সংস্কৃতি যেখানে যেমন

পঞ্চম পাঠচক্র
দেবাশিস সাহা তাঁর দ্বিতীয় প্রয়াস ‘পাঠচক্র’ শুরু করেন পাঁচ মাস আগে। গত রবিবার বহরমপুরে হয়ে গেল পঞ্চম পাঠচক্র। সেখানে চেতন ভগতের উপন্যাস ‘রেভলিউশান ২০২০’ নিয়ে আলোচনা করেন প্রাক্তন শিক্ষিকা ও বাচিক শিল্পী ঋতা চট্টোপাধ্যায় এবং চিত্রকর মৃণাল নন্দী। রণজিত হসকোটে ও ইলিজা ত্রোজানোর গবেষণাগ্রন্থ ‘কনফ্লুয়েন্স ফরগটন হিস্টোরিজ ফ্রম ইস্ট অ্যান্ড ওয়েস্ট’ নিয়ে আলোচনা করেন শিক্ষক মোর্তজা খন্দেকার। রমাপ্রসাদ ভাস্করের গ্রন্থ ‘সঙ্গীত চর্চার ধারায় মুর্শিদাবাদ’ নিয়ে আলোচনা করেন ‘বাসভূমি’ পত্রিকার সম্পাদক অরূপ চন্দ্র। এ পর্যন্ত ৫টি পাঠচক্রে ভলতেয়ারের ‘ক্যান্ডিড’, মিলন কুন্দেরার ‘দি এনকাউন্টার’, সলমন রুশদির ‘ইমাজিনারি হোমল্যান্ডস্’, র‌্যান্ডি পসের ‘দি লাস্ট লেকচার’-সহ ১৮টি বই নিয়ে আলোচনা হয়।

নহি সামান্য নারী
১৩ মে নবদ্বীপের সাধারণ গ্রন্থাগার মঞ্চে সংস্কার ভারতীর নবদ্বীপ শাখা আয়োজন করে এক সাংস্কৃতিক সন্ধ্যার। সংস্থার সিউড়ি শাখার উপস্থাপনা নহি সামান্য নারী মন ছুঁয়ে যায় সকলের।

ছান্দিকের নাট্যোৎসব
২ থেকে ৪ জুন রবীন্দ্রনাট্যোৎসব অনুষ্ঠিত হবে বহরমপুর রবীন্দ্রসদনে। নাট্যসংস্থা ‘ছান্দিক’ ওই নাট্যোৎসবের আয়োজন করেছে। ওই নাট্যসংস্থার প্রয়াত প্রাণপুরুষ কিশলয় সেনগুপ্ত নির্দেশিত ‘রথের রশি’ দিয়ে নাট্যোৎসবের সূচনা হবে। পরের দিন সংস্থার ‘রাজা’ নাটকের প্রথম মঞ্চায়ন। তৃতীয় দিনের প্রযোজনা ‘চিরকুমার সভা’। ‘রাজা’ ও ‘চিরকুমার সভা’র নির্দেশক শক্তিনাথ ভট্টাচার্য। তিনি বলেন, “ছান্দিক ১০টি রবীন্দ্রনাটক মঞ্চস্থ করেছে। এই নাট্যোৎসব আমরা কিশলয় সেনগুপ্তকেই উৎসর্গ করছি।”

নজরুল জন্মোৎসব
আগামী শুক্রবার বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হবে নজরুল জন্মোৎসব। মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং বহরমপুর রবীন্দ্রসদন কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠান হবে। ২৭টি সংস্থা নৃত্য পরিবেশন করবে। গান গাইবেন ২৫টি সংগীত সংস্থার সদস্য-সদস্যারা। আবৃত্তি করবেন ৮টি সংস্থার সদস্য-সদস্যারা।

আল্পনা প্রদর্শনী
বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে ১৮-২০ মে আল্পনা প্রদর্শনীর আয়োজন করে নবদ্বীপ পুরাতত্ব পরিষদ। যোগ দেন ২৬ জন শিল্পী। সবচেয়ে প্রবীণ শিল্পী ৮৫ বছরের অনুপমা পোদ্দার। পাঁচমাথা মোড়ে পরিষদের ভবনেই প্রদর্শনী হয়।

প্রতিষ্ঠা দিবস
নবদ্বীপ ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ২৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে সম্প্রতি। নবদ্বীপ হিন্দুস্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পর্বতারোহী সংস্থার প্রবীণ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। দেখানো হয় অভিযানের দুষ্প্রাপ্য ছবিও।

রঙ্গাশ্রমের ‘সন্তাপ’
‘সন্তাপ’-এর ২২তম প্রযোজনা হল গত রবিবার। বহরমপুর রবীন্দ্রসদনে। গত বছরের ২৯ মে বহরমপুরের নাট্যসংস্থা ‘রঙ্গাশ্রম’ প্রথম নাটকটি মঞ্চস্থ করে। কলকাতা, দিল্লি ও পটনায় নাটকটি মঞ্চস্থ হয়েছে। মিলেছে জাতীয় ও রাজ্যস্তরের ৬টি পুরস্কারও। রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে ফের মঞ্চস্থ হয় ওই নাটক। কাহিনী মানব চক্রবর্তীর। নাট্যরূপ দেন কৌশিক চট্টোপাধ্যায়। পরিকল্পনা ও প্রয়োগে সন্দাপ ভট্টাচার্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.