জলপাইগুড়িতে সাফাই বন্ধ পাঁচ দিন
দূষণ ছড়াচ্ছে জমা জঞ্জাল
ঞ্জাল সাফাই নিয়ে অচলাবস্থা চলছেই জলপাইগুড়িতে। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে অচলাবস্থা দূর না-হওয়ায় মঙ্গলবারও জলপাইগুড়ি শহরের জঞ্জাল সরাতে পারেননি পুর কর্তৃপক্ষ। টানা পাঁচদিন ধরে শহরের জঞ্জাল অপসারণ বন্ধ থাকায় শহরের বিভিন্ন মোড়ে উপচে পড়া ভ্যাট থেকে দূষণ ছড়াতে শুরু করেছে। পুরসভার তরফে মহকুমা প্রশাসনকে বিষয়টি জানানো হলেও সমস্যা মেটার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। ধূপগুড়ি পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে মহকুমা প্রশসান ব্যস্ত থাকায় জলপাইগুড়ি শহরের জঞ্জাল সমস্যা নিয়ে প্রশাসনিক স্তরে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বিকল্প ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা না করে দিলে তাদের পক্ষে শহরের জঞ্জাল ফেলা সম্ভব নয়। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গত পাঁচদিনে শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা অপসারণ সম্ভব হয়নি। ফলে শহরের নানা মোড়গুলিতে রাখা পুরসভার ভ্যাট উপচে পড়ে রাস্তায় আবর্জনা ছড়িয়ে পড়েছে। কুকুর, বেড়ালের মুখে জঞ্জাল ছড়িয়ে পড়ছে।
ছবিটি তুলেছেন সন্দীপ পাল।
এই পরিস্থিতিতে ধূপগুড়ির নির্বাচন পর্ব মেটার অপেক্ষা করতে হলে আরও সপ্তাহ দুয়েক অপেক্ষা করতে হবে। তত দিনে জলপাইগুড়ি শহরের পরিস্থিতি বিষময় হয়ে উঠবে বলে পরিবেশ প্রেমীদের আশঙ্কা। পরিবেশ প্রেমী সংস্থা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের যুগ্ম সম্পাদক রাজা রাউত বলেন, “জঞ্জাল থেকে শহরে রোগ সংক্রমণের উপক্রম হয়েছে। এই সমস্যা সমাধানে রাজনীতি ভুলে সকলকে এক হতে হবে। পুরসভা-প্রশাসনের উদ্যোগে সকলকে সামিল হতে হবে।” ফেব্রুয়ারি মাসের বৈঠকে পুরসভাকে ডাম্পিং গ্রাউন্ড তৈরির বিকল্প জমি দেওয়া হবে বলে প্রশাসনের তরফে ঘোষণা করা হয়। সেই জমির অপেক্ষাতেই রয়েছেন পুর কর্তৃপক্ষ। জমি না পাওয়া পর্যন্ত শহর লাগোয়া গোশালা মোড় এলাকায় অস্থায়ী ভাবে শহরের জঞ্জাল ফেলছিল পুরসভা। এলাকায় দূষণ ছড়ানোর অভিযোগে সেই এলাকার বাসিন্দাদের বাধায় বৃহস্পতিবার থেকে সেখানেও জঞ্জাল ফেলা বন্ধ। জলপাইগুড়ির সদর মহকুমাশাসক সাগর চক্রবর্তী বলেন, “পুরসভার থেকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাটি খুবই উদ্বেগজনক। আগেও এই সমস্যা সমাধানে কয়েকবার বৈঠক করা হয়েছে।” জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “পুরসভার আর কিছু করার নেই। প্রশাসন বিকল্প ডাম্পিং গ্রাউন্ড তৈরির জমি না দিলে শহরের ময়লা অপসারণ সম্ভব হবে না। প্রশাসনকে বিশদে জানিয়েছি।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.