ভুয়ো অ্যাকাউন্ট খুলে চেক ভাঙিয়ে টাকা আত্মসাতের অভিযোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাওড়া শাখার ম্যানেজারকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার সুদামচন্দ্র পাইন নামে ওই ম্যানেজারকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হলে ৪ জুন পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। |
পুলিশ জানায়, ২০১০ সালে তুহিনশুভ্র দে নামের বর্ধমানের এক ওষুধ ব্যবসায়ী হাওড়ার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কুরিয়ারের সাহায্যে দু’টি চেকে প্রায় তিন লক্ষ টাকা পাঠিয়েছিলেন। কিন্তু তারা টাকা পায়নি বলে হাওড়ার সংস্থা বর্ধমানের সংস্থাটিকে জানায়। তুহিনবাবু কুরিয়ার সংস্থার নামে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জেলা পুলিশের হাত থেকে এই প্রতারণা মামলার তদন্তভার নিয়েছিল সিআইডি। পরে কুরিয়ার সংস্থার এক কর্মীকে ধরা হয়। তাঁকে জেরা করে জানা যায়, নতুন অ্যাকাউন্ট খুলে চেক দু’টি হাওড়ায় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভাঙনো হয়েছে। যে তারিখে চেক দেওয়া হয়েছিল, তার অনেক পরে জাল নথিপত্র পেশ করে নতুন অ্যাকাউন্ট খোলা হয়। পরে ভাঙানো হয় দু’টি চেক। কলকাতার পাটুলিতে সুদামবাবুর বাড়িতে গিয়ে তাঁকে জেরা করে সিআইডি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। |