টুকরো খবর |
বর্মি অনুপ্রবেশ নিয়ে জেরবার মিজোরাম |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে লক্ষাধিক বর্মি অনুপ্রবেশকারী মিজোরামে ঘাঁটি গাড়ছে। কোনও স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এই অভিযোগ খোদ মিজোরামের মুখ্যমন্ত্রী, লাল থানহাওলার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা টি কে এ নায়ার ও বর্ডার রোড অর্গানাইজেশনের ডিজি, লেফটেন্যান্ট জেনারেল রবিশঙ্কর মণিপুর-মায়ানমার সীমান্ত ঘুরে, মিজোরাম-মায়ানমার সীমান্তে আসেন। তাঁদের কাছেই ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী লাল থানহাওয়ালা। মিজোরামের সঙ্গে মায়ানমারের সীমান্ত ৫১০ কিলোমিটার দীর্ঘ। সীমান্ত রক্ষার ভার আসাম রাইফেল্স-এর উপরে থাকলেও, পাহাড়-জঙ্গলে ঘেরা সীমান্তের নানা অংশ দিয়ে মায়ানমারের বর্মি মিজো, কাচিন ও চিন উপজাতির মানুষরা ইচ্ছামতো সীমান্ত পারাপার করে। একই সঙ্গে, অবাধে চলছে মাদক চোরাচালান। প্রধানমন্ত্রীর আসন্ন মায়ানমার সফরে সড়ক যোগাযোগের উন্নতি ও সীমান্ত বাণিজ্যের প্রসারে জোর দেওয়া হবে। সেই জন্যই নায়ার ভারত-মায়ানমার সীমান্ত ঘুরে দেখছেন, তথ্য সংগ্রহ করছেন। লাল থানহাওয়ালা জানান, চোরাচালান ও অনুপ্রবেশ নিয়ন্ত্রণ না করলে কাঙ্খিত উন্নয়ন আসা সম্ভব নয়।
|
কৃষি পরিকল্পনায় নীতীশ বরাদ্দ করলেন ১৩৬৬ কোটি |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
কৃষি ও কৃষি পরিকাঠামো ক্ষেত্রে বিহারকে স্বনির্ভর করতে আগামী পাঁচ বছর নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরিকল্পনা রূপায়ণের প্রথম বছর অর্থাৎ চলতি আর্থিক বছরে, কৃষি পরিকাঠামো গড়ার নির্দিষ্ট লক্ষ্যে ১৩৬৬ কোটি টাকা বরাদ্দ করলেন নীতীশ। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিহার কৃষি উৎপাদনে অন্যতম অগ্রগণ্য রাজ্য। কিন্তু সমস্যা যে প্রয়োজনীয় সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ব্যবস্থা ইত্যাদির, সেটা তাঁকে বোঝান বিশেষজ্ঞরা। কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের সঙ্গে বিশদ পরামর্শের পর এই ব্যাপারে কী করণীয় তা ঠিক করার জন্য নীতীশ কুমার একটি বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেন। সেই কমিটি সরকারের কাছে একটি রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে এবং নীতীশ কুমারের উদ্যোগে রাজ্যের জন্য একটি উচ্চাভিলাষী কৃষি ‘রোড ম্যাপ’ তৈরি করা হয়। আগামী পাঁচ বছরে তা রূপায়ণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাঁচ বছরের প্রথম বছরে ১৩৬৬ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ করে নীতীশ সেই কাজটাই শুরু করে দিলেন। মন্ত্রিসভা বৈঠকের পর রাজ্যের ক্যাবিনেট বিষয়ক সচিব রবিকান্ত জানান, এই পরিকল্পনা বরাদ্দের মূল লক্ষ্য হল শস্যাধার তৈরি করা, জৈব কৃষিতে জোর দেওয়া, জৈব সারের প্রচলন বাড়ানো, হর্টিকালচারে গুরুত্ব দেওয়া ইত্যাদি। এরই পাশাপাশি, গম সংগ্রহের লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভার আজকের বৈঠকেই ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গম উঠতে শুরু করলে যাতে রাজ্য সরকার নির্দিষ্ট সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে গম সংগ্রহ করতে পারে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিহার সরকার। সেই লক্ষ্যেই এই আগাম বরাদ্দ।
|
সিমলিপালে অপহৃত ২ বনকর্মী |
সংবাদসংস্থা • বারিপদা |
ওড়িশায় সিমলিপাল জাতীয় অরণ্যে কোর এলাকায় ঢুকে হাতি মারার অভিযোগে দিন কয়েক আগে চার ব্যক্তিকে আটক করা হয়। সেই চারজনকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে স্থানীয় গোপীনাথপুর গ্রামের অন্তত পঞ্চাশ জন বাসিন্দা আজ চড়াও হয় বনকর্মীদের উপরে। শুধু চড়াও হওয়াই নয়, মারমুখী গ্রামবাসীরা ক্ষীরোদ সিংহ নামে এক বন অফিসার এবং একজন ঠিকাকর্মীকে অপহরণ করে নিয়ে গিয়েছে। পণবন্দি হিসাবে হিসাবে তাঁদের আটকে রাখা হয়েছে। এই জাতীয় অরণ্যে ব্যাঘ্র প্রকল্পের ভারপ্রাপ্ত কর্তা রিজিওনাল চিফ কনজার্ভেটর অনুপ নায়ক জানান, অরণ্যের একেবারে কোর এলাকায় ঢুকে হাতি মারার অভিযোগ ছিল ওই চার ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু ওই চারজনকে আটক করায় খেপে যায় এলাকার মানুষজন। স্থানীয় গোপীনাথপুরের গ্রামবাসীরা এসে ওই চারজনকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। ডিউটিতে থাকা বনকর্মী ও অফিসারদের উপরে তারা চড়াও হয়। শেষ পর্যন্ত ক্ষীরোদ সিংহ নামে এক ফরেস্টার ও আর একজন অস্থায়ী কর্মীকে তারা জোর করে ধরে নিয়ে গিয়েছে পণবন্দি হিসাবে। অপহৃত ওই দুইজনকে উদ্ধারের জন্য গোপীনাথপুরে প্রচুর পুলিশ পাঠানো হয়েছে।
|
নৌকাডুবিতে নিখোঁজ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে সহর্ষ জেলায় কোশী নদীতে আজ সকালে যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুই যাত্রীর সন্ধান মেলেনি। পুলিশ জানায়, ৩৬ জন যাত্রী নিয়ে দেশি নৌকাটি সহর্ষের গঙ্গেপুর ঘাট থেকে দ্বারভাঙা যাচ্ছিল। যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন বিয়েবাড়ির লোক। কিছুটা যাওয়ার পরেই ভার সামলাতে না পেরে নৌকাটি মাঝনদীতে উল্টে যায়। ২৭ জন যাত্রী সাঁতার কেটে নিজেরাই উঠে আসেন। পরে আরও সাতজনকে উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, “২ জন এখনও নিখোঁজ। তাঁদের নাম জানা যায়নি। নিখোঁজ দু’জনের সন্ধানে তল্লাশি চলছে।” অতিরিক্ত যাত্রী বহনের ফলেই এই দুর্ঘটনা বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।
|
সনিয়ার সফরের দিন বন্ধ পরেশ গোষ্ঠীর |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর গুয়াহাটি সফর বয়কট করবে পরেশপন্থী আলফা। গগৈ সরকারের তৃতীয় দফার সরকার গঠনের বর্ষপূর্তি উপলক্ষে ২৬ মে, শনিবার গুয়াহাটি আসার কথা সনিয়ার। পরেশপন্থী আলফার সহকারী প্রচার সম্পাদক লেফটেন্যান্ট অরুণোদয় অসম এক বিবৃতিতে জানিয়েছেন,ওই দিনটি পালন করা হবে ‘প্রতিবাদ দিবস’ হিসাবে। দেওয়া হয়েছে ভোর ৫টা থেকে ১২ ঘণ্টা বন্ধের ডাকও। এর আগে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অসম সফরের সময়ও পরেশপন্থী আলফা রাজ্য জুড়ে ১২ ঘণ্টা বন্ধ পালনের ডাক দিয়েছিল। পরেশপন্থীদের বক্তব্য, অসমিয়াদের স্বাধীনতা হরণ, বৃহৎ পুঁজিপতিদের সঙ্গে হাত মিলিয়ে নদীবাঁধ স্থাপন করার মতো ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। ঔপনিবেশিক ভারতের এই নেত্রীর অসম সফর অসমবাসীর কাছে একেবারেই অনাকাঙ্ক্ষিত। এই কারণেই প্রতিবাদ দিবস পালন করবে আলফা।
|
তোলাবাজির দায়ে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
ডিমাসা জঙ্গিদের নাম করে এক ব্যবসায়ী সংস্থার প্রাজেক্ট ম্যানেজারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল রবিজুল আলম চৌধুরী নামে এক যুবককে। বরাক উপত্যকায় করিমগঞ্জের বদরপুরে এই ঘটনায় জড়িত আরও তিনজনকে খোঁজ করছে পুলিশ। রবিজুলকে আজ আদালতে তোলা হলে বিচারক তাকে আরও দু’দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পৃথক ঘটনায় গুয়াহাটিতে এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, হিন্দিভাষী ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। তদন্তে নেমে সিআইডি শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে। |
পিএলএ জঙ্গি গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
জঙ্গি সংগঠন পিএলএ-র এক ক্যাডারকে গ্রেফতার করেছে আসাম রাইফেলস। কাল মণিপুরের জিরিবামে লামলং কেইথল গ্রামে তল্লাশি চালানোর সময় সাদ্দাম হোসেন নামে ওই জঙ্গি যুবককে গ্রেফতার করা হয়। আসাম রাইফেলস সূত্রে জানানো হয়েছে, তার কাছে থেকে একটি নাইন এম এম পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আসাম রাইফেলসেরই আর একটি তল্লাশি দল এ দিন ১২০ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে সিংসন নামে এক যুবককে। পৃথক ঘটনায় ধৃত দুই জনকেই পরে বাজেয়াপ্ত সামগ্রী-সহ জিরিবাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
|
স্কুলশিক্ষককে পিটিয়ে খুন |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
মুঙ্গেরের পর এ বার সমস্তিপুরে পিটিয়ে খুন করা হল এক শিক্ষককে। সমস্তিপুরের উজয়িরপুর থানা এলাকার রামপুর একশিলা গ্রামে আজ সকালে জমিজমা নিয়ে বিবাদে প্রহারে মৃত্যু হয় প্রমোদ ঝায়ের (৪২)। তিনি স্থানীয় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আজ সকালে স্কুলে যাওয়ার জন্য তিনি মোটরবাইক চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মাঝরাস্তায় জনা সাতেক লোক তাঁকে ঘিরে ধরে লোহার রড, কুড়াল ও লাঠি দিয়ে নির্মম ভাবে প্রহার করে। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি।
|
খেলার মাঠে ধূমপান করে বিতর্কে শাহরুখ |
সংবাদসংস্থা • জয়পুর |
আইপিএলের মাঠে প্রকাশ্যে ধূমপান করে ফের বিতর্কে জড়ালেন শাহরুখ খান। গত ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রাজস্থান রয়্যালসের খেলা ছিল জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়ামে। টিভির ক্যামেরায় দেখা যায় ম্যাচ চলাকালীন ধূমপান করছেন কিং খান। দেশের সর্বত্র প্রকাশ্যে ধূমপান আইনত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু শাহরুখের মতো জনপ্রিয় তারকার এই আচরণ সেই আইন লঙ্ঘনে ইন্ধন জোগাবে, এই অভিযোগ করেই মামলা করেন জনৈক জয়পুর নিবাসী আনন্দ সিংহ রাঠৌর। এর ভিত্তিতেই শাহরুখ খানকে সমন পাঠিয়েছে জয়পুরের একটি আদালত। মামলাটির শুনানি রয়েছে আগামী ২৬ মে। গত সপ্তাহেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের শেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে শাহরুখ বচসায় জড়িয়ে পড়েন। তার শাস্তিস্বরূপ, আগামী পাঁচ বছর তাঁকে ওয়াংখেড়েতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ বার শাহরুখের আদালতে হাজিরা দেওয়ার পালা!
|
প্রণব-পুত্রের আর্জি মমতাকে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাষ্ট্রপতি পদে বাবাকে সমর্থনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ব্যক্তিগত ভাবে চিঠি লিখে বা মমতার সঙ্গে দেখা করে এ অনুরোধ তিনি জানাচ্ছেন না। মঙ্গলবার সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমের মারফতই মমতার কাছে এই আর্জি জানান অভিজিৎ। বিধানসভা চত্বরে নলহাটির বিধায়ক অভিজিৎ বলেন, “বাবাকে সর্বোচ্চ সম্মান পেতে, সর্বোচ্চ পদে সব ছেলেই দেখতে চায়। আমিও ছেলে হিসেবে চাই বাবা রাষ্ট্রপতি হোন। তবে চাইলেই তো আর কেউ রাষ্ট্রপতি হতে পারেন না। সর্বসম্মতিতে বাবাকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত হলে তা হবে। ছেলে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন, বাবাকে আপনি সমর্থন করুন।” লোকসভার স্পিকার মীরা কুমার তাঁর পছন্দের প্রার্থী বলে মমতার মন্তব্যের প্রেক্ষিতে অভিজিৎ বলেন, “মীরা কুমার পছন্দের হতেই পারেন। কিন্তু বাঙালি হিসেবে বাবাকে উনি সমর্থন করুন, সেটাই চাইব।” একইসঙ্গে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে ‘বিশ্বপুত্র’ বলায় মমতাকে ধন্যবাদও দেন অভিজিৎ।
|
লালবাতি নয়, মত সনিয়ার |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সাংসদদের গাড়িতে লালবাতি লাগানোর বিরুদ্ধেই মুখ খুললেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। তবে এই বিষয়ে রাজ্যগুলিরই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এই বিষয়ে সংসদে বিতর্কে লালবাতিকে সমর্থন করেছিলেন দলমত নির্বিশেষে অনেক সাংসদ। আজ কংগ্রেস সংসদীয় দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রসঙ্গটি তোলেন কংগ্রেস নেতা পি সি চাকো। তখন সনিয়া বলেন, দিল্লিতে লালবাতির সংখ্যা বাড়লে সমস্যা হবে। কাল লালবাতির বিরোধিতা করে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভিও বলেন, সাংসদদের গাড়িতে লাল আলো লাগালে তা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ শুনতে হবে।
|
ধর্ষণের শাস্তি অন্তত ৭ বছর: সুপ্রিম কোর্ট |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ধর্ষণের শাস্তি অন্তত সাত বছরের কারাদণ্ড। আজ একটি মামলায় এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এক দলিত মহিলাকে ধর্ষণ করার দায়ে বিনোদ কুমার ও হীরা লাল নামে দুই ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিল নিম্ন আদালত। পরে তাদের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে দিয়েছিল রাজস্থান হাইকোর্ট। কিন্তু, কোন বিশেষ কারণে তাদের শাস্তি কমানো হল তা হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়নি। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজস্থান সরকার। আজ শীর্ষ আদালত নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে। কোর্টের মতে, অগ্রপশ্চাৎ না ভেবে এই ধরনের রায় দেওয়া উচিত নয়।
|
ইতালীয় রক্ষীর বিচারে সরকারি হস্তক্ষেপ নয় |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কেরলে ২ ভারতীয় মৎস্যজীবীকে হত্যায় অভিযুক্ত ইতালীয় জাহাজের দুই রক্ষীর বিচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করা হবে না বলে জানাল কেন্দ্র। দুই ইতালীয় রক্ষীর বিরুদ্ধে খুনের চার্জ গঠন ও তাদের জামিন না-মঞ্জুর করার যে সিদ্ধান্ত আদালত নিয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ আজ বলেন, “বিচার চলছে। ভারত সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।” জামিন মঞ্জুরের জন্য ইতালির সরকার চাপ দিচ্ছে কি না জানতে চাওয়া হলে কৃষ্ণ বলেন, “একেবারেই না।”
|
ঘুষ নিতে গিয়ে ধৃত |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
আজ সকালে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মুজফ্রপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মী। ধৃত ওই হাসপাতাল কর্মীর নাম সুবোধ কুমার বর্মা। সোনেলাল সাহনি নামে অবসরপ্রাপ্ত এক ব্যক্তির কাছ থেকে ১৫০০০ টাকা ঘুষ চেয়েছিলেন তিনি।
|
গ্রেনেডে জখম ২ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জঙ্গলে কাঠ চুরি করতে গিয়ে বিপত্তি। বিস্ফোরণে জখম দুই। ঘটনাটি ঘটেছে লামডিং বনাঞ্চলে। পুলিশ জানায়, নূর আহমেদ ও আবদুল গনি নামে জঙ্গলে কাঠ কাটছিলেন। সেখানে, জঙ্গিরা গ্রেনেড লুকিয়ে রেখেছিল। গ্রেনেড নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে তার পিন খুলে যায়। |
|