জ্বরে আক্রান্ত হয়ে দিল্লি থেকে ফেরার পথে অসুস্থ ৩ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবারের এই ঘটনাটি জানার পরে রবিবার নড়ে বসেছে স্বাস্থ্য দফতর। ভিন রাজ্য থেকে কেউ অসুস্থ হয়ে এলে যাতে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হয় সেই ব্যাপারে প্রচার চালানোর পরিকল্পনা হয়েছে। মৃতদের নাম নজরুল শেখ (১৮), হাফিজুর শেখ (১৯) ও ইব্রাহিম শেখ (২০)। নজরুল ও হাফিজুরের বাড়ি তুফানগঞ্জের ছালাপাক গ্রামে। নজরুল ফেরার সময়ে ট্রেনেই মারা যান। কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিমকে ট্রেন থেকে নামিয়ে শিলিগুড়িতে নার্সিংহোমে ভর্তি করানো হলে তাঁর মৃত্যু হয়। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “পুরো বিষয়টি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।” রাজ্য স্বাস্থ্য দফতরের মুখপাত্র অসিত বিশ্বাস বলেছেন, “এমন ঘটনা দফতর থেকে এখনও কেউ জানায়নি। তবে যা মনে হচ্ছে তাতে আতঙ্কের কিছু নেই। দিল্লি বা বাইরের রাজ্য থেকে কেউ জ্বর নিয়ে ফিরলে দ্রুত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।” এ মাসের ১ তারিখে ৩ জন দিল্লি যান। গ্রামের অনেকে আগে থেকেই দিল্লির কারখানায় কাজ করেন বলে অভিভাবকেরা কেউ আপত্তি করেননি। সেখানে দুই সপ্তাহের মধ্যে ওই ৩ জন অসুস্থ হয়ে পড়েন। নজরুলের দাদা সাদ্দাম হোসেন বলেন, “আমিও অন্য একটি কারখানায় কাজ করি। ভাই এবং ওর বন্ধুরা অসুস্থ শুনে খোঁজ নিতে ওদের ভাড়া বাড়িতে যাই। ওদের জ্বর ও শারীরিক দুর্বলতা ছিল। ডাক্তার দেখিয়েও কাজ না হওয়ায় ভাইকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। ট্রেনেই ভাইয়ের মৃত্যু হয়।”
|
ছানি কাটানোয় ত্রুটি, নির্দেশ ক্ষতিপূরণের
সংবাদসংস্থা • কটক |
দু’বছর আগে এক দাতব্য চক্ষু চিকিৎসা শিবিরে ছানি অস্ত্রোপচার করিয়ে চোখের সমস্যার শিকার হন ৪২ জন রোগী। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওড়িশা সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সম্পূর্ণ দৃষ্টি হারিয়েছেন যে ১৬ জন, তাঁদের ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। বাকি ১৬ জন যাঁরা আংশিক দৃষ্টিহীনতায় ভূগছেন, তাঁদের সমস্যার মাত্রা বিচার করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ২০১০-এ কালাহাণ্ডিতে এক স্বেচ্ছাসেবী সংগঠন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই দাতব্য চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল।
|
কর্নিয়া প্রতিস্থাপনের সুযোগ এ বার আলিপুরদুয়ারেও। শনিবার শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাসপাতালে এক মহিলা ও এক বৃদ্ধের কর্নিয়া প্রতিস্থাপন হয়। সংস্থার হাসপাতাল কমিটির সভাপতি সমীরণ পাল জানান, এই প্রথম তারা সফল কর্নিয়া প্রতিস্থাপন করলেন। |