টুকরো খবর
নন্দগোপালের স্মরণসভায় এল না কংগ্রেস ও তৃণমূল
প্রয়াত সিপিআই নেতার স্মরণে বাম শরিকরা। -নিজস্ব চিত্র
প্রয়াত সিপিআই নেতা নন্দগোপাল ভট্টাচার্যের স্মরণসভায় কংগ্রেস ও তৃণমূলের কোনও প্রতিনিধি এলেন না। বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য এসেছিলেন এবং নাম না করেই তৃণমূল ও কংগ্রেসের সমালোচনা করে বলেন, “রবীন্দ্রনাথের প্রতিকৃতির সামনে বসে বর্ণমালা সাজিয়ে লাভ নেই! রাজনীতি করলে মন আরও উদার করতে হয়।” নন্দবাবুর মৃত্যুর পরে অবশ্য কংগ্রেস, তৃণমূল নেতারা সিপিআই অফিসে গিয়ে মরদেহে মালা দিয়েছিলেন। মঙ্গলবার নন্দবাবুর স্মরণসভায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ছাড়াও সিপিআইয়ের এ বি বর্ধন-সহ বামফ্রন্টের সব শরিক দলের প্রতিনিধি এবং রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র উপস্থিত ছিলেন। এঁরা প্রত্যেকেই আরও বেশি বাম-ঐক্য গড়ে তোলার উপরে জোর দেন। বর্ধন ও প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ প্রথা-বর্হিভূত ভাবে কেন্দ্র-রাজ্যের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেন। এসইউসির শঙ্কর সাহা, সিপিআই (এমএল লিবারেশন)-এর বাসুদেব বসু এবং পিডিএস নেতা সমীর পুততুণ্ড স্মরণসভায় ছিলেন। কী ভাবে নন্দবাবু তাঁকে সঙ্গে নিয়ে মহাকরণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ঘরে গিয়ে বিভিন্ন ব্যাপারে সওয়াল করতেন, সে কথা জানান আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী।

ক্রিকেট-জুয়ার জোড়া আসর, জালে ছ’জন
কলকাতা ও লিলুয়ার ক্রিকেট-জুয়ার দু’টি আসরে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার এবং তিন জনকে আটক করল পুলিশ। মঙ্গলবার রাতে পুণেতে আইপিএলের আসরে যখন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলসের খেলা চলছে, সেই সময়েই জুয়ার আসর বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে মৌলালির একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে ক্রিকেট-জুয়া চক্র চালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম পরশুরাম সাউ, রামচন্দ্র মণ্ডল ও অঙ্কিত মানসিংহ। পরশুরামই চক্রের পাণ্ডা বলে অভিযোগ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছ’টি মোবাইল, দু’টি ল্যাপটপ, দু’টি ল্যান্ডলাইন টেলিফোন সেট, একটি টিভি এবং দু’লক্ষ টাকা। একই ভাবে লিলুয়ার কুমোরপাড়া রোডে রিঙ্কু সিংহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে ক্রিকেট-জুয়ার আড্ডায় হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদল। আটক করা হয় তিন জনকে। উদ্ধার হয়েছে টিভি, তিনটি মোবাইল, ল্যাপটপ এবং পাঁচ লক্ষাধিক টাকা। ধৃত তিন এবং আটক তিন জনকে জেরা করে চক্রের অন্যদের ধরার চেষ্টা চলছে। মঙ্গলবার রাতেই সোনারপুরে আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। তারা বিভিন্ন ডাকাতির ঘটনায় অভিযুক্ত।

মুখ্যমন্ত্রীর অফিসে নতুন যুগ্মসচিব
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে রদবদল হল। মঙ্গলবার মহাকরণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অফিসে যুগ্মসচিব-পদে যোগ দিলেন শুভাঞ্জন দাস। ২০০৫-এর ব্যাচের এই আইএএস অফিসার পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ছিলেন। এর আগে মুখ্যমন্ত্রীর অফিসে যুগ্মসচিব ছিলেন শান্তনু বসু। তিনি হাওড়ার জেলাশাসক হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.