক নান্টু পাল। তিনি জানান, ২৫ মে মিত্র সম্মিলনী হলে ওই সম্মেলন হবে। অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় থাকবেন। সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী সুজিত কুমার ভট্টাচার্য থাকবেন। নান্টুবাবু বলেন, “সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধে সম্বন্ধে সাধারণ মানুষ ওয়াকিবহাল নন। তাঁদের পাশে দাঁড়াতেই দার্জিলিং জেলায় পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে।”
|
আলিপুরদুয়ার মহকুমা নিয়েই পৃথক জেলা গঠনের প্রস্তাব দিল সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল। জলপাইগুড়ি জেলাশাসককে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে। আলিপুরদুয়ার মহকুমা নিয়ে জেলা গঠনে বিধানসভা আসন নিয়ে যে জটিলতা তৈরি হতে পারে তারও সমাধান সূত্র পেশ করা হয়েছে কাউন্সিলের তরফে। কাউন্সিলের যুক্তি, নির্বাচনের সময়ে প্রশাসনিক উদ্যোগে সেই জটিলতা কাটানো সম্ভব। কাউন্সিলের জেলা সম্পাদক এ আর বাবুল কাদের বলেন, “জেলা গঠন নিয়ে প্রশাসনের তরফে যে প্রস্তাব দেওয়া হয় তা বিবেচনা করেই দাবি জানানো হয়েছে। জলপাইগুড়িতে একটি সংখ্যালঘু বিশ্ববিদ্যালয় ও হজ হাউসের দাবিও জানানো হয়েছে।”
|
এক মহিলার গলার হার ছিনিয়ে পালাল দুই বাইক দুষ্কৃতী। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে বাগডোগরা থানার পানিঘাটা রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই থানার বাগডোগরার বাসিন্দা রচনা রাই বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টোদিক থেকে বাইকে চেপে আসা দুষ্কৃতী গলার হার টান দিয়ে ছিড়ে নিয়ে শিলিগুড়ির দিকে পালিয়ে যায়। বাইক দুষ্কৃতীরা সম্প্রতি শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন। গত কয়েক মাসে প্রধাননগর, ভক্তিনগর, মাটিগাড়া, শিলিগুড়ি সহ একাধিক এলাকায় গলার, টাকার ব্যাগ ছিনিয়ে বাইকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এর মধ্যে ফুলবাড়ির একটি দলকে চিহ্নিত করলেও কাউকে ধরতে পারেনি। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “বাইক দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু করা হয়েছে।”
|
ভক্তিনগরে পেট্রোল পাম্পের কর্মী খুন ও ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার সন্দেহ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে একটি নাইনএমএম পিস্তল উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে ভক্তিনগর থানা এলাকা থেকে ওই গুলি ও পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে অজয় সিং নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি দার্জিলিং মোড়ে। দশ দিনের পুলিশি হেফাজতে রয়েছে সে। তাকে জিজ্ঞাসাবাদ করে একটি নাইনএমএম পিস্তল, ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে। |