নাগরাকাটার কংগ্রেস নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন কংগ্রেস নেতারা। মঙ্গলবার জলপাইগুড়িতে জেলা পুলিশ সুপার সুগত সেনের সঙ্গে দেখা করে ওই অভিযোগ জানান জেলা কংগ্রেস নেতারা। গত ১৭ মে গভীর রাতে নাগরাকাটা থানায় ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগে নাগরাকাটা ব্লক কংগ্রেস সভাপতি অমরনাথ ঝাঁ-সহ ৬৯ জন কংগ্রেস নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, কাজে বাধা দান-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা থাকায় ধৃতদের জামিনের আবেদন না মঞ্জুর হয়ে যায়। বর্তমানে সকলেই জেল হেফাজতে রয়েছেন। মিথ্যা মামলায় নেতা কর্মীদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে কংগ্রেস জেলা নেতৃত্ব অভিযোগ। তাঁদের অভিযোগ, চক্রান্ত করে সমস্ত কিছু করা হয়েছে। তাতে মদত দিয়েছেন নাগরাকাটা থানার ওসি। ওসির বদলির দাবিও পুলিশ সুপারকে জানান কংগ্রেস নেতারা। জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু বলেন, “ইচ্ছাকৃতভাবে নাগরাকাটার কংগ্রেস নেতাদের মিথ্যে মামলায় জড়ানো হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে কাজ হয়েছে। জেলা পুলিশ সুপারকে সব তথ্য দেওয়া হয়েছে। ধৃত নেতাদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ বাতিল করার দাবিও জানানো হয়েছে।” একই দাবিতে আগামী ২৬ মে নাগরাকাটা থানা ঘেরাও অভিযানের কর্মসূচি অবশ্য বাতিল করেছেন কংগ্রেস নেতারা। ডুয়ার্সের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে কোনও রাজনৈতিক, অরাজনৈতিক সভা, মিছিল করার অনুমতি প্রশাসনের তরফে দেওয়া হচ্ছে না বলে এদিন জেলা পুলিশ সুপার সুগত সেন কংগ্রেস নেতাদের জানান। তারপরেই থানা ঘেরাও কর্মসূচি বাতিল করা হয়। এদিন পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান জেলা কংগ্রেস সভাপতি ছাড়াও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার, বিধায়ক সুখবিলাস বর্মা, শ্রমিক নেতা বাবলু মুখোপাধ্যায়, নির্মল ঘোষদস্তিদার-সহ নেতারা। |