টুকরো খবর |
মাকড়সা নিয়ে আতঙ্কে সদিয়া |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
‘রহস্যজনক’ মাকড়সার খোঁজে তিনসুকিয়া জেলার সদিয়া মহকুমায় তল্লাশি শুরু করলেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। গত দু’দিনে সদিয়ায় দুই ব্যক্তি মাকড়সার কামড়ে প্রাণ হারিয়েছেন বলে খবর রটায় এলাকায় আতঙ্ক দানা বেঁধেছে। তিনসুকিয়ার জেলাশাসক মীনাক্ষী সুন্দরম জানান, চাউলখোয়া এলাকার পূর্ণকান্ত বড়গোহাঁই ও চাপাখোয়া এলাকার ঋতুরাজ গগৈয়ের পরিবার দাবি করেছেন, এক নতুন ধরনের বিষাক্ত মাকড়সার কামড়ে তাঁদের মৃত্যু হয়েছে। এর জেরেই সদিয়ায় মাকড়সা-আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজের চিকিৎসক ও উত্তর-পূর্বে মাকড়সা নিয়ে গবেষণা চালানো তাঁরা নানা ধরনের মাকড়সার নমুনা সংগ্রহের পাশাপাশি, দুই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণও অনুসন্ধান করবেন। ইতিমধ্যে, এলাকায় দু’টি নতুন ধরনের মাকড়সার সন্ধান মিলেছে। দু’টি মাকড়সা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
|
উজ্জ্বল এক ঝাঁক। দুবরাজপুরে ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।
|
হাতির হানা, মৃত্যু জঙ্গলে |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক বনবস্তিবাসীর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার-১ ব্লকের চিলাপাতা জঙ্গলে। বন্যপ্রাণ-৩ বিভাগের চিলপাতার রেঞ্জ অফিসার গোপালচন্দ্র সরকার জানান, মৃত ব্যাক্তির নাম অনিল রায় (৪০)। তাঁর বাড়ি উত্তর শিমলাবাড়ি এলাকায়। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ এলাকার কয়েকজনের সঙ্গে ওই ব্যক্তি চিলাপাতা বিটে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বুনো হাতির সামনে পড়ে যান। অন্যরা পালাতে সক্ষম হলেও বুনো হাতি ওই ব্যক্তিকে শুড়েঁ পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
|
|
মায়ের কাছে তরমুজ দাবি ছানার। জামশেদপুর চিড়িয়াখানায়। পার্থ চক্রবর্তীর তোলা ছবি। |
|