টুকরো খবর
টোলগের শাস্তি নিয়ে আলোচনা ইস্টবেঙ্গলে
টোলগে ওজবেকে ইস্টবেঙ্গল সাসপেন্ড করতে পারে কি না, এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তিনি ইউরোপ চলে গেছেন জেনেও তাঁকে আবার চিঠি নিয়ে ক্লাবতাঁবুতে আসতে বলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। যথারীতি আসবেন না টোলগে। সরকারি ভাবে জানা গেল, টোলগের উত্তর পেয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এক ইস্টবেঙ্গল কর্তার কথায়, “আমরা এখন লড়াইয়ে এত দূর চলে গিয়েছি, যাতে পিছনে ফেরার উপায় নেই। তাই শাস্তির কথা চলছে।” আই এফ এ যথারীতি ইস্টবেঙ্গল-মোহনবাগানের চাপের কথা ভেবে রক্ষণাত্মক। কোনও সিদ্ধান্তই নিতে পারেনি। মোহনবাগান কর্তারা নিশ্চিন্ত, টোলগেকে কিছু করতে পারবে না ইস্টবেঙ্গল। ফিফা অধিকাংশ ক্ষেত্রেই ফুটবলারদের পাশে থাকে বলে। মজা হল, দুই বড় ক্লাবের আইনজীবীরা দু’রকম রায় দিচ্ছেন দুই ক্লাবকে। ইস্টবেঙ্গলের আইনজীবীদের বক্তব্য, মে মাস পর্যন্ত চুক্তি বলে পুরো মাসই টোলগে তাঁদের ফুটবলার। মোহনবাগানের আইনজীবীদের বক্তব্য, ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ হওয়ার সঙ্গে সঙ্গে টোলগে ফ্রি প্লেয়ার। ইউ বির প্রধান বিজয় মাল্য যেমন মর্গ্যানকে রাখার ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন, টোলগের ব্যাপারে তাঁর কোনও স্পষ্ট নির্দেশ নেই। এই বিতর্কে ইউ বি নিজেদের দূরেই রাখছে। এ দিকে ইস্টবেঙ্গলে মর্গ্যান যাঁকে এক নম্বর কিপার ভেবেছিলেন, সেই সন্দীপ নন্দী এখনও দোটানায় কী করবেন। তাঁকে প্রস্তাব দিয়েছে সুভাষ ভৌমিকের চার্চিল ও বিমল ঘোষের নতুন ক্লাব ডোদসল। মুম্বইয়ের টিমের টাকা অনেক বেশি। দ্বিতীয় ডিভিশনে খেললেও সেখানে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন স্টিভন ডায়াস, মহম্মদ রফি, এন পি প্রদীপ, পরেশ শিভলকরের মতো তারকারা। ডেম্পো ও পুণে এফ সির প্রাক্তন সহকারী কোচ মহেশ লৌটলিকর যোগ দিয়েছেন সেখানে। বিমল টিডি। এখনও পর্যন্ত সেখানেই ঝুঁকে সন্দীপ।

ফুটবল মরসুম শুরু আগামী সোমবার
যে মাসে কলকাতা প্রিমিয়ার লিগের ট্রফি জিতে নিল ইস্টবেঙ্গল, সেই মাসেই পরের মরসুমের ম্যাচ খেলতে নেমে পড়ছে পঞ্চম ডিভিশনের টিম। ২০১২-১৩ মরসুম শুরু ২৮ মে, পঞ্চম ডিভিশনের গ্রুপ ‘এ’-র খেলা দিয়ে। আগের মরসুম শেষ হওয়ার মাত্র ১৪ দিন পরই। প্রথম ডিভিশন শুরু ১২ জুন। তবে প্রিমিয়ার ডিভিশন কবে শুরু তা এখনও ঠিক হয়নি। আইএফএ চায় জুলাই শেষ হওয়ার আগেই শুরু করে দিতে। যাতে লিগ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাবগুলোর সঙ্গে কথা বলে নেওয়া হবে। ২৯ মে শুরু পঞ্চম ডিভিশন গ্রুপ ‘বি’-র খেলা। চতুর্থ ডিভিশন ১ জুন থেকে। তৃতীয় ও দ্বিতীয় ডিভিশন শুরু ৪ ও ৬ জুন। তবে তার আগেই শুরু হয়ে যাচ্ছে ট্রেডস কাপ। ২৯ মে থেকে এই টুর্নামেন্টে খেলবে প্রথম ডিভিশনের ২৮টি টিম। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের কথায়, “আমাদের লক্ষ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রথম থেকে পঞ্চম ডিভিশনের খেলা শেষ করা।”

মোরিনহোর সঙ্গে রিয়ালের ৪ বছরের চুক্তি
হোসে মোরিনহোর সঙ্গে চার বছরের চুক্তি করল রিয়াল মাদ্রিদ। ২০১৫ পর্যন্ত কোচ থেকে যাচ্ছেন পর্তুগিজ কোচ। তাঁর ইংল্যান্ডে ফেরার ব্যাপারে যে আলোচনা চলছিল, তাতে ইতি পড়ে গেল। এ দিকে ম্যাঞ্চেস্টার সিটি কর্তারা কার্লোস তেভেজকে সরিয়ে দিতে চান। তাঁরা এ সি মিলানের সঙ্গে আলোচনা চালাচ্ছেন, ব্রাজিলিয়ান স্টপার থিয়াগো সিলভার সঙ্গে তেভেজের অদল বদল করা যায় কি না, তা নিয়ে। এ দিকে, ইউক্রেনে আসন্ন ইউরো কাপ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জট তৈরি হয়েছে। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী উলিয়া তিমোশেঙ্কোকে গ্রেফতার করেছে বর্তমান সরকার। এর প্রতিবাদে অনেক ইউরোপিয়ান দেশই ইউক্রেনে খেলা বয়কট করার কথা ভাবছে। শুনে ইউক্রেন জাতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট কিংবদন্তি পোলভল্টার সের্গেই বুবকা কড়া সমালোচনা করেছেন। বলেছেন, “একেবারে অর্থহীন ভাবনা। খেলায় রাজনীতি জড়িয়ে কোনও লাভ হয়নি। লস অ্যাঞ্জেলিস ও মস্কো অলিম্পিক বয়কট করে কী লাভ হয়েছে?” ইউরো কাপ শুরু ৮ জুন।

ফিফা কংগ্রেসে বঞ্চিত ইন্দর
ফিফা কংগ্রেসে ডাক পেয়েও যাওয়া হল না ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ইন্দর সিংহের। দিল্লি থেকে দেশ ছাড়ার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ফিফা কংগ্রেসে ভারত থেকে এতদিন কোনও ফুটবলার এআইএফএফ-এর প্রতিনিধিত্ব করেননি। এ বার ফিফা কংগ্রেস হচ্ছে হাঙ্গেরির বুদাপেস্টে।

বিদায় চেলসি, বললেন দ্রোগবা
নিজেকে নিয়ে সব জল্পনার শেষ করলেন দিদিয়ের দ্রোগবা। জানিয়ে দিলেন, জুনের শেষে চুক্তি শেষ হওয়ার পর তিনি চেলসি ছাড়ছেন। আট বছর চেলসিতে খেলেছেন দ্রোগবা। তাঁর কথায়, “এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। তবে চেলসিতে খেলে যা যা পেয়েছি তা নিয়ে আমি খুব গর্বিত।” চেলসিতে ৩৪১ ম্যাচে ১৫৭ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও তিনটি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ, দু’টি কার্লিং কাপ জিতেছেন তিনি।

খো-খো প্রতিযোগিতায় সাফল্য
রাজ্যস্তরের খো-খো প্রতিযোগিতার মূল পর্বে উঠল জেলার অনূর্ধ্ব ১৪ বালক বিভাগ। গত ২০ মে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ হাইস্কুল মাঠে রাজ্য খো-খো অ্যাসোসিয়েশন অয়োজিত ওই প্রতিযোগিতার জোনাল স্তরের খেলা হয়। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও বর্ধমান জেলা দলগুলি তাতে যোগ দিয়েছিল। সিনিয়র বিভাগে পুরুষ ও মহিলা দল এবং অনূর্ধ্ব ১৪ বিভাগে বালক দল-সহ জেলা থেকে মোট তিনটি দল যোগ দেয়। জোনাল স্তরের ওই প্রতিযোগিতায় রানার্স হওয়ার সুবাদে অনূর্ধ্ব ১৪ বালক বিভাগ রাজ্যস্তরের খো-খো প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ পেল। দলের কোচ তাপস হাজরা ও ম্যানেজার অনুপ চৌধুরী জানান, রাজ্যস্তরের প্রতিযোগিতায় ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে বীরভূম-সহ মোট ৮টি দল যোগ দিচ্ছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.